বাঁচার ইচ্ছে টা হারিয়ে ফেলছি।একটা মনের মানুষ জীবনে আসছে না।
যাকে এত ভালবাসি, সে বুঝেও চুপ থেকে যাচ্ছে।
আমার কি অপরাধ ভগবান,
তিনটে বছর চোখ আমার ভিজে চলেছে,
আর কষ্ট দাওনা প্রভু।
একটা মনের মানুষ দাও,
যার ভালোবাসায় জীবন টা খুশিতে ভরে যায়।
আমার কষ্ট দূর করো,
এত বড় বড় স্বপ্ন নিয়ে জন্মেছি,
একটু ভালোবাসার জন্য ভিক্ষা চাইছি,
দুটো মেসেজে কথা বলে খুশি থাকবো,
তার জন্য কতবার বলছি।
তাও যেন বুঝেও অবুঝ থাকে।
দুই দিন ধরে ভালো করে কথা বলেনি।
কিছুই বলছেও না সে।
হে রাধা কৃষ্ণ ভগবান আমার চোখ ভিজে যাচ্ছে,
আমাকে আর কষ্ট দাওনা।
মরে যাবো এবারে আর বাঁচবো না।
কিছু খেয়ে মরে যাই সবচেয়ে ভালো।
একটা সম্বন্ধ ও আসছে না,
যাকে মন শান্ত হয়,
তাকেই শুধু দেখতে ইচ্ছে হয়।
আমাকে শুধু সে ভালোবাসে।
সব ঠিক করে দাও প্রভু।
আমি আমার অনামিকাকে খুব ভালোবেসে ফেলেছি ঠাকুর,
খুব মিস করছি ওকে,
ওর দুটো মেসেজ পেলেই আমি সারা দিন ভালো থাকতাম।
আমাকে আমার খুশিটা ফিরিয়ে দাও ঠাকুর।
আমার মাথা ব্যথা করছে,
আমি সব ভুলে যাচ্ছি।
জীবন টা শেষ হয়ে যাচ্ছে আমার।
আমাকে বাঁচতে দাও ভগবান,
আর কষ্ট দাওনা প্রভু।
আমাকে খুশি থাকতে দাও,
একটু মন খুলে হাসতে দাও।
ওর সাথে না কথা হলে আমি একটুও ভালো থাকি না।
Please God, ওর হৃদয়ে আমার জন্য অনেক ভালোবাসা জাগিয়ে দাও।
ও যেন আমাকে ভালোবাসে।
আমাকে সে বলে, অনামিকা জয়দীপ কে খুব ভালো ভালোবাসে।
অনামিকা শুধু জয়দীপ এর,
জয়দীপ শুধু অনামিকার।
ওহু
ReplyDelete