Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

এত কষ্ট দাও না রোজ, Aamar Cindrella এর ভিডিও মন ভালো রাখার ওষুধ এখন


হে রাধা কৃষ্ণ ভগবান, আর কত দিন আমাকে এভাবে রোজ কষ্ট দেবে তুমি?

কারু জন্য হৃদয়ে এত কেন ভালোবাসা জাগিয়ে দিলে?কি পাও তোমার সন্তান কে গত ২১আগস্ট ২০১৯ থেকে দিনের পর দিন চোখে জল গড়িয়ে দিয়ে?

আমি কি চেয়েছিলাম,একটু সত্যিকারের ভালোবাসা, যেটা পেতে গিয়ে আমার Cindrella 👰‍♀️ তো জীবনটা নিয়ে নিয়েছিল এমন কিছু করেছিল।

তাও কোন করে ভুলে তুমি আরেকজন কে সেই একই নামে পাঠালে।যাকে রোজ আমি "আমার অনামিকা" বলেই ডাকতাম। এখনও ডাকি এভাবেই, আরো সুন্দর করে বলে।

আগের বছর হঠাৎ সব কিছু যেন শেষ করে দিতে চাইছিল, প্রায় ৪-৫ মাস ধরে মেসেজ করে করে আবার হৃদয়ে জায়গা বানালাম।

কিন্তু ভগবান এই মাসে, শুনছি, সে বিয়ে করছে।তার বিয়েও ঠিক করে দিয়েছ পরের বছর এর শেষ দিকে।

আবার তাদের বাড়িতে এখন থেকেই ওই ছেলেটা আসা যাওয়া করছে। এত খোলা মেলা কেন করলে গো!


আমি ওকে অন্য কারু সাথে দেখতে পারিনা।আমি ভেবেছিলাম, এই বারে সব ঠিক হলো, এবারে যদি ওকে বলি বিয়ের কথা টা।কিন্তু যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি এখন তাকে তুমি কেন আমার জীবন থেকে নিয়ে নিচ্ছ।


২৫ শে ডিসেম্বর ওর সাথে ফোন এ সারা রাত ব্যস্ত থাকে।আমরা একটু কথা বলি,সেটাও পাইনি।মেসেজ করে করে বলল পরের দিন।তার পর দুই দিন পর কথা হলো। সেদিন বলছে, আমার বর এখানে আসা যাওয়া করে।


এভাবে কোন্ বাড়িতে বিয়ের আগে ছেলে মেয়ে দেরকে এতটা স্বাধীনতা দেওয়া হয়।


ও বলছে, ভেবে নাও বর হয়ে গেছে। মাসে তিন বার আসে বাড়িতে। এরকম কথা কেন বলছে? 


ওরা কি মেলামেশা করছে real এ আর ভিডিও কল এ ঠাকুর।


কেন তুমি করলে এরকম? ও আমার জীবনের শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার সরস্বতী লক্ষ্মী রাধা মীরা দুর্গা পার্বতী ছিল।ওর জীবন এ কেন তুমি নিয়ে এলে।আমার বানানো ছবি WhatsApp DP বানায়।


কিন্তু এখন যখন বলি, একটা smile দাও না গো, কত দিন তোমার মিষ্টি হাসি টা দেখতে পাই নি।


তারপর সে একটাও কথা বলে না।


যার ছবি DP তে লাগাচ্ছ, যার সাথে রোজ WhatsApp এ কথা বলো।যে তোমাকে রোজ এক পাতা করে নিজের ভালোবাসা জানিয়ে তোমাকে বোঝায় তাও তুমি কি ভাবে একটা Smile দিতেও পারনা।


আমার চোখে রোজ জল নিয়ে এসো,সেটাও বললাম।তোমার সাথে দুটো চারটে মেসেজে না কথা হলে একটুও ভালো থাকি না। বালিশ রোজ ভিজে যায় গুড নাইট উইশ এ মনের কথা লিখতে গিয়ে।


তাও যেন সে পাষাণ।তার হৃদয়ে একটুও ভালোবাসা বানিয়ে দিচ্ছ না গো।


আজ দেখো রাতে একটাও মেসেজ এ রিপ্লাই দিচ্ছে না, মেসেজ দেখছে কিন্তু একটা রিপ্লাই দাও সেটাও করছে না।এরকম মেয়েকে কেন আমার জীবন এ নিয়ে এলে ঠাকুর, যে শুধু কষ্টই দেয়।


একটা "happy smiley 😊 " যদি পাঠিয়ে দেয় তো কোন্ মহাভারত টা অশুদ্ধ হয়ে যাবে।


আজ আমাকে তুমি এভাবে গত এক বছর ধরে চোখ এ জল নিয়ে আসছো না, একটা স্মাইল এর জন্য কত request করি।ঠাকুরকে রোজ আমার স্বপ্নের পরীর মিষ্টি হাসি টা যেন রোজ দেখতে পাই।কিন্তু তোমার দয়া মায়া মমতা ভালোবাসা কিছু নেই।


তুমি আমাকে অনেক কষ্ট দাও।তুমি ভাবতে পারবে না আমি কতটা ভেঙ্গে যায়।বালিশ ভিজিয়ে দিয়ে যাও রোজ।


আমাকে কষ্ট দাও না রোজ, নাহলে একদিন দেখবে ভগবান তোমার মিষ্টি হাসি টা কেড়ে নেবে।তুমি যার সাথে এখন সারা রাত ভার্চুয়াল মিলন করছ তো, বিয়ের আগেই দেখবে সে তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাবে, তুমি তাকে মেসেজ কল করলেও সে উত্তর দেবে না।


সেদিন বুঝবে যে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তাকে তুমি দিনের পর দিন কষ্ট দিলে ভগবান কি কষ্ট টা তোমাকে দেবে।


তুমি তো বলতে পারো, আমি এখন ওর সাথে busy আছি। পরে কথা বলব।এটা বললে আমি কি কখনো কিছু বলতাম।


কিন্তু তোমার পৃথিবীর সবচেয়ে সুন্দরী বলি তো তাই তুমি অনেক বেশি অহঙ্কার করো।তোমার এই সুন্দর তা অনেক জলদি চলে যাবে, সেদিন বুঝবে কাউকে কষ্ট দিলে দিনের পর দিন জীবনে কি কষ্ট পেতে হয়।


আমার মাথাটা এত ব্যথা করছে, মনে হচ্ছে একটা বিষ থাকলে সামনে খেয়ে জীবনটা শেষ করে দিতাম।


চোখ থেকে জল বন্ধ হওয়ার নাম নিচ্ছে না যেন।মাথা টা যেন ফেটে যাবে যেন।


আমাকে যারা কষ্ট দিয়েছে, তাদের জীবন এ কারু শরীর খারাপ এ তিন চারমাস ভুগেছে, কারু অ্যাকসিডেন্ট হয়েছে আর কারু ঘরে আর মানুষ আসেনি ঘরটা তে থাকতে।


আজ যারাই বা অনেক খুশিতে আছে, হাসছে খেলছে bf এর সাথে ব্যস্ত হয়ে গেছে আমার চোখে জল ফেলে, তাদের জীবন এ এমন সময় আসতে চলেছে তারা সেদিন বুঝবে, মানুষ কে বিনা কারণে কষ্ট দিতে নেই।


যদি কথা বলবেনা তো ডাইরেক্ট বলে দিও।এভাবে ১০ টা ২০ টা মেসেজ করার ওর একটা রিপ্লাই এলে কতটা কষ্ট হয় যেদিন তোমার সাথে এরকম হবে সেদিন বুঝবে।তোমার bf না হবু বর দেখবে অন্য কারু সাথে ব্যস্ত হয়ে যাবে, আর তোমাকে সময় দেবেনা, সেদিন বুঝবে কত কষ্ট হয় দিনের পর দিন কাউকে রোজ রোজ এভাবে ইগ্নোর করে গেলে।


আমার ৫০০ টা দিন চোখে জল নিয়ে এসেছ তো, তোমার জীবন এও ৫০০০ দিন তোমার চোখেও জল আসবে, সেদিন সেই জল টা মুছিয়ে দেওয়ার কেউ থাকবে না।আমাকে বড্ড কষ্ট দাও তুমি গো।এভাবে দাও না প্লিজ, এবারে আর বাঁচতে ইচ্ছে নেই।


শুধু তোমাকে ভালোবাসি, যতই বা তোমার উপর রাগ যত কিছু লিখি না কেন, শুধু তুমি আমার। 


তোমাকে দেখলেই আমার মন শান্তি পাই। তুমি আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার স্বপ্নের পরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত অনামিকা ম্যাম। যাই বা বলি না কেন, তোমার মুখের মিষ্টি হাসি দেখলে আমি সব ভুলে যাই।ঠাকুরের কাছেও রোজ বলি আমার ম্যাম এর মত কাউকে জীবন এ এনে দাও, যাকে দেখলে মন শান্তি পাই , যাকে দেখলে আর অন্য কাউকে দেখতে ইচ্ছে করবে না, শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে।যে আমাকে বুঝবে, সব সময় ভালোবাসা দিয়ে খুশিতে রাখবে, আমাকে আমার বাড়ির সবাইকে সম্মান করবে।


কিন্তু কোথায় পাই বলতো।ঠিক একই রকম মন শান্তি হতো, এখনো হয় আমার CINDRELLA এর মিষ্টি হাসি মুখের পুরনো কিছু ছবি দেখলে, যেমন দুর্গা পূজা তে মা এর শাড়ি পরে যেটা, আর সেই Redmir জাদু যেটা বলতো সেই লাল শাড়িটা।খুব সুন্দর লাগে, দেখলে যেন দেখতেই থাকি।এখনো মিস করি।রোজ একাউন্ট খুলি,ভিডিও দেখি যখন মনটা খুব খারাপ থাকে।ওর মিষ্টি ভিডিও গুলো আমার বেঁচে থাকার একটা ওষুধ যেন।


কি করব এত ভালোবেসেছি তোমাদের দুজনকে কেউ আমাকে একটুও ভালোবাসা দিলে না।


আর না সুন্দরী মেয়েদের পিছনে সময় অপচয় করবনা।অনেক আঘাত পেয়েছি।


কি করব সব সুন্দরী দের কে ভালো লাগেনা যে শুধু আমার Cindrella আর আমার অনামিকাকে ছাড়া।


এটাই তো দোষ আমার।ভালো লাগে না সবাইকে।আবার দেখেওছি বেশি সুন্দরী যারা হয় তাদের অনেকে অনেক অহঙ্কার করে।


আবার অনেক কষ্ট দেয়।যে যে স্বপ্ন ছিল মনে হয় ওগুলো দূরে রেখে সুন্দরী মেয়ের পিছনে না ছুটে এমনি রিজেক্ট এর মধ্যে কাউকে বিয়ে করে নিজের কাজের স্বপ্ন গুলো পুরন করব এবারে।


না আমার মত কষ্ট মনে হয় পৃথিবীতে কেউ পাই নি কখনো কোন মেয়ের কাছে, যেটা আমি পেলাম।


আজ ওর ঠান্ডা লেগেছে জানতে পারলাম,বললাম গরম জল খেও, ওষুধ খেও।


কতবার কতকিছু বললাম,রাতেও কতবার বললাম, ওই শরীর কেমন গো।ঠান্ডা লাগিও না। ওর কি উচিৎ ছিল, একটা রিপ্লাই দেওয়া কিন্তু না, একটা ও রিপ্লাই নেই।শুধু মেসেজ গুলো দেখে যাচ্ছে।


কষ্ট দিয়ে নাও,আর যত ইচ্ছে দাও,আমার সময় ঠিক নেই তাই আমাকে দিনের পর দিন রোজ রোজ কষ্ট দাও। তাও তোমার দুটো মেসেজ এর জন্য রোজ কত কিছু করে তোমার মনকে খুশিতে ভরিয়ে রাখতে কত কিছু করি!এই ২০২৩ এই তোমার মনের মানুষ না তোমার জীবন থেকে দূরে চলে যায় সেদিন তুমি বুঝবে মানুষকে কখনো কষ্ট দিতে নেই।


