Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ভালোবাসা ছাড়া বাঁধবো কিভাবে একটা সুখের ঘর ======================================= ভেবেছিলাম তোমাকে নিয়ে বাঁধবো একটা সুখের ঘর, কিন্তু জানতামনা তুমিতো কারো জন্য বেঁধে রেখেছ সুখের ঘর। জীবনে প্রথম কাউকে ভালোবাসার প্রস্তাব জানিয়েছি ডাইরেক্ট বিয়ের সাথে। জানিনা এই সাহস কোথা থেকে এসেছিল এতো। প্রথম ভালোবাসা আমার সিন্দ্রেলা উরফ আমার অনামিকার জন্য। জানিনা কেনো এই হৃদয় শুধু তোমারই জন্য কাঁদে। না একদিন কথা বললে যেনো কোনোকিছুই ভালোলাগেনা, অতীতের কোনো ঘটনার জন্যে সে কাউকে ও বিশ্বাস করেনা, তাই সে আমাকে ও ওর নাম্বার দিতে,দেখা করতে একটু যেনো ভয় পাই। চাই সে আমার কাছ থেকে কিছু সময়, যেটা আর জীবনে নেই আমার। একা একা আর জীবনটা যে ভালো লাগেনা, তাই চাই এবারে বিয়ে করে একটু সেটল্ হয়ে যাই, কিন্তু ভাবি ভালোবাসা ছাড়া বিয়ে করে কি ভাবে বাঁচি। যার জন্য লিখলাম ১০বছর পর কিছু কবিতা , তাকে একমুহুর্ত না দেখে , না কথা বলে , বাঁধবো কি ভাবে সুখের ঘর অন্য কোনো মেয়ের সাথে।।