Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
মেয়েটা বললো আমার তোমায় ভাললাগে
কিন্তু এ নয়কি, আমি তোমায় ভালবাসি।
আহ্ যেনো ছেলেটার হৃদয়ের সব তারগুলো ছিড়ে পরলো।
মেয়েটা বন্ধু ভালোবাসে,নতুন জিনিস জানতে ভালোবাসে
মেয়েটা উড়তে ও ভালোবাসে,
সে একটুও পছন্দ করেনা কেউ তাকে কোথাও বন্দী করে রাখুক
তাই তো সে সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে ,স্কুলে ড্রয়িং শেখায় ছোট ছেলেময়েদের, টিউশান পড়ায়
মেয়েটা খুব ভালো খুব মিষ্টি,
ওকে দেখলে যেন সব দুঃখ ভুলে যাই।
কিন্তু ছেলেটা যে তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে
সেতো বুঝতেই যেনো পারেনা।
বলেকিনা জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে রয়েছে
কিন্তু ছেলেটা বলে যদি আমরা নিজেরা একটু নিজের মতো করেই বাঁচি তো ক্ষতি কি
ছেলেটা একটু ভালোবাসা চাই তার কাছ থেকে,
একটু কথা বলা, একটু দেখা করা আর একটু তার ভালবাসা
সেতো আর বেশি কিছু চাইনি।
ছেলেটার শরীর খারাপ হায়েজাছে না খেয়ে
কিন্তু কি আর করে ভালোবাসায় ভালোবাসার মানুষ কে পেলে জিবন শুধরে যায়
নাহলে জিবন যেনো যায় যায়।
জানে মেয়েটার হৃদয়ে তার জন্য একটু তো
জায়গা বানিয়েছে,কিন্তু মেয়েটা বলতে চাইনা।
মনেহয় ছেলেটা রোজ কবিতা লিখে যাবে
তার ভালোবাসায়,আর সে তার নিজের জীবন কে রঙিন করবে।
বিধাতার জানে কেনো এই কিছু দিন এই মেয়ের জন্য এত ভালোবাসা জমলো যে তার জিবন টাই বদলে গেলো।।

Comments
Post a Comment