Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আজ তোমার মেসেজ নেই,আমার হাসিও নেই
............................................................
না হারিয়ে গেলো শেষ পর্যন্ত,
পারলাম না শেষ সুতোটা বাঁচিয়ে রাখতে।
কতভাবে বোঝালাম তাও তুমি বুঝলেনা অনামিকা,
একটা ভুল বোঝা বুঝি র জন্য,
সব আজ শেষ করে ফেললে।
সকালে উঠে রোজ সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু ,
তুমি সারাদিন খুশিতে থেকো জানাতাম,
তোমার ১০৪ জ্বর হোয়েছে শুনে কত মন খারাপ ছিল,
তোমাকে জিজ্ঞেস করলাম কেমন আছো,
ডাক্তার দেখালে,এটাই শেষ কথা…
৪ দিন ধরে মেসেজ করলাম,
তুমি আর উত্তর দিলেনা,
ভাবলাম শরীর খারাপ,মেসেজ দেখনি মনেহয়।
কিন্তু তোমার ফেসবুক এর কমেন্ট দেখে বুঝলাম,
তুমি মিথ্যে বলেছ,খুবই ব্যথা পেয়েছিলম।
চার দিন ধরে দেখছি,না লাস্ট সীন।
ভাবলাম BIB Cr-এ আমার ছবি আঁকা গুলো দেখে
যদি তোমার মন গলে যাবে,
কাল রাতে দেখছি,না ডিপি না লাস্ট সীন।
খুব কষ্ট পেলাম গো আমার অ*মিকা।
একটা বন্ধু এসে তোমাকে কি বলেদিল,
আমাদের মিষ্টি বন্ধুত্ব কে খেয়ে ফেললো।
আর তুমিও বুঝলেনা একবারও।
একটা বন্ধু আরেকটা বন্ধুর হাসিটা ছিনিয়ে নিল।
একটা বন্ধু আরেকটা বন্ধুর জিবনটা
যেনো ছিনিয়ে নিতে পিছপা হলনা।
ভাবছিলাম তোমায় ভুলে যাই,
কিন্তু তাও ৪ দিন ধরে স্বপ্নে তুমি এসে,
আবার আমাকে তোমার দিকে টেনে নিচ্ছ।
কেনো ওই দিন ওখানে গিয়ে তোমার বন্ধু কে কিছু বললাম,
আর ও তোমাকে আমার ব্যাপারে অতিরঞ্জক করে খারাপ কিছু বললো।
আর তুমি ও আমার একটা কথাও বিশ্বাস করলেনা ,
সব সময় তোমাকে খুশি করার চেষ্টা করেছিলাম,
কিন্তু তাও আর বুঝলেনা তুমি।
ভালো থেকো,কিন্তু একদিন আমায় বুঝবে,
সেদিন তোমার ও চোখ থেকে জল বেরোবে,
যেমন আমি তোমার আর তোমার বন্ধুর জন্য
দু মাস কষ্ট পেলাম।
একবার আমাকে বোঝার চেষ্টা করো,
একটা ভুলের জন্য কতদিন ধরে কষ্ট পাচ্ছি।
খুবই ভালোবেসেছিলাম,তবুও সারাজীবন
একটা মিষ্টি বন্ধু হয়ে থাকতে চেয়েছিলম।
সেটাও যেনো একটা বন্ধু বিষ হয়ে জিবনে এসে,
যেন হাসিটামেরে ফেললো।
বন্ধুটাকে হাত জোড় করে ক্ষমা চেয়ে বললাম,
ভাই তোর কথা শুনেই ও আমার সাথে কথা বলা বন্ধ করলো,
তুই শুধু পারবি আমার মিষ্টি বন্ধু কে ফিরিয়ে আনতে।
একটা মেসেজ পাঠালাম বললাম ,
এটা আমার অ*মিকা কে পাঠিয়ে দিস।
কিন্তু সে আমায় গালি দিয়ে ফেসবুকে
স্প্যাম রিপোর্ট করে দেবো বলে তাড়িয়ে দিল।
এটাই যেন কলি যুগের বন্ধু আরেক বন্ধুর সাথে করে থাকে।।

Comments
Post a Comment