Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আজ চোখ ভিজে যায় অশ্র ধারাতে,
যখন জানলাম আমি তার কেউ নই।
তার জীবনে কেউ আছে গত ৯ বছর ধরে,
করেছিলাম একটু রিসার্চ একটু আমার Cyndrella র উপর
জানতাম তার লাইফ এ ছিলো কেউ,
গত বছর পর্যন্ত কিন্তু আমি ভুল
সেতো এখন ও তাকে ভালোবাসে
কিন্তু ওই ছেলেটা তাকে বাসেনা কাজের চাপে
জীবন টা সবার এমনি,যাকে ভালোলাগে সে তাকে ভালবাসেনা
আর যে তাকে সারা জিবন খুশিতে রাখতে চাই,
সে তাকে বুঝতেও চাইনা।
সবাই তো তার রাধাকে পাইনা
আমিও তাই,রাধাকে পেলামনা।
আর ইচ্ছে হয়না এই হৃদয়ে অন্য কারো ছবী আঁকতে
আমার Cyndrella আমার অনামিকা কে ছাড়া।
খিদে যেনো মরে গেছে,যখন শুনলাম এই কথা,
কোনো কাজ করতে যেনো ইচ্ছে হচ্ছেনা
তবুও আমি তার খুশি চাই
সারাজীবন যেন খুশিতে থাকে
মুখে যেন তার হাসি সর্বদা থাকে
ভালোবাসার তো আরেক নাম ত্যাগ ,
যা আজ আমি জানলাম।।

Comments
Post a Comment