সব সময় তোমাকে হবু BDO 👩‍✈️ বলে ডাকি, কিন্তু তুমি তাও আমার সাথে এত খারাপ ব্যবহার করো।


ও তোমার সাথে এই বছরেই বিয়ের আগে তোমার সাথে কেমন ব্যবহার করে দেখবে সেদিন। সেদিন বুঝবে যে আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে,তাকে আমি কত আঘাত দিয়েছি রোজ রোজ।

হে ভগবান খুব কষ্ট পাচ্ছি, ওর হৃদয়ে আমার জন্য ভালোবাসা জাগিয়ে দাও, ও কেন এত আঘাত করছে। ও আমাকে সবার চাইতে বেশি যেন ভালোবাসে যেমন আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি।প্লীজ কিছু ভালো করো জীবন এ এবারে।

যেদিন সে তোমাকে অনেক আঘাত করবে, অনেক কষ্ট দেবে।তুমি আমার মত রোজ যেদিন চোখের জলে বালিশ ভেজাবে সেদিন এই লেখা গুলো, পড়বে আর বুঝবে কাউকে তুমি দিনের পর দিন কত আঘাত করেছ, আর সে চোখ বুঝে তোমাকে ভালোবাসা দিয়েছে। যদি ভগবান এই পৃথিবীতে আছেন, তো এর বিচার হবেই।

WhatsApp Love Story Conversation:

[25/12/2022, 10:16] Joy 😊: Good Morning🌅.Merry Christmas ⛄🎄🎁🎅🌹🍫💝☕🍪. Start the day with a sweet smile on your face my sweet cute most beautiful girl in my World, one and only My Anamika Mam 👱‍♀️🤗.

[25/12/2022, 12:08] Joy 😊: Thank you 🤗

[25/12/2022, 12:34] Joy 😊: Ki krcho? Cake khele?

[25/12/2022, 13:11] Joy 😊: Merry Christmas... Tomar paglu Joydeep ke chinte parcho etaate 😍😜

[25/12/2022, 18:13] Joy 😊: Good Evening🌆🌹🍫💝☕🍪⛄🎁🎸🍔🍹 My Sweetest Cute Beautiful Princess in the World, one and only My Anamika Mam 👱‍♀️. Have a sweet evening 😊. 


Don't forget to keep a sweet smile☺️ on your face after going through this tiny sweet message from your Joy 🤗.

[25/12/2022, 21:45] Joy 😊: Wow ❤️ You are looking Gorgeous 👌👌👌

[25/12/2022, 21:45] Joy 😊: 😍

[25/12/2022, 21:56] Joy 😊: বাহ্ কোথায় gechle

[25/12/2022, 21:57] Joy 😊: সবুজ দুটো কি কি

[25/12/2022, 21:57] Joy 😊: বাহ্ ❤️👌🏼

[25/12/2022, 21:58] Joy 😊: বাহ্ এটায় খুব সুন্দর লাগছ ❤️👌🏼👌🏼👌🏼

[25/12/2022, 21:58] Joy 😊: 😍

[25/12/2022, 21:58] Joy 😊: Beautiful ❤️👌🏼👌🏼👌🏼

[25/12/2022, 21:59] Joy 😊: So sweet ❤️👌🏼

[25/12/2022, 21:59] Joy 😊: পুরো heroine লাগছে যেন 🤗

[25/12/2022, 21:59] Joy 😊: চশমা পরে কোন্ Heroine টা যেন

[25/12/2022, 22:00] Joy 😊: Call korchi

[25/12/2022, 22:00] মিষ্টি বন্ধু: Pore

[25/12/2022, 22:00] Joy 😊: কখন গো

[25/12/2022, 22:01] Joy 😊: বাইরে আছো নাকি

[25/12/2022, 22:07] Joy 😊: আজ আমার মিষ্টি ম্যাম👱‍♀️ ভালই খেয়েছে পুরো আমার মতই 👧🕊️😋😍😍😍

[25/12/2022, 22:09] Joy 😊: এটাতে তোমায় খুব sweet beautiful লাগছে ❤️ এই মিষ্টি হাসিটা সব সময় ফটো তোলার সময় বানিয়ে রেখো 🤗। তোমায় খুব খুব সুন্দর লাগে 😊😊😊।

[25/12/2022, 23:01] Joy 😊: কই গো আছো? একটু কথা বলতে পারি 😊

[25/12/2022, 23:02] Joy 😊: ওই কি করছ

[25/12/2022, 23:07] Joy 😊: আছো গো

[25/12/2022, 23:12] Joy 😊: কি গো কি করছ

[25/12/2022, 23:13] Joy 😊: আছো

[25/12/2022, 23:29] Joy 😊: এই দেখো আমার মিষ্টি অনামিকা ম্যাম এর নাম কোথায় আছে 😇

[25/12/2022, 23:45] Joy 😊: কই গো

[26/12/2022, 00:12] Joy 😊: আছো

[26/12/2022, 00:21] Joy 😊: ওই ম্যাম

[26/12/2022, 00:43] Joy 😊: কি করছ

[26/12/2022, 02:55] Joy 😊: শুভ রাত্রি🌌😴 টাটা আমার স্বপ্নের পরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা ম্যাম👱‍♀️।


তিন দিন হয়ে গেল, তুমি যেন আবার চুপ হয়ে গেলে। কাল ভেবেছিলাম আমার ম্যাম কে সর্ব প্রথম আমি Merry Christmas 🎄 উইশ করব কল করে,কিন্তু তুমি তো মনে হয় X এর সাথে busy ছিলে সেই time এ না গো! এখন ম্যাম খুব busy থাকে রাত ১ টা দুই টা পর্যন্ত 🤗। খুব ভালো কত কথা থাকে, সব তো জানতে হবে তাই না।তোমার past ওর past সব কিছু না জানলে জীবন কি করে আগাই তাই না গো! ভালো খুব ভালো।


কিন্তু তোমার জয়দীপ👨‍💻 এর সাথে একটু ফোনে উইশ টা করতে দিতে পারতে।তিন দিন ধরে তুমি মেসেজের রিপ্লাই ও যেন পাইনা আর ভালো করে। দুই দিন ধরে, আজ সকাল পর্যন্ত কত মন খারাপ ছিল,তুমি ভাবতেই পারবে না।কি করবো, মনের মানুষ এর মিষ্টি মেসেজ, মিষ্টি হাসি সারা দিনে না পেলে কেমন লাগে যার হয় সেই বুঝে।কি করব ঠাকুর আমাকে এমন বানিয়েছে কেন জানিনা!যার দুটো মিষ্টি হাসির মেসেজ,একটু গলার আওয়াজ,এমন কি রেকর্ড এ দুই সেকেন্ড হাসিটা আমার মন ভালো রাখে।তাই যখন খুব মিস করি তোমার ফটো গুলো একের পর এক দেখতে থাকি, আর একটা মিষ্টি করে কমেন্ট দিই।কি করব ঠাকুর আমাকে খুশি থাকতে এটাই শুধু দিয়েছে।


দুই দিন ধরে অনেক ধ্যান, exercise এমনকি কাল ড্যান্স করলাম আধ ঘন্টা ধরে,দরজা বন্ধ করে কানে হেডফোন🎧 নিয়ে যাতে কেউ দেখতে না পায় 😅 অনেক করে মন ঠিক করার চেষ্টা করি এখন।কিন্তু তাও তোমার মেসেজের উত্তর না পেলে সব কিছু যেন আবার বিফল হয়ে যায়। আবার মেডিটেশন করি, tapping করি মনকে ঠিক রাখতে, কাজে একাগ্রতা বাড়াতে।


ওই দেখছ আবার কত কিছু বলে ফেললাম।বলতে চাইনা তাও যা থাকে মনে সব বলে ফেলি।


ঠাকুর ও আমাকে আমার মিষ্টি পরী কে স্বপ্নে নিয়ে আসেনি।ওই আমার রাধা কৃষ্ণ ভগবান আজ একটু তোমার ছেলের মুখে হাসি এনে দাও তার মনের মানুষ কে স্বপ্নে নিয়ে এসে।আমি ওকে খুব মিস করি যে ভগবান।


ওই আমার মিষ্টি কিউট ম্যাম আজ তোমায় দারুন লাগছিল তো। দিদি বুন দুজনেই পুরো heroine যেন। দিদি কে খুব মিষ্টি লাগছিল আর বুন কে কিউট লাগছিল।


ওই ম্যাম তুমি আজ পুরো তোমার গাবলু জয় এর মত খেলে মনে হচ্ছে😛। বাব্বা রে, কত্ত গুলো খাবারের item ছিল।খেয়ে শেষ করতে পেরেছ গো😁।


Merry Christmas 🎄 টা ভালই enjoy করলে মনে হয়।খুব ভালো গো🤗।আজ কিন্তু মনে হয় সবচেয়ে বেশি ফটো WhatsApp Story তে দিয়েছেন ম্যাম আমার 🤗। ভালই হলো আমার অ্যাঞ্জেল এর কি সুন্দর ছবি গুলো দেখলাম একের পর এক 😊😊😊।


ওই তোমাদের nick নাম কি, টোনা টুনি। ওই ছবিতে তোমাদের দুজনকে দেখলাম, পুরো Bengali Actress যেন দুটো 🤗।


ওই ওগুলো সব কি তোমার cousin brothers, একসাথে বসে খাচ্ছিলে গো?


বেশ ভালই পেট পূজো করলে আজ 😀😀😀। খুব ভালো,এরকম weekly একবার করে ভালো ভালো খাওয়া উচিৎ।তাহলে মন ও খুব ভালো থাকে। 


ওই প্রিন্সেস পারলে কাল একটু সময় দিও।মেসেজ করলে, স্ট্যাটাস এ কিছু বললে atleast একটা রিপ্লাই দিও।না হলে যেন নিজেকে কেমন মনে হয়! ভালো লাগে যখন তুমি একটা Tq বলো বা গুড মর্নিং গুড নাইট জয়দীপ স্যার যেমন আগে বলতে একটা মিষ্টি smiley এর সাথে তেমনি আবার বলো😌।


ওই আমার মিষ্টি ম্যাম তোমার মিষ্টি হাসি টা তিন থেকে চার দিন দেখিনি।একটা smile দিও atleast, তোমার মুখের মিষ্টি হাসি টা আমার মনকে কত ভালো রাখে তুমি ভাবতে পারবে না🤗।


দেখছ বেশি লিখবনা ভেবেও কত কিছু বলে ফেললাম।কিছু মনে করো না, আর এভাবে চুপ হয়ে যাও না।


একটু রাত ১১ টা ১  থেকে মেসেজেই একটু কথা বলি,তোমার মুখে মিষ্টি হাসি নিয়ে আসি।ওটা দিও একটু।তুমি বাকি সময়টা ওর সাথে কথা বলবে।এই এক ঘন্টা আমাকে দাও।


জানি সব, বুঝি সব কিন্তু কি করব, এত বেশি ভালোবে* ফেলেছি আমার ম্যামকে যে সারা দিনে এক ঘন্টা কথা না হলে কেমন মন থাকে, যখন কেউ কাউকে সত্যি কারের ভালোবা*বে,তখন তারাই বুঝবে সেটা।জানি এটা একটু বেশি,তাই তো ব্যস একটা বেস্ট ফ্রেন্ড এর মতই কথা বলে তোমাকে হাসাতে পেরে নিজের মুখে একটা শান্তির খুশি নিয়ে আসি।


