Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
তোমাকে খুশি করতে গিয়ে তোমাকেই কষ্ট দিয়ে ফেললাম
======================================
যাকে কোনো দিনও কষ্ট দিতে চাইনি,
কেউ যেন তাকে কষ্ট না দেয়,
এটার চেষ্টা করেছিলাম।
কিন্তু অজান্তে নিজেই আমার মিষ্টি বন্ধুকে কষ্ট দিয়ে দিলাম।
মানুষের জীবনের রাগ খুব ই খারাপ,
ও বলেছিল,এক সেকেন্ড লাগে একটা ভালো সম্পর্ক ভাঙতে,
আর সারাজীবন যদি শেষ হয়ে যায়,
তবুও কখনো সম্পর্ক টা আবার বাঁধা যায়না।
কিছু মানুষের অ্তিরঞ্জকতায় একটা ভালো সম্পর্ক ভেঙে আবার বাঁচিয়ে তুলতে সারা জিবন শেষ হয়ে যায়,
কিন্তু সেই সম্পর্ক আর বাঁধিয়ে রাখা যায়না।
কোনোদিনও কাউকে এরকম ভালোবাসিনি,
আজ এভাবে কাউকে ভালোবেসে ফেললাম।
কখনো একটা বন্ধু জিবন দেয়,
আর কখনো অন্য বন্ধুর হাসিটা খেতে একটুও পিছপা হয়না,
এটাই আমাদের কলি যুগের সত্যতা।
খুব কষ্ট পাচ্ছি কিন্তু সে আর ফিরে ও তাকাছেনা,
ভাবছিলাম রাধা কৃষ্ণের ভালোবাসা যদি সত্যি হয়,
তাহলে আমিও আমার রাধাকে ফিরে পাবো।
জানি ভালবাসেনা,কিন্তু একটা মিষ্টি বন্ধু হোয়েই
ওর হাসি শুনেই সারাজীবন অতিবাহিত করবো।
======================================
যাকে কোনো দিনও কষ্ট দিতে চাইনি,
কেউ যেন তাকে কষ্ট না দেয়,
এটার চেষ্টা করেছিলাম।
কিন্তু অজান্তে নিজেই আমার মিষ্টি বন্ধুকে কষ্ট দিয়ে দিলাম।
মানুষের জীবনের রাগ খুব ই খারাপ,
ও বলেছিল,এক সেকেন্ড লাগে একটা ভালো সম্পর্ক ভাঙতে,
আর সারাজীবন যদি শেষ হয়ে যায়,
তবুও কখনো সম্পর্ক টা আবার বাঁধা যায়না।
কিছু মানুষের অ্তিরঞ্জকতায় একটা ভালো সম্পর্ক ভেঙে আবার বাঁচিয়ে তুলতে সারা জিবন শেষ হয়ে যায়,
কিন্তু সেই সম্পর্ক আর বাঁধিয়ে রাখা যায়না।
কোনোদিনও কাউকে এরকম ভালোবাসিনি,
আজ এভাবে কাউকে ভালোবেসে ফেললাম।
কখনো একটা বন্ধু জিবন দেয়,
আর কখনো অন্য বন্ধুর হাসিটা খেতে একটুও পিছপা হয়না,
এটাই আমাদের কলি যুগের সত্যতা।
খুব কষ্ট পাচ্ছি কিন্তু সে আর ফিরে ও তাকাছেনা,
ভাবছিলাম রাধা কৃষ্ণের ভালোবাসা যদি সত্যি হয়,
তাহলে আমিও আমার রাধাকে ফিরে পাবো।
জানি ভালবাসেনা,কিন্তু একটা মিষ্টি বন্ধু হোয়েই
ওর হাসি শুনেই সারাজীবন অতিবাহিত করবো।

Comments
Post a Comment