Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমিতো তাকে ভালো বেসেফেলেছিলম
কিন্তু বলতে আর পারলামনা মনের কথা
কবিতা লিখে তাকে বোঝাতে চেয়েছিলাম
সেতো বুঝেও যেন নাবোঝার মতো করলো
সুপ্ত ছোট্ট একটা গাছে যেনো প্রাণের সঞ্চার হয়ে ছিলো
কিন্তু কালবৈশাখী এসে সমু লে তাকে উৎপাটি ত করলো
গাছটার প্রাণ যেনো যায় যায় অবস্থা
কিন্তু তাও সে প্রাণপণে নিজেকে শক্ত করে বেঁধে রেখেছে
যতই বা ঝড় আসুক সে নিজেকে বাঁচিয়ে রাখবে।
যেদিন প্রথম বৃষ্টি হয়েছিল,গাছ টা যেনো আনন্দে নৃত্যহারা
ভাবলো আবার সেবাচবে অনেক বড়ো হবে
কিন্তু কালবৈশাখী তার স্বপ্ন ছারখার করে দিল।
সেতো তাও আশায় আছে কবে সেই বৃষ্টি হবে
আর সে ফুলে ফলে বেড়ে উঠবে।

Comments
Post a Comment