হে রাধা কৃষ্ণ ভগবান আমার হৃদয়কে পাষাণ বানিয়ে দাও,যেন কখনো কাউকে ভালোবেসে কষ্ট না পাই আর!
জীবনে ঠাকুর কত কষ্টই না দিলে তুমি! একজন কে ভালবেসে ছিলাম,তাকে মিথ্যে অপবাদ এ আমার থেকে দূরে সরিয়ে দিলে।
আড়াই বছর তাকে রোজ বুঝিয়েছি কোন না কোন করে।কিন্তু যেন সে আমাকে এত ঘৃনা করে যে যেন সামনে পেলে জীবন টা নিয়ে নেবে আমার।
আড়াই বছর পর আবার কেউ এলো সেই নামের ই কেউ,যাকে দেড় বছর ধরে এত ভালোবাসা দিতে চাইলাম কিন্তু সে যেন দূরে দূরে থাকতে চাই লো।
এখন আর আগের মতো কথা বলিনা।কোন দিনও দেখাও হয়নি। তাও জানিনা কেন ওর সাথে দুটো মেসেজে happy sticker এর সাথে কথা বললে মনে যেন একটা খুশি আসে।
সেটাও আবার রোজ না। আবার চোখটা ভিজে যাচ্ছে ভগবান।তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ।
যারা আমার থেকে বয়সে ছোট,তাদের জীবনে যখন তাদের মনের মানুষ এলো, তাদের জীবনে আনন্দ খুশি ভালোবাসা তার সাথে টাকা পয়সা যশ খ্যাতি তে ভরিয়ে দিলে।
আমি কবে থেকে তোমাকে বলি, আমার জীবনে একটা মন শান্ত করার জন্য একটা মিষ্টি কিউট সুন্দরী যাকে দেখলে মন খুশিতে ভরে যায়,যার মিষ্টি হাসির আওয়াজ শুনলে সারা দিন ভালো থাকি, প্রচুর কাজ করতে ইচ্ছে হয় তেমনি একটা সরস্বতী লক্ষ্মী রাধা মীরা পার্বতী দেবীর মতো শুভ্র স্বচ্ছ শান্ত স্নিগ্ধ পবিত্র কাউকে এনে দাও, আমিও নিজের স্বপ্ন পূরণ করতে পারি একদিন।
কিন্তু জানিনা কেন আমার কথা শুনতে পাও না তুমি।
তুমি কি চাও ভগবান কিছু খেয়ে suicide করে মরে যাই।ভালো হবে আর কাউকে কষ্ট দেবনা কখনো।
কিন্তু suicide করে মরে গেলে নিজের যে এত বড় স্বপ্ন কি করে পুরন করব ঠাকুর!
জীবন টা তে খুশি দাও, আনন্দ দাও।আর কষ্ট দাও না ঠাকুর।
World Top 100 Richest Man হয়ে উঠার আছে 2024-2028 এর মধ্যে। আমি অনেক খাটতে চাই ঠাকুর।
আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করো তুমি।
যদি ভালবাসা নেই জীবনে তো হৃদয়কে পাষাণ বানিয়ে দাও কারু জন্য কখনো কষ্ট না পাই, কেউ আমাকে কখনো কষ্ট না দেয় জীবনে।
তোমার চরণে আমাকে রেখো সারা জীবন রাধা কৃষ্ণ ভগবান 🙏।
Comments
Post a Comment