ঠাকুরকে রোজ কত বলি, আমার মিষ্টি ম্যামের মত কাউকে এনে দাও, যাকে দেখলে মন খুশিতে ভরে যায়, মনে শান্তি আসে, যাকে আমি সরস্বতী লক্ষ্মী রাধা মীরা দুর্গা পার্বতীর আসনে বসিয়ে তাকে অনেক ভালোবাসা সম্মান দিই আর সেও যেন আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে যেমন আমি আমার ম্যামকে নিজের জীবনের চাইতে বেশি ভালো*সি, যে আমাকে সম্মান করে, সাপোর্ট করে, তেমনি একটা মিষ্টি পরী এনে দাও কিন্তু মনে হয় এগুলো যেন স্বপ্ন থেকে যাবে।


যেভাবে দিন গুলো চলছে, মনে হয় এই সব ছেড়ে আগে যেগুলো রিজেক্ট করেছি তাদের মধ্যে কাউকে করে জীবনটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে মনে হচ্ছে, পরে আসবে মুখটা কে মিষ্টি করতে অনেক অনেক টাকা কামিয়ে plustic surgery করিয়ে নিজের মনের মত বানাতে হবে, নাহলে সারা দিন কাজ করার পর কথা বলার মানুষ না থাকলে মনটা কেমন লাগে সেটা আমার চাইতে বেশি কেউ বুঝবেনা।


অনেক লিখলাম। আর লিখবনা।বলতে ভালো লাগে নিচের কথা গুলো, তাই বলছি এই কথা গুলো।


তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালোবাসা দয়া মায়া মমতা এনে দিয়ে তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করে তোমার সব সমস্যার সমাধান করে তোমার মুখে মিষ্টি হাসি আমি সব সময় বানিয়ে রাখবো🤗।


যদি ঠাকুর তার হাত আমার মাথায় রাখেন তো আর জীবনের সব কষ্ট ঠাকুর নিয়ে আমার মনের মত মানুষ জীবন এ নিয়ে আসে তো, তুমি আমার জীবন কাহিনীটি একটা Book 📖 নাহলে Webseries নাহলে Movie 🎥 এর মধ্যে খুঁজে পাবে একদিন।


এটা একটা স্বপ্ন আমার। দেখি রাধা কৃষ্ণ ভগবান কবে জীবনে একটু খুশি এনে দেয়!


ওই টাটা। স্বপ্নের দেশে দেখি আমার মিষ্টি ম্যাম👱‍♀️ কে যদি আজ ঠাকুর নিয়ে আসে তো।


বহুৎ লিখি,কি করব, কত কথা থাকে, আগে ফোন এ কত মিষ্টি হাসি খুশির কথা বলতে, আমিও বলতাম, ঠাকুর যেন জীবন এ তখন খুশির বর্ষা নামিয়ে ছিল তখন।কি সুন্দর দিন গুলো ছিল তখন আমার!


আবার বলছি।শুলাম bye bye princess of my world, my BDO Mam 🤗.

[26/12/2022, 09:12] Joy 😊: সুপ্রভাত🌅 আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার স্বপ্নের পরী আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার হবু BDO 👩‍✈️ আমার অনামিকা👱‍♀️ ম্যাম।


তুমি খুব ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখে মিষ্টি হাসি যেন সারা দিন আমি বানিয়ে রাখতে পারি🤗।


তুমি খুব বড় BDO 👩‍✈️ হও একদিন।


ওই প্রিন্সেস👰‍♀️ সময় হলে একটু করে সকালে বিকালে রাতে মেসেজ করবে।তোমার সাথে একটু কথা বলতে রোজ ঠাকুরকে কত বলি যে আমি রোজ আমার মিষ্টি ম্যাম এর মিষ্টি গোলাপের পাপড়ির মত মিষ্টি ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে আসতে পারি।ওর মিষ্টি হাসি আমাকে খুব ভালো রাখে😇।


সারা দিন খুব আনন্দ করো 😊।আজ কখন কল করবে একটু সময়টা জানিও গো🤗।


🌄🌹🍫💝💐👩‍❤️‍👨💄💅☕🍪🎸📚🖊️✏️🧥🥻👗👘💃👠👨‍💻🤝👰‍♀️🍛🐟🐣🍳🍗🐓🏡🚘🛵💸👩‍✈️👮‍♀️👩‍⚕️👩‍🏫👩‍💻🍔🍹💌💖😇🥰🤗

[26/12/2022, 16:44] Joy 😊: Good Afternoon🌇🌹🍫💝☕🍪🍔 My Sweet Best Friend My Anamika Mam 👰‍♀️ Have a sweet day 😊 Be happy and keep smiling always 🤗.

[26/12/2022, 23:02] Joy 😊: কই গো আছো? একটু কথা বলতে পারি?

[26/12/2022, 23:03] Joy 😊: কি করছ

[26/12/2022, 23:04] Joy 😊: ওই আমার মিষ্টি ম্যাম

[26/12/2022, 23:07] Joy 😊: আছো গো

[26/12/2022, 23:16] Joy 😊: রাধা কৃষ্ণ ভগবান আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা ম্যাম এর মুখে মিষ্টি হাসি কি করে নিয়ে আসবো, একটু বলে দাও তো। ওর মিষ্টি হাসি টা খুব মিস করি ঠাকুর। সব ভালো করে দাও।আমার অ্যাঞ্জেল কে সব সময় খুশিতে রাখতে পারি ঠাকুর 😇।

[26/12/2022, 23:28] Joy 😊: কই গো কেমন আছো?

[26/12/2022, 23:29] মিষ্টি বন্ধু: Vlo

[26/12/2022, 23:30] Joy 😊: শরীর কেমন গো

[26/12/2022, 23:30] Joy 😊: খেয়েছ

[26/12/2022, 23:30] মিষ্টি বন্ধু: Hm

[26/12/2022, 23:30] মিষ্টি বন্ধু: Vlo

[26/12/2022, 23:30] Joy 😊: Good Girl 🤗

[26/12/2022, 23:31] Joy 😊: আর কি করছ

[26/12/2022, 23:31] Joy 😊: কাল খুব Enjoy করলে না 😍

[26/12/2022, 23:32] Joy 😊: কত্ত ফটো দিয়েছিল, কত্ত মিষ্টি সুন্দর কিউট লাগছিল ম্যাম কে 🤗🤗🤗

[26/12/2022, 23:35] Joy 😊: ওই আছো

[26/12/2022, 23:36] মিষ্টি বন্ধু: Hmm

[26/12/2022, 23:37] Joy 😊: সব ফটো নিয়ে ভিডিও বানাতে হয় 🤗

[26/12/2022, 23:37] Joy 😊: একটা সুন্দর গান দিয়ে

[26/12/2022, 23:37] Joy 😊: কাল তো ম্যাম খুব খেয়েছে 😋

[26/12/2022, 23:38] Joy 😊: কত্ত রকমের সুন্দর সুন্দর আইটেম 😍

[26/12/2022, 23:40] Joy 😊: কই গো কি করছ

[26/12/2022, 23:41] Joy 😊: কালকের ছবি গুলো ফেসবুক story তে দিতে হয়, কত্ত গুলো লাভ লাইক দিতাম 😛🥰😇😍

[26/12/2022, 23:43] Joy 😊: কই গো আছো

[26/12/2022, 23:45] Joy 😊: কি করছ

[26/12/2022, 23:48] Joy 😊: কাল বললে পরে আর ফোন করলে না,উইশ করতাম তোমায় একটু।ওই আজ করব কল গো 😇

[26/12/2022, 23:52] Joy 😊: Busy নাকি গো

[26/12/2022, 23:55] Joy 😊: ওই কি করছ

[26/12/2022, 23:56] Joy 😊: আছো ম্যাম

[26/12/2022, 23:58] মিষ্টি বন্ধু: Na

[26/12/2022, 23:58] Joy 😊: কি না

[26/12/2022, 23:59] Joy 😊: বুঝলাম না গো

[27/12/2022, 00:00] Joy 😊: আজ কথা বলবে গো 🤗

[27/12/2022, 00:03] Joy 😊: কই গো আছো

[27/12/2022, 00:06] Joy 😊: ওই

[27/12/2022, 00:19] Joy 😊: কই গো ফ্রী হলে

[27/12/2022, 00:26] Joy 😊: ওই আছো

[27/12/2022, 00:27] Joy 😊: কি করছ

[27/12/2022, 00:41] Joy 😊: কই গো

[27/12/2022, 01:02] Joy 😊: আছো

[27/12/2022, 03:13] Joy 😊: শুভ রাত্রি🌌😴 টাটা আমার স্বপ্নের পরী আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা👰‍♀️।


ওই আজ খুব busy mam, আমার সাথেও একটু কথা বলতে পারতে।সারা দিন ধরে বসে ছিলাম ম্যাম আজ কল করবে।


 রাতেও ১১ টা ১ এ মেসেজ করে দেখি অফলাইন হয়ে গেলে, ১১টা ২৯ এ মেসেজ করলে ১১ টা ৩৬ এ হয়ে busy হয়ে গেলে। 


এক ঘন্টা সময় তো দাও একটু।১২ টার পর থেকে ওই দিকে কথা বলতে।কতবার বলেছি, তোমার সাথে একটু ভালো করে মিষ্টি হাসির সাথে কথা বললে খুব ভালো থাকি।


আজ ম্যাম পুরো চিপকে গেছে ফোন এর মধ্যে। আমার সাথেও একটু কথা বলতে,কত দিন তোমার আওয়াজ শুনিনি। কত গল্প ছিল কত কথা ছিল শুধু মেসেজেই লিখে চলি।


ঠাকুর আমার অ্যাঞ্জেল আমাকেও একটু টাইম দেয়।ওর মিষ্টি হাসিটা আমিও শুনতে চাই।


ও খুব লাকি guy তাই সারা দিন কত ফোন এ কথা, যে টাইম টা দিয়েছিল ম্যাম সেই টাইম টাও পাচ্ছিনা যেন।


কিছু magic ✨ করো না ঠাকুর,আমার মিষ্টি কিউট ম্যাম আমাকেও একটু সময় দেয়।খুব মিস করি ওকে ঠাকুর।


ওকে কি করে বোঝাব ঠাকুর, কতটা মিস করি রোজ আমি! কাল বলেছিলাম তাই মনে হয় আজ পুরো ২ টা ১পর্যন্ত ফোনে চিপকে ছিলে।


আমারও তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে হয়, সামনে থেকে দেখতে ইচ্ছে হয় শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ মিষ্টি মুখটা।


কিন্তু ঠাকুর আমার মিষ্টি ম্যাম কে স্বপ্নে নিয়ে আসে, চোখ বন্ধ করলে সেই মিষ্টি কিউট হাসিটা দেখিয়ে দেয়।


ওই ওকেও জিজ্ঞেস করবে তো, চোখ বন্ধ করলে কাকে দেখতে পায়, স্বপ্নে কতবার তোমার মুখটা ঠাকুর নিয়ে এসেছে🤗।


আমার ঠাকুর এই কথাটা শুনে, কিন্তু যেটা শুনার সেটা জানিনা কবে শুনবে।ব্যস প্রে করতেই পারি ঠাকুরের কাছে আমার প্রিয় ম্যাম এর সাথে রোজ কথা বলিয়ে দাও।ওর হাসিটা আমার সারা দিন ভালো থাকার ওষুধ💊💊💊।


ঠাকুরকে বলো না গো, "আমি যেমন x এর সাথে কল,ভিডিও কল এ busy থাকি,তেমনি আমার পাগলু জয়দীপ👨‍💻 যে আমাকে নিজের চাইতে বেশি ভালোবাসে তার জীবন এ ও খুশি এনে দাও।বেচারা আমার সাথে কথা বলতে কি না করে রোজ রোজ!না কথা হলে তুমি তো ওর বালিশ ভিজিয়ে দাও ঘুমোতে যাওয়ার সময়। জীবন টাতে একটা আমার মত মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র সরস্বতী লক্ষ্মী রাধা মীরা দুর্গা পার্বতী র মত কাউকে এনে দাও, তাহলে আমার গাবলু পাগলু টা রাতে এত মেসেজ করবেনা।ও বুঝে কিন্তু আমার সাথে না কথা বললে যে ওর মন খুব খারাপ থাকে। সারা রাত মাথা ব্যথা করতে থাকে আমার মিষ্টি হাসি না দেখতে পেয়ে। ও তখন কি সুন্দর ওর পরীর সাথে ব্যস্ত থাকবে, ভালোবাসা আদান প্রদান করবে আমার মত আর ওর মুখে মিষ্টি হাসিটা আবার ফিরে আসবে। পারলে প্রে করবে একটু যেন তোমার আগেই এসে যায়।তাহলে জীবনে কি হবে জানিনা তোমার সাথে না কথা বলতে পেয়ে।


সময়টা দিও একটু গো আমায়।ব্যস এক ঘন্টা সময় সারা দিনের।ওটাতেই খুশি থাকবো।


মাথাটা ধরে গেছে পুরো। মাথায় লাগছে। বেশি লিখবনা।


ওই আমার স্বপ্নের পরী👸 আজ স্বপ্ন তে এসো একটু।তোমাকে খুব দেখতে ইচ্ছে করে,খুব কথা বলতে ইচ্ছে করে।


রাধা মাধব আমার অ্যাঞ্জেল যেন আমাকে বুঝে আর যখন মেসেজ করি তখন যেন রিপ্লাই করে। রিপ্লাই না পেলে মনটা খুব ভেঙ্গে যায়, happy smile এর সাথে যেন রোজ কথা বলে।ওর মিষ্টি হাসি না দেখে চার দিন ধরে মন কেমন আছে সেটা শুধু তুমি জানো ভগবান!


