Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Facebook Account Deactivate Activate কেন করো এত Sweet Cinderella,দিদি বলছে দেখবি তোর জন্য কেউ সুসজ্জিত হয়ে ready হচ্ছে, দাদা কে ৪ পাতা মেসেজ
জানিনা তোমার কি হয় কখনো কখনো,
আজ দেখি সকালে আবার Facebook Account Deactivate করেছিলে,
জানো গো তুমি তো Deactivate করো,
আর আমার মন কত খারাপ হয়ে যায়,
ভাবি যেন আমার জন্যে তুমি বন্ধ করো।
কি করবো মনে হয় তোমাকে হাসাতে গিয়ে তোমার মন খারাপ করে ফেলি কখনো কখনো।
ওই আমার অনামিকা Facebook Account Deactivate কেন করো কিছু দিন পর পর।
এখন দেখি Facebook Account Reactivate করেছ আবার।
এরকম কেন করো গো?
আগের বারও তুমি সকালে Facebook Account Deactivate করেছিলে,
আবার রাতে Facebook Account Reactivate করেছ।
আজ আর টাই তোমাকে আর Appreciate ও করিনি তোমার Youtube Channel এ কমেন্ট সেকশন এ ভালো কিছু প্রশংসা না করে।
জানো গো আমার অনামিকা,
আজ দিদিকে বললাম,
জানিস ওর Youtube Channel এ এত কমেন্ট এ গিয়ে প্রশংসা করেছি যে কি বলব নিজেকে।
কি করবো ও যখন Thank you ❤️ comment এ reply তে দেয়,
ওটাতেই নিজের মন কে আমি খুশি করি রে।
কি করবো বল মন টা খুশিতে রাখতে হবে না।
জিবনে তো কেউ আসছে ও না।
যাকে হৃদয় দিয়ে ভালোবাসি,
সে একটুও বুঝছে না আমার ভালোবাসা টাকে।
ও বুঝেও অবুঝ হয়ে থাকে।
দেখো আবার চোখ থেকে জল গড়িয়ে বালিশ টা ভিজিয়ে যাচ্ছে।
কি করবো এত মিস করি তোমাকে অনামিকা,
তুমি স্বপ্নতেও ভাবতে পারবেনা,
কত ভালোবাসি তোমাকে বন্ধু আমার।
দিদি বলছে, দেখবি তোর জন্য কেউ সুসজ্জিত হয়ে ready হচ্ছে।
দেখবি একটা সুন্দর বউ হবে তোর।
আমি বলি, কবে হবে কে জানে!
কেউ আছে কি না সেটাও জানিনা।
শুধু আমার অনামিকাকে ভালোবাসতে জানি।
দিদি বলছে, এসব না করে নিচে সবার সাথে কথা বল,
সময় টা কাটা দেখবি ভালো লাগবে।
আমি বলি, সব কিছু সবার সাথে ভালো লাগেনা।
কি বলবো আর দিদিকে বলো অনামিকা।
ওই আমার অনামিকা কথা বলো না একটু গো।
Promise কোন দিনও তোমাকে কষ্ট দেবনা গো।
তোমার মুখে হাসি সারা দিন বানিয়ে রাখবো।
ওগো আমার মিষ্টি বন্ধু অনামিকা,
আমার স্বপ্নের রাজ্যের মিষ্টি সুন্দরী পরী বউ আমার অনামিকা,
আজ আবার এসো স্বপ্নে গো।
তোমাকে স্বপ্নে দেখেই নিজের মন ঠিক রাখি গো।
জানো সেদিন দাদা কে ৪ পাতা মেসেজ এ লিখে বললাম সব কিছু,
প্রথম দিন পড়েনি,
পরে যখন বলেছি তখন মনে হয় পড়েছে।
জানি কেউ যদি পড়ে তো ওর চোখ থেকে জল গড়িয়ে যাবে,
তাই আর দাদা বকেনা আমাকে বেশি আর।
ওগো একটা request রাখবে,
Facebook Account Deactivate করো না গো রোজ রোজ।
তোমাকে খুশি করতে রোজ ভালো ভালো প্রশংসা করে যাচ্ছি।
যাতে তুমি খুশি থাকো আর একটা Thank you ❤️ comment এ রিপ্লাই করলে,
আমার মন খুশিতে ভরে যায় গো।
ঠাকুর আমার অনামিকার মত মিষ্টি সুন্দর দেখতে সুন্দর ব্যবহারের,
একটা মেয়ে জিবনে এনে দাও না।
এই lockdown এ ভালো লাগে না আর।
কাউকে খুব চাই।
Comments
Post a Comment