এত চুপচাপ কেন হয়ে যাও গো তুমি মাঝে মাঝে?
জানো তোমার চুপচাপ নিরবতা আমাকে একটুও ভালো রাখে না।
সারা দিন বসে থাকি তোমার সাথে একটু মন খুলে কথা বলব রাত ১১ টার পর থেকে...
তোমার সাথে যেদিন মন খুলে instant reply এর সাথে কথা হয় না,সেই রাত টা, পরের সারা দিন খুব ভালো থাকি 😊।জানিনা আমি কেন এরকম হয়ে গেছি! শুধু আমার মিষ্টি অনামিকা ম্যাম কে খুব মিস করি 🤗।
ওই আমার সুইট হার্ট তোমাকে খুব ভালোবাসি গো! কি ভাবে বোঝাবো আমার ভালোবাসা তোমাকে গো!
ওগো তুমি আমার হয়ে যাও না সারা জীবন এর জন্য!
স্ট্যাটাস এ লিখছ তুমি, "একজন সত্যিকারের ভালোবাসার মানুষ জীবনে এলে ভালোবাসা নি:স্বব্দে হয়ে যায়!"
জানো গো আমি ভেবেছিলাম ওটা আমি।তাই মন খুশি ছিল।
তাও তোমাকে বললাম, বাব্বা😱 আমার মিষ্টি অনামিকা ম্যাম in love ❤️🤗😍! কে সেই ভাগ্যবান ছেলে গো যে আমার মিষ্টি ম্যাম এর হৃদয় টা চুরি করতে পেরেছে, আমার থেকেও বেশি happy করতে পেরেছে 😊😊😊।
এর পর কোনো রিপ্লাই নেই!
ভাবলাম ১১ টা বাজুক কথা হবে আজ।
কিন্তু কোন কথা নেই আজ।অনলাইন আছে কিন্তু কথা নেই।
রাধা কৃষ্ণ ভগবান আর কতদিন আমাকে কষ্ট দেবে তুমি গো!
কবে একটা মনের মানুষ জীবনে এনে দেবে গো!
বয়সটা পেরিয়ে যাচ্ছে,মাথা ঠিক থাকছে না।উল্টো পাল্টা করে ফেলছি, যা ইচ্ছা বলে ফেলছি।
আমার মন শান্ত করো।কাজে মনযোগ দাও।
অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মেছি। World Reachest Person হয়ে দেখাব একদিন।
ব্যস একটা মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র সরস্বতী লক্ষ্মী রাধা মীরা পার্বতী এনে দাও,যাকে দেখলে মন শান্ত হয়ে যায়।খুব খুশিতে থাকি।যে শুধু আমাকে ভালোবাসে,বোঝে,সম্মান করে আর আমি তাকে শুধু ভালোবাসি।
দাও না ঠাকুর এবারে কিছু ভালো করো।
হে শিব বাবা,আমার জীবনে একটা পার্বতী এনে দাও ঠাকুর।আমার মুখের হাসিটা ফিরিয়ে দাও ঠাকুর।
মন ভালো নেই একদম ঠাকুর।আমার অনামিকার মনে ভালোবাসা একটু জাগাও।ও যেন এবারে আমাকে ভালবাসতে শুরু করে।
এখন আমি তোমাকে আর আমার অনামিকাকে ভালোবাসি।
এই মেয়েটা কথা বলে না সব সময়,মন খারাপ থাকলে তোমার ইনস্টাগ্রাম এর ভিডিও ছবি দেখে মন ভালো করি।
নতুন ছবি দাও গো।কতদিন দেখিনি।
Comments
Post a Comment