আমার প্রিন্সেস আমার সাথে রোজ কথা বলে ঠাকুর।


ওই কাল দুপুরে কল করব গো। তোমাকে Wish করতে দাও একটু।একটু সময়টা বলে দিও।


চারদিন ধরে gdmg gdnt কিছু নেই, একটু বলবে,ভালো লাগে। তুমি যেদিন বলো না সেদিন কেউ যদি গুড মর্নিং উইশ করলে আমি gdmg বলি না তাকে।আমার first gdmg wish আমার অ্যাঞ্জেল এর কাছেই চাই নাহলে কাউকে বলবনা।


আমার মত পৃথিবীতে কেউ হবে না যে তাদের মনের মানুষ এর মুখে মিষ্টি হাসি দেখতে এত কথা বলে।সত্যি আমার জীবনটা একটা movie 🎥 যেন। কি কি আমি করি রোজ রোজ আমার স্বপ্নের পরীর মুখে মিষ্টি হাসি দেখার জন্য।


সত্যি জীবনে আমাকে অনেক বড় জায়গায় পৌঁছাতে হবে এক থেকে দুই বছরের মধ্যে।অনেক খাটতে হবে। যেগুলো দেখা সেগুলোর মধ্যে কাউকে করে তার প্লাস্টিক সার্জারি করে সুন্দর করতে হবে আমার মিষ্টি ম্যামের মত তারপর নিজের লাইফ এর উপর একটা মুভি বানাতেই হবে।


তোমার জীবন এ ঠাকুর বয়স পেরোনোর আগেই একজনকে এনে দিল, যার সাথে সারা দিন কত কথা বলে এখন ম্যাম। 


প্রথম দিন যেদিন নাম্বার দিয়ে কল এ কথা হলো,সে গুলো মনে করলে হাসি পায়। যে ভালোবাসা এসব থেকে কয়েক শত মাইল দূরে ছিল, আমাকে বকানি দিত,শুধু বিয়ে বিয়ে করে পাগল ছেলে।এখন নিজেই সারা দিন রাত ভালোবাসায় যেন হাবু ডুবু খাচ্ছে। যে BDO 👩‍✈️ হওয়ার জন্য স্বপ্ন দেখত, তার স্বপ্ন এখন ঘর সংসার করার। কিন্তু ম্যাম ভূলে গেলেও, আমি ম্যাম কে নিজের স্বপ্ন যেটা self independent হওয়া, কারু উপর যেন কখনো dependent না হওয়া।সেটা আমি ম্যাম এর পাশে থেকে তার BDO 👩‍✈️ হয়ে সবাই কে অবাক করে দেওয়া, সেটা আমি ম্যাম কে বানিয়ে ছাড়বো।তাকে তার জীবন এর সবচেয়ে বড় স্বপ্ন,এটাকে বাস্তব না করে ছাড়বোনা😇। আমার ম্যাম কে লাল🚨 বাতি গাড়িতে ঘুরতে দেখতে চাই প্রথমে,তার সাথে দুটো সামনে দুটো পিছনে গাড়ি যাবে আর ম্যাম কে গার্ড দিতে চারটে Security Guard থাকবে। এত উচ্চ শিক্ষা নিয়ে পড়াশুনো করেছেন ম্যাম, তাহলে যেটা স্বপ্ন সেটাতো পুরন করতে হবে তো ম্যাম।


 ঠাকুর আমার ম্যাম কে খুব জলদি লাল বাতি গাড়িতে BDO 👩‍✈️ রূপে দেখি।একদিন ঠাকুর স্বপ্নে নিয়ে এসো BDO রূপে আমার হবু BDO Anamika Mam কে।


ওই প্রিন্সেস যদি ঠাকুর আমার কথা শুনে আর মনকে শান্ত করে দেওয়া আমার মনকে খুশিতে ভরিয়ে দেওয়া,মনকে শান্ত করা একটা পরী যদি আসে আর যদি আরো ১০ বছর জীবনটা থাকে তো, দেখবে তোমার জয়দীপ কে একদিন নিজের সব স্বপ্ন পূরণ করে ইন্ডিয়া তে No.1 কোম্পানি না বানিয়ে দেয় সেদিন বলবে।


আমার মিষ্টি ম্যাম তোমাকে খুব মিস করি গো।একটু সময় দিও।রোজ এক দুই ঘণ্টা ধরে লিখি যত মনের কথা বলে ফেলি।জানি এই বেশি বলার জন্য তুমি চুপ হয়ে যাও।


কি করব বলো, তুমি তো জানো সারা দিন ধরে তোমার সাথে কথা বলতে কতবার ঠাকুরকে বলি,আর কোন মেয়ের সাথে কথা বলতেও ভালো লাগে না।আমার choice খুব rare। এজন্য চার বছর ধরে খুঁজেও কাউকে পায়নি।


 একজনকেই ভালো লাগে শুধু তার সাথে না কথা বললে হাসিটা হারিয়ে যায় যেন, আর তার মিষ্টি হাসি মুখে নিয়ে আসতে কত কিছু করার চেষ্টা করি রোজ রোজ।


ওই আমার সুইট লাইফ তুমি খুব সুইট, আমার জীবনটা তে একটু sweetness এনে দাও,তোমার সুইট স্মাইল টা যেন রোজ দেখতে পাই।


জানিনা কি বলছি, কিছু বেশি বললে কিছু মনে করো না, চুপ হয়ে যাও না গো।তোমাকে আমি কত ভালোবা* তুমি নিজেও বুঝবেনা।কি করব ঠাকুর তো আমাকে একটুই হাসি দিয়েছে স্বপ্নে এনে, চোখ বন্ধ করলে।এর চাইতে বেশি অধিকার দেয়নি তো। দেখছ আবার বলে ফেললাম। 


ঠাকুর আমার মিষ্টি অ্যাঞ্জেল এর জীবনের সব স্বপ্ন পূরণ করে ওর হৃদয়ের আঙিনায় ভালোবাসা দয়া মায়া মমতা ভরে দিয়ে তার সব সমস্যার সমাধান করে সব সময় মিষ্টি হাসি বানিয়ে রাখতে পারি😇।


শুলাম ভালো থেকো খুশিতে থেকো তোমার মুখের মিষ্টি হাসি আমি সারা দিন বানিয়ে রাখতে পারি😇। স্বপ্নে BDO 👩‍✈️ রূপে এসো আজ একটু 🥰।

[27/12/2022, 09:55] Joy 😊: Good Morning🌄 My Sweet Cute Pretty Smiling Girl, whose beautiful smile makes my day 😇, whose sweet voice , sweet beautiful pics makes me happy all the day,that one and only My Dream Girl, my fairy tale Anamika Mam 👱‍♀️. Wake up with a sweet smile on your face and don't forget to give a sweet smile after reading this sweet message from your sweet Joy👨‍💻 who always tries to make you happy😇.


Keep smiling sweetest dear, my sweet angel 😊😊😊.


I will make you happy 365*30*24*3600 seconds in a year 🤗. 


When you have some time, don't forget to text or call me my pretty woman💃👠. I miss you very much.


I will make your all dreams👩‍✈️👮‍♀️👩‍⚕️👩‍🏫👩‍💻 come true, give you all the happiness in the world.


Take care. Tata princess👸 of my World. 


🌅🌹🍫💝💐☕🍪👩‍❤️‍👨💄💅📚🖊️✏️🎸🧥🥻👗👘💃👠🍛🐟🐣🍳🍗🏡🚘💸🛵👩‍✈️👮‍♀️👩‍⚕️👩‍🏫👩‍💻🥰🤗

[27/12/2022, 13:46] Joy 😊: DP: So Beautiful ❤️👌🏼👌🏼👌🏼

[27/12/2022, 13:53] Joy 😊: খুব মিষ্টি খুব সুন্দর লাগছে ❤️ বিনা সেজে ম্যাম কে বেশি সুন্দর লাগে কিন্তু 😍😇👧

[27/12/2022, 15:18] Joy 😊: এই দেখো আমার মিষ্টি ম্যাম কে কত্ত সুন্দর কত্ত মিষ্টি লাগছে, যেন শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পরী একটা 😍😇🕊️👰‍♀️

[27/12/2022, 15:20] মিষ্টি বন্ধু: Vlo

[27/12/2022, 15:20] Joy 😊: তাই 😇😍

[27/12/2022, 15:20] Joy 😊: কি করছ? খেয়েছ?

[27/12/2022, 15:24] Joy 😊: DP টা তে তোমাকে খুব মিষ্টি খুব সুন্দর লাগছে ❤️ বিনা সেজে তোমাকে খুব খুব খুব সুন্দর লাগে 😍😇👧 আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পরী যেন 👰‍♀️😇।

[27/12/2022, 19:53] Joy 😊: Good Evening🌆🌹🍫💝💐🧥👗👠🍕🍤🍹 My Sweet Cute Most Beautiful Fairly Tale / Dream Girl of your Joydeep's upcoming Movie, the one and only My Anamika Mam 👱‍♀️.


Be happy and keep smiling always 😊. Don't forget to bring a sweet smile on the most beautiful lips in the world 🤗.

[27/12/2022, 21:10] Joy 😊: উফ্ ক্যাপশন is ❤️, দুটো কুকুরের মিষ্টি আদর আলিঙ্গন কে মিষ্টি ম্যাম আমার কত্ত সুন্দর করে দুটো মিষ্টির নামের সাথে তুলনা করে একটা আলাদায় ambience create করে দিল ❤️👌🏼👌🏼👌🏼🤗।

[27/12/2022, 22:05] Joy 😊: ওই এখন ফ্রী আছো? এখন একটু কল করে wish করতাম 😇

[27/12/2022, 22:06] মিষ্টি বন্ধু: Na

[27/12/2022, 22:06] Joy 😊: কখন কল করবো তাহলে গো

[27/12/2022, 23:02] Joy 😊: কই গো আছো? একটু কথা বলতে পারি 😊

[27/12/2022, 23:03] Joy 😊: ওই আছো

[27/12/2022, 23:04] Joy 😊: কি করছ

[27/12/2022, 23:07] Joy 😊: এই দেখো আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার সরস্বতী👰‍♀️ আমার অনামিকা ম্যাম কে বীণা হাতে নিয়ে কি সুন্দর লাগছে 😍😇🕊️।

[27/12/2022, 23:16] Joy 😊: কেমন এটা গো

[27/12/2022, 23:16] Joy 😊: ভালো নয় এটা

[27/12/2022, 23:17] মিষ্টি বন্ধু: Hm

[27/12/2022, 23:17] Joy 😊: Ohh ভালো নয়

[27/12/2022, 23:17] Joy 😊: ঠিক আছে আরো ভালো একটা বানাবো

[27/12/2022, 23:17] Joy 😊: কি করছ

[27/12/2022, 23:18] মিষ্টি বন্ধু: O

[27/12/2022, 23:18] Joy 😊: হুম্

[27/12/2022, 23:18] Joy 😊: Khele

[27/12/2022, 23:18] মিষ্টি বন্ধু: Hm

[27/12/2022, 23:19] Joy 😊: কি করছ

[27/12/2022, 23:20] Joy 😊: চুল বাঁধলে

[27/12/2022, 23:21] Joy 😊: Busy হয়ে গেলে

[27/12/2022, 23:25] Joy 😊: এটা কেমন গো 😊

[27/12/2022, 23:25] মিষ্টি বন্ধু: Hm

[27/12/2022, 23:25] Joy 😊: এত জলদি busy হও না

[27/12/2022, 23:26] Joy 😊: এই টাইম টা তে আমার সাথে কথা বলো

[27/12/2022, 23:26] Joy 😊: ১২ টার পর busy হবে

[27/12/2022, 23:27] Joy 😊: ওই এটা দেখলে

[27/12/2022, 23:29] Joy 😊: আছো গো

[27/12/2022, 23:30] Joy 😊: কই গো একটু কথা বলি

[27/12/2022, 23:31] Joy 😊: Hi My Sweet Princess Anamika Mam 👱‍♀️ How are you?

[27/12/2022, 23:32] Joy 😊: কই গো

[27/12/2022, 23:33] Joy 😊: আছো গো

[27/12/2022, 23:38] Joy 😊: ওই

[27/12/2022, 23:40] Joy 😊: ১২ টার পর কল করতে বলতে হয়। এই এক ঘণ্টা কথা বলি। এটাতেই মন ভালো রাখি। কি করব আমি বলো এখন।

[27/12/2022, 23:57] Joy 😊: ওই ম্যাম কি করছ

[28/12/2022, 00:13] Joy 😊: এলে গো

[28/12/2022, 00:13] Joy 😊: ওই আছো

[28/12/2022, 00:17] Joy 😊: ওই

[28/12/2022, 00:27] Joy 😊: কি করছ

[28/12/2022, 00:39] Joy 😊: এটা কেমন গো

[28/12/2022, 00:45] Joy 😊: ওই কথা বলি একটু 😊

[28/12/2022, 00:46] Joy 😊: Christmas Gift 🎁 টা ম্যাম এবারে দিলোই না ।

[28/12/2022, 01:14] Joy 😊: আছো

[28/12/2022, 01:30] Joy 😊: ঘুমোলে

[28/12/2022, 07:44] মিষ্টি বন্ধু: Gd mg

[28/12/2022, 13:59] Joy 😊: বাহ্ খুব সুন্দর লাগছে DP টা 😍❤️😘👌👌👌

[28/12/2022, 14:13] Joy 😊: Good Morning🌅🌹🍫💝💐👗👠👩‍❤️‍👨💄💅🍛🐟🐣🍳🍗🐓💸🛵 My Sweet Cute Most Beautiful Saraswati 👰‍♀️/Dream Girl👸/Fairy Tale of your Joydeep👨‍💻' s Upcoming Movie, the one and only My Anamika👱‍♀️. 


Have a sweet day 😊. Keep smiling always my Sweet Life 🥰 . Give your few hours for your Joy daily who wanna make you happy and bring the sweet smile in the most beautiful lips in the world🌏 each and every second. 


I wish, I will see you as a BDO by the next year 😇 my would be BDO 👩‍✈️ Anamika Mam . 


Give a sweet smile after reading this sweet message from your sweet Joy🤗.

[28/12/2022, 16:35] Joy 😊: October এর আগেই খুব পড়াশুনো করে BDO 👩‍✈️ হয়ে দেখিয়ে দাও ম্যাম 👰‍♀️😇🕊️

[28/12/2022, 21:50] Joy 😊: কই গো কি করছ?

[28/12/2022, 23:07] Joy 😊: কই গো আছো? একটু কথা বলতে পারি

[28/12/2022, 23:11] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:11] Joy 😊: কি করছ

[28/12/2022, 23:11] Joy 😊: খেয়েছ

[28/12/2022, 23:12] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:12] Joy 😊: আজ ম্যাম এর কথা শুনে কত mature লাগলো

[28/12/2022, 23:12] Joy 😊: 🤗

[28/12/2022, 23:13] Joy 😊: আগে বলত bf এখন বলছে বর 😛

[28/12/2022, 23:14] মিষ্টি বন্ধু: Hmm

[28/12/2022, 23:14] মিষ্টি বন্ধু: Bari te sobai jane

[28/12/2022, 23:14] Joy 😊: কি জানে

[28/12/2022, 23:14] মিষ্টি বন্ধু: Ami chilm to

[28/12/2022, 23:14] Joy 😊: বাড়িতে সবাই কি জানে

[28/12/2022, 23:15] মিষ্টি বন্ধু: Amdar bepare

[28/12/2022, 23:15] মিষ্টি বন্ধু: Biya

[28/12/2022, 23:15] Joy 😊: মানে আমার বাড়ি তে? কি বললে বুঝলাম না

[28/12/2022, 23:16] মিষ্টি বন্ধু: Amr bari r amr bor ar bari sobai jane sob

[28/12/2022, 23:16] মিষ্টি বন্ধু: Asa jaoa hoy akhon

[28/12/2022, 23:16] Joy 😊: হুম্ তো জানবেই

[28/12/2022, 23:16] মিষ্টি বন্ধু: Dhore nao bor hoya geche

[28/12/2022, 23:16] Joy 😊: আচ্ছা

[28/12/2022, 23:16] Joy 😊: ও বাব্বা

[28/12/2022, 23:16] Joy 😊: দেখা হচ্ছে না কি রোজ রোজ

[28/12/2022, 23:16] Joy 😊: 😍

[28/12/2022, 23:17] Joy 😊: কি গো

[28/12/2022, 23:19] মিষ্টি বন্ধু: Roj noy

[28/12/2022, 23:19] মিষ্টি বন্ধু: Mase 3 bar hoy

[28/12/2022, 23:19] Joy 😊: O ki ekhane thaake

[28/12/2022, 23:19] Joy 😊: Wow 😍

[28/12/2022, 23:19] মিষ্টি বন্ধু: Na

[28/12/2022, 23:19] মিষ্টি বন্ধু: Nadia district

[28/12/2022, 23:19] Joy 😊: Aare otaai to bollam

[28/12/2022, 23:20] Joy 😊: Tomaro bari Nadia te to

[28/12/2022, 23:20] Joy 😊: O ekhn Mumbai jaaini

[28/12/2022, 23:20] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:20] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:20] মিষ্টি বন্ধু: Bari Nadia te

[28/12/2022, 23:20] মিষ্টি বন্ধু: Mumbai thake

[28/12/2022, 23:21] মিষ্টি বন্ধু: Kichu chuti baki chilo tai chelo

[28/12/2022, 23:21] Joy 😊: 3 baar Mumbai theke aase maase?

[28/12/2022, 23:21] মিষ্টি বন্ধু: Nana

[28/12/2022, 23:21] Joy 😊: Ekhan ki Mumbai cholegeche

[28/12/2022, 23:21] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:21] Joy 😊: Oh

[28/12/2022, 23:21] মিষ্টি বন্ধু: Ph a kotha hoy

[28/12/2022, 23:21] Joy 😊: Otaa to bujhchi

[28/12/2022, 23:21] Joy 😊: Bhaloi katha hay 🤗 nijei bolle to

[28/12/2022, 23:22] Joy 😊: Tahale next October engagement taai naah

[28/12/2022, 23:24] Joy 😊: Koigo

[28/12/2022, 23:25] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:25] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:25] Joy 😊: Aaj o saara raat mone hay katha hobe 🤗

[28/12/2022, 23:26] Joy 😊: Instagram account banale, aamake add o karoni... Joydeep ke bhule gele to

[28/12/2022, 23:26] মিষ্টি বন্ধু: Bon asche

[28/12/2022, 23:26] Joy 😊: Ohh taai hobenaa mone hay 😛

[28/12/2022, 23:30] Joy 😊: Mam ke khuje peye gechi insta te

[28/12/2022, 23:30] মিষ্টি বন্ধু: Khuje lab ny

[28/12/2022, 23:30] Joy 😊: Keno

[28/12/2022, 23:30] মিষ্টি বন্ধু: Ata besi din thakbena

[28/12/2022, 23:30] মিষ্টি বন্ধু: Amni khola

[28/12/2022, 23:31] Joy 😊: এরকম কেন বলছ

[28/12/2022, 23:31] Joy 😊: কি সুন্দর তো

[28/12/2022, 23:31] Joy 😊: আবার followers বাড়বে 😊

[28/12/2022, 23:32] মিষ্টি বন্ধু: Na

[28/12/2022, 23:32] Joy 😊: Tahale Instagram account rakhbe naah

[28/12/2022, 23:33] মিষ্টি বন্ধু: Na

[28/12/2022, 23:33] Joy 😊: Only fb thakbe

[28/12/2022, 23:34] Joy 😊: DP te je chotto baccha taa aache khub cute 😍👌

[28/12/2022, 23:35] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:35] Joy 😊: Otaa tumi ki choto te chile 👧😛

[28/12/2022, 23:36] মিষ্টি বন্ধু: Na

[28/12/2022, 23:36] Joy 😊: 👼

[28/12/2022, 23:36] Joy 😊: Oi or age kato

[28/12/2022, 23:37] Joy 😊: 34+ naah

[28/12/2022, 23:39] মিষ্টি বন্ধু: 30

[28/12/2022, 23:39] মিষ্টি বন্ধু: Ato jane kihobe

[28/12/2022, 23:41] Joy 😊: ঠিক আছে ওসব জিজ্ঞাসা করব না

[28/12/2022, 23:41] Joy 😊: Delete করে দিলাম

[28/12/2022, 23:41] Joy 😊: ওই পড়াশুনো করছ এখন আর

[28/12/2022, 23:45] Joy 😊: আছো

[28/12/2022, 23:47] Joy 😊: Busy আছো কি গো

[28/12/2022, 23:50] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:51] Joy 😊: call e aacho naaki...

[28/12/2022, 23:52] মিষ্টি বন্ধু: Hm

[28/12/2022, 23:52] Joy 😊: বাহ্ কি সুন্দর কবিতা লিখ ❤️👌🏼👌🏼👌🏼

[28/12/2022, 23:57] Joy 😊: বাহ্ অনেক বড় বাগান বাড়ি টা

[29/12/2022, 00:45] Joy 😊: আগে ফেসবুক এ কোন এক দুটো ফটো তে এমনি সুন্দর কবিতা বানিয়ে লিখতে দেখেছিলাম, আজ আবার ম্যাম কে দেখলাম 🤗

[29/12/2022, 02:18] Joy 😊: শুভ রাত্রি🌌😴 টাটা যার মিষ্টি হাসি খুশির মেসেজ, মিষ্টি গলার আওয়াজ, দুই চারটে নতুন নতুন ভিডিও দেখলে মন কত্ত ভালো থাকে, সেই আমার সবচেয়ে প্রিয় আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার স্বপ্নের পরী আমার অনামিকা👱‍♀️ ম্যাম।


Thank you ☺️ আজ কতদিন পর কল করলে, ভালো লাগলো। কিন্তু আমি আজ ভালো করে কথাই বলতে পারলাম না।জানিনা কেন!


ওই ম্যাম রোজ আমার সাথে এভাবে কথা বলবে।আমরা তো বেস্ট ফ্রেন্ড তাই না গো। হ্যাঁ হতে পারে আমি একটু বেশি ভাবি।কিন্তু আমার মত সম্মান ম্যাম কে সবাই পারবে না করতে কিন্তু।একটা আলাদা জায়গায় ম্যাম কে রেখেছি😇।


এক মাস , দুই মাস পর হবে শুনে আমার সত্যি খুব খারাপ লাগতো। ভাবতাম আমি যার সাথে সারা দিন কাজ করার পর রাতে এক ঘন্টা কথা বলতাম সেটাও যদি না পাই তাহলে আমি কি করে থাকবো! ঠাকুরকে রোজ বলতাম কিছু চমৎকার করো, আর দেখি ঠাকুর কথা শুনল আজ।আমার ম্যাম কাম বেস্ট ফ্রেন্ড এর সাথে কথা বলতে পারবো এখন অনেক দিন।


ঘর থেকে খুব চাপ পড়ছে, কি করব আমার যেটা মনের মধ্যে আঁকা আছে,চোখ বন্ধ করলে যে মিষ্টি হাসি মুখটা দেখতে পাই তেমনি না পেলে আমি কি ভাবে করে নেব বলতো। দিদি বলে,আমরা সবাই adjust করেছি জীবন এ,তুই আমার ভাই,তুই ও পারবি দেখবি।Adjust করতে যে পারিনা এই life time এর জিনিসে।


তুমি কি সুন্দর বললে, "আমার থেকে খুব কালো, কিন্তু আমি ওটা দেখিনা, হ্যাঁ একটু মুখ টা দেখতে মিষ্টি কিন্তু।আমিও তো এই মিষ্টি ভাবটা খুঁজতে কতজন কে রিজেক্ট করেছি যে এখন আসায় বন্ধ হয়ে গেছে।আবার বললে, মেন্টালিটি ম্যাচ করেছে।"


শিব বাবাকে বলো একবার, "যে আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবা*, তার জীবন এ খুব মিষ্টি খুব কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী কাউকে এনে দাও এই মাসের মধ্যেই। বেচারা সে বসে থাকে রাত্রি ১১ টা থেকে আমার সাথে দুটো মেসেজে কথা বলতে, যখনই অনলাইন দেখে মেসেজ করে। ও আমাকে সব সময় happy রাখতে কত কিছু করে, আমাকে আমার স্বপ্ন BDO করেই ছাড়বে বলেছে।পাগল ছেলে টা পুরো, বলে আমার সরস্বতী লক্ষ্মী রাধা মীরা দুর্গা পার্বতী আমার অনামিকা ম্যাম এর মত যেন কাউকে এনে দিতে যাকে দেখলে শুধু তাকেই দেখতে ইচ্ছে করে, মন শান্ত হয়ে যায় যার।যে আমার চোখে যেন positivity খুঁজে পায়, কোন বড় সরকারি অফিসার হয়ে আমাকে দেখতে পায়।ওর জীবন এ এরকম কাউকে এনে দাও,যে আমার জয়দীপ কে খুব ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে সব সময় ওর পাশে থাকে।"


তুমি বলবে একবার,দেখবে যদি তোমার এই কথাটা ঠাকুর শুনে তো।জীবন এ আর কষ্ট থাকবে না তাহলে🤗।


ম্যাম নতুন ছবি একটা দিও তো।তোমার পিম্পল হয়েছে। ঠাকুর আমার ম্যাম এর pimple কাল সকালে উঠতেই যেন গায়ব হয়ে যায়।আবার সেই মিষ্টি মুখটা দেখতে পাই 😊😊😊।


ওই সুইট অ্যাঞ্জেল, যেখানেই থেকো কোন কিছু প্রব্লেম এ পড়লে,তোমার এই বেস্ট ফ্রেন্ড cum Well Wisher কে জানাতে ভুলবে না।জানি ও আছে। তাও যদি কখনো দরকার পড়ে তো একটা কল করে নিও। এক চুটকি তে তোমার সব সমস্যার সমাধান করে তোমার মুখে মিষ্টি হাসি নিয়ে আসবো।


ওই তোমার শাড়ির আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালোবাসা এনে দিয়ে তোমার মুখে মিষ্টি হাসি সব সময় বানিয়ে রাখবো।


লিখেই মন ভালো রাখি।সব ঠাকুরের খেল।


ওই পাঁচ দিন দেখিনি,আজ ঠাকুর স্বপ্নে আমার মিষ্টি পরী কে নিয়ে এসো।ওর মিষ্টি হাসি দেখলে কত্ত মন ভালো থাকে কি বলি আর!


আমার জীবনের মুভি টা যদি ঠাকুরের কৃপায় বানাতে পারি তো বুঝতে পারবে কারু মিষ্টি হাসি কাউকে কত্ত ভালো রাখতো!


অনেক বড় স্বপ্ন জীবন এ।তাই তো একটা মনের মত মানুষ দরকার জীবন এ , যে আমাকে বুঝবে আর ভালো রাখবে।দুঃখে দুখি আর সুখে সুখী হবে।


আজ লিখবনা ভেবেও অনেক কিছু লিখে ফেললাম।কিছু মনে করো না,মনের কথা লিখে মন হাল্কা করি।


শুলাম গো।টাটা।তুমি ভালো থেকো খুশিতে থেকো তোমার মুখের মিষ্টি হাসি আমি সব সময় বানিয়ে রাখবো😊😊😊।

[29/12/2022, 08:02] মিষ্টি বন্ধু: Gd mg

[29/12/2022, 09:37] Joy 😊: সুপ্রভাত🌅 আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার স্বপ্নের পরী আমার অনামিকা👱‍♀️।


তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন বানিয়ে রাখতে পারি🤗।


ওই আজ একটু happy smile টা দেখিও, অনেক দিন দেখিনি😊।

তোমার মিষ্টি হাসি দেখলে মন খুব ভালো থাকে😇।


তুমি খুব বড় BDO 👩‍✈️ হও একদিন, নিজের স্বপ্ন কে স্বপ্ন বানিয়ে রেখে দাও না, খুব পড়াশুনো করো আর আমার অনামিকা BDO 👩‍✈️ ম্যাম হয়ে লাল বাতি গাড়িতে যেন ঘুরতে দেখি একদিন 🤗🤗🤗।


সময় হলে মেসেজ করবে বা কল করবে।তোমার দুই চারটে মিষ্টি কিউট হাসির মেসেজে মন খুব ভালো থাকে 😊।


তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালোবাসা দয়া মায়া মমতা এনে তোমার সব স্বপ্ন পূরণ করে তোমার মুখে মিষ্টি হাসি সব সময় বানিয়ে রাখবো😊।


টাটা, দিনটা তোমার খুব ভালো যায় আর মিষ্টি মিষ্টি ফটো ভিডিও কবিতার সাথে পোস্ট করবে কেমন 🤗।খুব সুন্দর লেখো তুমি 😊👌🏼।


🌄🌹🍫💝💐👩‍❤️‍👨💄💅🧥🥻👗👘💃🎸☕🍪🎁🍛🐟🐣🍳🍗🐓🏡🚘🛵💸🍕🍹👨‍💻🤝👰‍♀️🚨🎧🥰🤗

[29/12/2022, 09:41] মিষ্টি বন্ধু: Gd mg

[29/12/2022, 09:42] Joy 😊: Very Good Morning 🌅🌹🍫💝💐Have a sweet day my sweet Anamika Mam. Be happy and keep smiling always 🤗. Take care of yourself and Baba, Bunu 🤗.

[29/12/2022, 09:43] Joy 😊: কি করছ? Breakfast করলে?

[29/12/2022, 09:44] মিষ্টি বন্ধু: Hm

[29/12/2022, 09:44] Joy 😊: Ki krcho

[29/12/2022, 09:45] Joy 😊: ওই গিটার বাজিয়ে আবার ভিডিও দিও 🤗

[29/12/2022, 09:45] Joy 😊: আরো নতুন নতুন গান শিখেছ না 🤗

[29/12/2022, 09:45] মিষ্টি বন্ধু: Hm

[29/12/2022, 09:45] মিষ্টি বন্ধু: Debo

[29/12/2022, 09:46] Joy 😊: Thank you Mam 🤗

[29/12/2022, 09:46] Joy 😊: একটা smile দাও না, কত দিন দেখিনি 😇

[29/12/2022, 09:54] Joy 😊: বাহ্! এটাতে ম্যামকে কি সুন্দর কত্ত মিষ্টি লাগছে ❤️👌🏼👌🏼👌🏼পুরো Bengali Heroine Koyel Mallick এর মত 😍🥰😇

[29/12/2022, 15:19] Joy 😊: কি করছ? আজ পূজো করলে?

[29/12/2022, 18:30] Joy 😊: Good Evening 🌆🌹🍫💝💐💄💅👗🧥👩‍✈️☕🍪🎸🍔🎁🍕🍹 The Sweet Beautiful Flower in My Garden whose sweet smile makes my day, that's one and only My Sweet Cute Anamika Mam 👱‍♀️. 


Start the evening with a smile smile on your beautiful lips. Have a sweet evening 😊.

[29/12/2022, 23:01] Joy 😊: কই গো আছো? একটু কথা বলতে পারি 😊

[29/12/2022, 23:02] Joy 😊: কি করছ? খেয়েছ

[29/12/2022, 23:05] Joy 😊: ওই

[29/12/2022, 23:08] Joy 😊: একটু কথা বলতে পারি 🤗

[29/12/2022, 23:17] Joy 😊: আছো গো

[29/12/2022, 23:19] Joy 😊: কেমন আছো

[29/12/2022, 23:20] Joy 😊: Hi Sweet Best Friend Anamika Mam 👱‍♀️ How are you?

[29/12/2022, 23:30] Joy 😊: কই গো কিছু বলো? শরীর ভালো তো?

[29/12/2022, 23:40] Joy 😊: আছো গো

[30/12/2022, 00:01] Joy 😊: ওই ম্যাম কি করছ

[30/12/2022, 00:04] Joy 😊: ঘুমোলে

[30/12/2022, 03:16] Joy 😊: শুভ রাত্রি🌌😴 টাটা যার মিষ্টি মেসেজ, একটু মিষ্টি গলার আওয়াজ,এক দুটো মিষ্টি হাসির ছবি ভিডিও দেখলে মন খুব ভালো থাকে🤗 সেই আমার সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে ভালো আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার স্বপ্নের পরী আমার বেস্ট ফ্রেন্ড আমার হবু BDO 👩‍✈️ ম্যাম আমার অনামিকা👱‍♀️।


তুমি খুব ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি আমি সারা দিন বানিয়ে রাখতে পারি😊।


ওই আজ আবার পুরো চুপচাপ হয়ে গেলে গো।একটাও মেসেজ করলে না।৯:৩০ তে অনলাইন দেখলাম,ভাবলাম মেসেজ করি।কিন্তু ভাবলাম আমার তো টাইম রাত্রি ১১:১ থেকে শুরু হবে।তাই অপেক্ষায় রইলাম আর ১১ টা ১ এ মেসেজ করলাম, একটু পরে এলে।দেখলে কিন্তু আজ কোন কথাই বললে না গো।


ওগো আমি জানি এই গুড নাইট গুড মর্নিং গুড evening মেসেজের মধ্যে কখনো কখনো এমন কিছু লিখি, যেটা তোমার ঠিক লাগে না। জানি আমি।আমার এভাবে তোমাকে এত সুন্দর ভাবে বলা উচিৎ না আর!


কিন্তু কি করব বলো, আমি এই দুটো মেসেজে বলেই মনকে ভালো রাখি।ব্যস শুধু অনেক অনেক সম্মান দিই আর সুন্দর সুন্দর ভাবে বলে ম্যাম এর মুখে মিষ্টি হাসি নিয়ে আসতে চেষ্টা করি।


আমার মত রোজ রোজ দুই বছর ধরে কেউ এতটা সম্মান দিতে পেরেছে বলো।রোজ সুন্দর সুন্দর করে প্রশংসা করি যাতে ম্যাম একটা happy smiley, লাজুক smiley পাঠাবে।শুধু ওটা দেখলে মনে হয় আমি ম্যাম কে চোখের সামনে থেকে মিষ্টি লাজুক হাসি দিতে দেখি মনে হয়😌।


জানি আমি যে সব করি, যে সব লিখি অনেক বেশি লিখি। এতটা বেশি লিখি যে জানি আর লেখা যাবে না।কিন্তু বেস্ট ফ্রেন্ড ভেবেই আমার ওই লেখা গুলো খুশির সাথে নিয়ে smile দিও।হৃদয়ে নিয়ে নাও না, অনেক হাসি খুশি আর আমার জীবনের অনেক কথা বলে ফেলি তোমাকে। কি করব ফোন এ তো আগের মতো বলতে পারি না, তাই এই মেসেজের মধ্যেই সব বলে মনটাকে হাল্কা করি।


এই তোমার সাথে দুটো চারটে সকালে দুপুরে রাতে কথা হলে মন টা তে কি শান্তি পাই সেটা শুধু ভগবান জানেন ।


 একটা happy smiley পেলে আমার যে চঞ্চল মনটা কিছুক্ষনের জন্য কত টা শান্তি পায় সেটা শুধু ভগবান জানেন।


আমিও জানিনা এরকম কেন হয়েছে, আমাকে ঠাকুর কেন এমন বানিয়ে দিয়েছে।


কারু সাথে এক ঘন্টাও যদি কথা বলেও যে শান্তি টা পাইনা সেই শান্তি টা আমি তোমার দুই সেকেন্ড পুরনো ফেসবুক মেসেজের রেকর্ড শুনলে সেই শান্তি টা পাই।


এক দুই বার পেয়েছিলাম,এখন কোন মেসেজে ছিল খুঁজেই পাই না।যদি ইচ্ছে হয় তো একটু করে রেকর্ড পাঠিয়ে তোমার মিষ্টি হাসি টা শুনিও।আমাকে ঠাকুর এটাতেই খুশি দেন 🤗।


আমার কোন বিরাট কিছু দরকার নেই খুশি থাকতে।আমার ম্যাম এর মিষ্টি হাসি টা যদি রোজ দেখতে পাই তো মন কত্ত ভালো থাকে, কাজে কত মন বসে কি করে বোঝাই তোমায় এটা!


আমি খুব simple ছেলে, যার জীবন এ মিষ্টি ম্যাম এর মিষ্টি হাসি মুখটা সবচেয়ে বেশি দামী।আমার কাছে প্রথমে এটা তারপর সব কাজ। কারন এই মিষ্টি হাসি টা আমার সারা দিন ভালো থাকার ওষুধ💊💊💊।


এই রাতের বেলায় বালিশ ভিজিয়ে মনের কথা যখন লিখি না এক একটা অক্ষর টাইপ করে, যেন একটা খুশি, একটা শান্তি পাই। আমার হৃদয়টা খুব সফ্ট,জানি তোমার মত mature তো নই আমি এত বয়স হয়েও।


হ্যাঁ এটা শুধু মনের মানুষ এর জন্যই হয় কিন্তু। কারু জন্য এরকম হয় না।পা এ চকোলেট বোম্ব ফেটে গেলেও, বা ছোট্ট খাট অ্যাকসিডেন্ট এও এই জল আসেনা কিন্তু।


এটা শুধু তখনি আসে যখন কাউকে খুব মিস করি আর জানি যেটাতে আমার হাতে কিছু নেই শুধু দুটো মেসেজ কল এ কথা বলা ছাড়া।তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি,রোজ আমি আমার মিষ্টি ম্যাম এর মেসেজে বা কল এ কথা বলতে পারি আর ওর মুখে মিষ্টি হাসিটা রোজ নিয়ে আসতে পারি।এটাতেই খুশি থাকি আমি সারাদিন।


যাকে দেখলে মন শান্তি হয়না, একটা মিষ্টি হাসি খুঁজে পাই না তাকে কি করে সারা জীবন এর জন্য বানাবো নিজেও জানি না।সারাজীবন adjustment কারু সাথে কি ভাবে করব গো!


ঠাকুরকে প্লিজ জানিও, "একটা আমার মত মিষ্টি কিউট, আমার মত সুন্দর না হলেও চলবে কিন্তু যাকে দেখে আমার জয়দীপ এর মন খুশিতে ভরে যায়, মনে শান্তি আসে, যাকে সে আমার মত সরস্বতী লক্ষ্মী রাধা মীরা দুর্গা পার্বতীর আসনে বসিয়েছে। তেমনি যেন একটা এই মাস শেষ হওয়ার আগেই যেন চলে আসে ওর জীবনে।"


ওই আমার বেস্ট ফ্রেন্ড একটু পাশে থাকবে, সাপোর্ট করবে যত দিন না জীবনে কেউ আসছে।আমি জানি এই request টা করা ঠিক নয়, তাও করলাম।একটা বন্ধুর কাছে আরেকটা বন্ধুর ছোট্ট আবদার হিসাবেই চাইলাম ভেবে নিও।


ওই প্রিন্সেস রোজ নতুন নতুন dp লাগিও, সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করার পর তোমার মিষ্টি হাসি মুখটা দেখার পর একটা মিষ্টি করে গুড মর্নিং উইশ না করলে যেন দিনটা অসম্পূর্ণ লাগে,কাজ গুলো যেন ঠিক হয় না।যেদিন মন ঠিক না থাকলে gdmg উইশ পেয়েও গুড মর্নিং উইশ টা না করলে যেন দিনটা ভালই লাগে না।


জানিনা কোথা থেকে এত কথা বেরিয়ে আসে, ব্যস গলগল করে একের পর এক বলে ফেলি।


Thank you Santa 🎅 কে, যে আমাকে আমার মিষ্টি কিউট ম্যাম এর সাথে কথা বলিয়ে একটা গিফ্ট🎁 দিল। Santar এর কাছে আরেকটা গিফ্ট চাই, Santa আমার মিষ্টি ম্যাম,মিষ্টি বেস্ট ফ্রেন্ড রোজ আমার সাথে একটু মিষ্টি হাসির সাথে মেসেজে বা কল এ কথা বলে।ওর মিষ্টি হাসি আমার মন কে খুব ভালো রাখে।এই গিফ্ট 🎁 টা আমাকে দিও Santa🎅।


 ওই তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালোবাসা এনে দিয়ে তোমাকে BDO 👩‍✈️ রূপে দেখে তোমার মুখে মিষ্টি হাসি সবসময় বানিয়ে রাখবো 🤗।


ওই আজ আবার কিছু মনে করো না,ব্যস আমার সাথে একটু ভালো করে মিষ্টি হাসির সাথে কথা বলবে রোজ,শুধু এটাই চাই। একটু সময় দিও আমায়।


শুলাম টাটা।দিনটা তোমার খুব ভালো যায়।সময় হলে মেসেজ কল করবে।


চললাম স্বপ্নের দেশে, সাত দিন হয়েগেল দেখিনি।আজ ঠাকুর নিয়ে এসো মিষ্টি পরীর মিষ্টি হাসিটা দেখবো আবার 🤗।

[30/12/2022, 07:31] মিষ্টি বন্ধু: Gd mg

[30/12/2022, 07:33] মিষ্টি বন্ধু: Amr kb thanda lageche

[30/12/2022, 07:33] মিষ্টি বন্ধু: Tai kal taratari ghumia  porechilm

[30/12/2022, 09:18] Joy 😊: সুপ্রভাত🌅 আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার স্বপ্নের পরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার অনামিকা👱‍♀️ ম্যাম।


তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি আমি যেন সারা দিন বানিয়ে রাখতে পারি😊।


তুমি খুব বড় সরকারি অফিসার হও একদিন।তোমাকে আমি BDO 👩‍✈️ রূপে লাল বাতি গাড়িতে দেখতে পাই একদিন আমার হবু BDO 👩‍✈️ অনামিকা ম্যাম।


মন ভালো থাকলে, একটা করে happy smiley পাঠিয়ে দিও, তোমার মিষ্টি হাসি দেখলে মন খুব ভালো থাকে😌।


টাটা খুব ভালো থেকো, শরীর সুস্থ্য রেখো🤗। যখন ফ্রী থাকবে একটু করে সকাল দুপুর/বিকাল রাতে মেসেজ কল করবে।তোমার সাথে কথা বলতে আমি যে কোন টাইম ফ্রী হয়ে যাবো 😊। কারন আমার মিষ্টি ম্যাম এর মিষ্টি হাসি আমার মনকে এত্ত ভালো রাখে যে অনেক বেশি কাজ করতে পারি, আমাকে কোন মেডিটেশন, মাইন্ড relaxing music শুনতে হবে না তখন 🤗।


🌄🌹🍫💝💐👩‍❤️‍👨☕🍪💄💅📚🖊️✏️🎸🥻🧥👗👘💃🍛🐟🐣🍳🍗🐓🏡🚘🛵💸🍔🍕🍹⌚👠👩‍✈️👮‍♀️👩‍⚕️👩‍🏫👩‍💻👨‍💻🤝👰‍♀️😘🥰🤗

[30/12/2022, 09:19] Joy 😊: আমি ঠাকুরকে বলে দিচ্ছি, ঠাকুর আমার মিষ্টি অনামিকা ম্যামকে খুব জলদি ভালো করে দাও, আজ দুপুরের মধ্যেই ঠান্ডা লাগা টা সারিয়ে দাও 😇।

[30/12/2022, 09:21] Joy 😊: কাল বলে দিতে, আমি কালকেই ঠাকুরকে বলে দিতাম, তুমি ভোর এই ঠিক হয়ে যেতে।

[30/12/2022, 09:26] Joy 😊: এখন কেমন আছো গো? ঠান্ডা লাগাটা কমেছে তো? কি করে ঠান্ডা লাগালে? রাতে মোটা blanket নিয়ে শুও। গরম জল দিনে তিন চার বার খাও। মাথাটা কোন কিছু কাপড় দিয়ে ঢেকে গরম জল দিয়ে ভাপ নাও,খুব জলদি ভালো হয়ে যাবে।জলের মধ্যে  Vix VapoRub পারলে mix করে দিও। গরম জলে gargel করতে পারো। রোজ ঘুমানোর সময় পা এ গরম সরষের তেল নিয়ে শুও, দেখবে একদিনের মধ্যে সুস্থ্য হয়ে যাবে তার সাথে এক দুটো মেডিসিন খেয়ে নিও।তুমি ভালো হয়ে যাবে দেখবে।

[30/12/2022, 09:28] মিষ্টি বন্ধু: Motamuti

[30/12/2022, 09:29] Joy 😊: Oh

[30/12/2022, 09:29] Joy 😊: রাতে Blanket নাও না?

[30/12/2022, 09:29] Joy 😊: AC চালাও না কি

[30/12/2022, 09:34] Joy 😊: আমি যেভাবে বললাম তেমনি করবে, দেখবে তুমি আজকের মধ্যেই পুরো ঠিক হয়ে যাবে 😇।

[30/12/2022, 09:39] মিষ্টি বন্ধু: Hm

[30/12/2022, 09:39] মিষ্টি বন্ধু: Ok

[30/12/2022, 09:39] Joy 😊: Satyi AC chalao 🙀

[30/12/2022, 09:40] Joy 😊: Bina Blanket e ghumao?

[30/12/2022, 10:04] Joy 😊: Get well soon... Take care sweet princess 👰‍♀️ of Kolkata 😇.

[30/12/2022, 12:54] Joy 😊: ওই তোমার পারমিশন নিয়ে একটা মিষ্টি ছবি বানাতে পারি তোমার এই সুইট dp টার উপর? কিছু মনে করবেনা প্লিজ, খুব কিউট ছবি টা হবে কিন্তু 😍😇

[30/12/2022, 13:20] মিষ্টি বন্ধু: Ki

[30/12/2022, 13:47] Joy 😊: এই দেখো আমার মিষ্টি ম্যাম কে কত্ত মিত্তি কত্ত কিউট লাগছে 😍👧🕊️

[30/12/2022, 13:48] মিষ্টি বন্ধু: 👍🏻

[30/12/2022, 13:48] Joy 😊: ভালো নয় এটা

[30/12/2022, 13:48] Joy 😊: ঠিক আছে আরো ভালো করে বানাবো 🤗

[30/12/2022, 13:50] Joy 😊: বাহ্ আমার ছবি dp তে 😍😇 তাহলে মনে হয় ভালো লেগেছে ম্যাম এর 🤗

[30/12/2022, 13:53] মিষ্টি বন্ধু: Hm

[30/12/2022, 13:54] Joy 😊: Ekta smile daaona jadi bhalo legeche to 😇

[30/12/2022, 18:54] Joy 😊: শুভ সন্ধ্যা🌆🌹🍫💝💐☕🍪🧥👗🍔🍹🍕🎸📚🖊️✏️🎧❤️🤗র প্রদীপের আলো, সঙ্খে আওয়াজ আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত মিষ্টি কিউট আমার জীবনের সবচেয়ে সুন্দরী পরী আমার অনামিকা👱‍♀️ ম্যাম এর জীবনটা করুক উজ্জ্বল, ঠান্ডা লাগা ভাইরাস টা শরীর থেকে বেরিয়ে শরীরকে পুরো সুস্থ্য করে সব সময় একটা মিষ্টি লাজুক হাসি মুখে যেন বানিয়ে রাখে🤗।

[30/12/2022, 21:48] Joy 😊: কই গো শরীর কেমন আছে এখন?

[30/12/2022, 23:01] Joy 😊: কই গো আছো? একটু কথা বলতে পারি 😊

[30/12/2022, 23:03] Joy 😊: ওই

[30/12/2022, 23:11] Joy 😊: কি করছ

[30/12/2022, 23:11] Joy 😊: শরীর কেমন এখন

[30/12/2022, 23:16] Joy 😊: কই গো

[30/12/2022, 23:23] Joy 😊: আছো

[31/12/2022, 00:02] Joy 😊: কই গো আছো

[31/12/2022, 00:26] Joy 😊: কেমন আছো গো

[31/12/2022, 00:27] Joy 😊: শরীর কেমন এখন

[31/12/2022, 00:27] Joy 😊: ঠান্ডা লাগিও না

[31/12/2022, 00:39] Joy 😊: আছো

[31/12/2022, 00:45] Joy 😊: ঘুমোলে কি গো

[31/12/2022, 03:00] Joy 😊: শুভ রাত্রি🌌😴 টাটা আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার স্বপ্নের পরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার অনামিকা👱‍♀️।

 

তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি আমি সারা দিন বানিয়ে রাখবো😊।


ওই আজকেও রাতে কথা বললে না গো।তুমি তো দেখলে তাও কিছুই বললে না।তোমার শরীর কেমন আছে এসবই তো জিজ্ঞেস করলাম।একটা reply তো দিতে পারতে গো।


তুমি সকালে gdmg উইশ করলে, আর বললে তোমার ঠান্ডা লেগেছে,তাই কথা বলো নি। ভালো লাগলো তুমি আমাকে বললে কারন টা🤗।


ঠাকুরকে প্রে করলাম তুমি জলদি সুস্থ্য হও।ভাবলাম ম্যাম এর মিষ্টি হাসি টা যদি একটু দেখতে পাই তাই একটা সুন্দর করে একটা কিউট ছবি বানালাম অনেক কিছু করে। ভালো তো লাগলো কিন্তু বললে না ভালো করে।


আমার জীবনে তো এই ছোট্ট happy smiley পেলেই কত্ত মন ভালো থাকে,কত বার বলেছি।জানিনা এটাও কেন পাইনি ৫-৬ দিন ধরে।


সারা দিন কোন করে ভালো ছিলাম, রাতে তোমার মেসেজ নেই। কি করব আবার মাথা ধরে গেল,আবার দেখো লিখে ফেললাম মনের কথা।


আমি তো বুঝতে পারছি তুমি মনে হয় ফোনে চিপকে গেছ,আবার সারা রাত ব্যস্ত থাকবে।ঠিক আছে,আমি তো ব্যস দুটো মিষ্টি হাসির মেসেজ এর জন্য বসেছিলাম।


কি করব এটাও নেই জীবন এ রোজ আমার। কাল কত কিছু বলে ফেললাম ভুল করে।কিন্তু কি করব আমার হাতে তো কিছু নেই কি করি আর!


তোমাদের জীবন এ ঠাকুর ঠিক সময়ে কত ভালোবাসা আনন্দ দিয়েছে। তোমরা দুজনেই লাকি, আমি একটু কথা বলার জন্য সারা দিন অপেক্ষা করি, happy smiley টা দেখতে পাঁচ দিন ধরে wait করছি।


কি করব আমি আর! এমন কাউকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবা* যার সাথে মন খুলে রোজ কথাও হচ্ছেনা একটা বেস্ট ফ্রেন্ড এর মত।সব কিছু এই মেসেজেই লিখতে হচ্ছে।


ঠাকুর কবে জীবন এ তোমার মত বালিশ না ভিজিয়ে সারা দিন রাত মনের মানুষ এর সাথে কথা বলে জীবনে একটু খুশি দেবে জানিনা গো।


ওই তুমি আমার মেসেজ গুলো পড় ,প্রে করো আমার জন্য (আমার জয়দীপ এর জীবনে আমার মত মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী যে এনে দিয়ে ওর মুখে হাসিটা ফিরিয়ে দাও।  যেমন ঠাকুরকে বলি রোজ তোমার জন্য,আমার ম্যাম যেন নিজের স্বপ্ন BDO 👩‍✈️ হয়ে যায় খুব জলদি করে।


মাথায় লাগছে আর লিখছি না বেশি।


পারলে মেসেজ কল করে তোমার বন্ধুর মুখে মিষ্টি হাসি টা ফিরিয়ে নিয়ে এসো।


তোমার কোলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা আনন্দ এনে দিয়ে তোমার মুখে মিষ্টি হাসি সব সময় বানিয়ে রাখবো।


টাটা শুলাম।আমার কথা গুলো কিছু মনে করো না,তোমার সাথে না কথা হলে মন ভালো থাকে না একটুও।


ঠাকুর প্লীজ আজ আমার মিষ্টি ম্যামকে স্বপ্নে এনে দিও।অনেক দিন দেখিনি।


ওই আমি আবার ঠাকুরকে বলছি যদি তোমার শরীর ঠিক নেই তো,সকালে উঠে যেন পুরো ভালো হয়ে যাও। শুলাম গো। যাই স্বপ্নের দেখে আমার মিষ্টি পরীর মিষ্টি হাসিটা যদি দেখতে পাই তো।

[31/12/2022, 09:31] মিষ্টি বন্ধু: Gd mg

[31/12/2022, 10:24] Joy 😊: সুপ্রভাত🌅 যার দুটো মিষ্টি হাসির মেসেজ এ মন খুব ভালো থাকে, যার একটু মিষ্টি হাসির আওয়াজ শুনলে মনে যেন খুশির জোয়ার উঠে, যার ছবি না দেখলে ঘুম ভাঙ্গেনা যাকে চোখ বন্ধ করলে সব সময় দেখতে পাই সেই আমার সবচেয়ে প্রিয় আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার অনামিকা👱‍♀️।


তুমি খুব ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি আমি সারা দিন বানিয়ে রাখবো😇।


তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালোবাসা এনে দিয়ে তোমার সব সমস্যার সমাধান করে তোমার সব স্বপ্ন পূরণ👩‍✈️👮‍♀️👩‍⚕️👩‍🏫 করে তোমার মুখে মিষ্টি হাসি সব সময় বানিয়ে রাখবো🤗।


তুমি খুব পড়াশুনো করো আর তোমাকে BDO 👩‍✈️ রূপে লাল বাতি গাড়িতে দেখি আমার হবু BDO 👩‍✈️ অনামিকা ম্যাম 🤗।


🌄🌹🍫💝💐☕🍪👩‍❤️‍👨💄💅🎸📚🖊️✏️🎧🥻👗🧥👘💃🍛🐟🐣🍳🍗🐓🏡🚘🛵💸⌚👩‍✈️👮‍♀️👩‍⚕️👩‍🏫👩‍💻👨‍💻🎁💌👠💛💖😘🥰🤗

[31/12/2022, 10:47] Joy 😊: কই গো কেমন আছো? শরীর কেমন এখন?

[31/12/2022, 12:40] Joy 😊: কি গো কেমন আছো এখন

[31/12/2022, 12:54] Joy 😊: এই দেখো আমার খুব মিষ্টি খুব কিউট অনামিকা কে কেমন লাগছে 😍😇🕊️👧🏻

[31/12/2022, 13:45] মিষ্টি বন্ধু: Bha kb vlo

[31/12/2022, 13:45] Joy 😊: তাই 😍

[31/12/2022, 13:45] Joy 😊: কই মিষ্টি হাসি দেখি একটু 😇

[31/12/2022, 14:01] Joy 😊: শরীর কেমন এখন

[31/12/2022, 14:01] মিষ্টি বন্ধু: Vlo

[31/12/2022, 14:02] Joy 😊: কাল রাতে কখন ঘুমোলে

[31/12/2022, 16:14] Joy 😊: ওই SMS টা unbl*ck করে দিও, তোমাকে ডাইরেক্ট মেসেজ পাঠাতে ও পারিনা এখন আর। একটা শুভ দিন আসছে তো তাই 😍😇🕊️ মেসেজ করতাম মিষ্টি ম্যাম কে 🤗।

[31/12/2022, 18:44] Joy 😊: Good Evening🌆🌹🍫💝💐☕🍪💄💅🎸📚🖊️✏️🎧👗🧥🎁👠🍕🍹🍔🤗 My Very Very Very Beautiful, Cutest, Very Very Very Chweet Girl in my World, the one and only Aamar Anamika Mam 👱‍♀️. 


Have a sweet evening. Take care of your health. Be happy and keep smiling always🤗.


Advance Happy New year my sweet angel Anamika 👱‍♀️.

[31/12/2022, 23:01] Joy 😊: কই গো আছো? একটু কথা বলতে পারি 😊

[31/12/2022, 23:02] Joy 😊: কি করছ

[31/12/2022, 23:11] Joy 😊: আছো

[31/12/2022, 23:17] Joy 😊: ওই

[31/12/2022, 23:18] Joy 😊: আছো গো

[31/12/2022, 23:24] Joy 😊: ওই এলে

[31/12/2022, 23:25] Joy 😊: কথা বলি একটু

[31/12/2022, 23:27] Joy 😊: ওই

[31/12/2022, 23:32] Joy 😊: আছো

[31/12/2022, 23:33] Joy 😊: কই গো কি করছ

[31/12/2022, 23:35] Joy 😊: 🤗

[31/12/2022, 23:36] Joy 😊: 👧😇😍

[31/12/2022, 23:38] Joy 😊: কই গো কিছু বলো

[31/12/2022, 23:42] Joy 😊: ওই একটু কথা বলি গো

[31/12/2022, 23:44] Joy 😊: 🤗

[31/12/2022, 23:45] Joy 😊: 😊😊😊

[31/12/2022, 23:46] Joy 😊: 😇

[31/12/2022, 23:48] Joy 😊: 😇🕊️

[31/12/2022, 23:49] Joy 😊: 🤗




Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...