Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

ভোর বেলায় দেখতে পেলাম আমার মিষ্টি Cinderella কে , চোখ বন্ধ করলেও তাকে দেখতে পেয়েও ভালোবাসি,কাল ১টা ছবি না পুরো ১০১টার বেশি ছবি ভিডিও দেখলাম | Cinderella Love Story 2021 👩‍🎨🌹🍫💝 | The Untold Feelings


ভোর বেলায় দেখতে পেলাম আমার মিষ্টি Cinderella কে , চোখ বন্ধ করলেও তাকে দেখতে পেয়েও ভালোবাসি,কাল ১টা ছবি না  পুরো ১০১টার বেশি ছবি ভিডিও দেখলাম | Cinderella Love Story 2021 👩‍🎨🌹🍫💝 | The Untold Feelings

 ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা,
আমার কথা মনে পড়ে না তোমার আর?
দুটো বছর হতে এলো,
আমাদের রাগ অভিমান ভালোবাসা বন্ধুত্বের,
আর কত দিন তুমি এভাবে আমার উপর রেগে থাকবে গো।

ওগো জানো আজ না ওই তোমার মত রাধা মীরার মত সেজেছিল একটা দিদি,
তোমাকে একদিন বলেছিলাম না,
আজ ওই মিষ্টি দিদি টা একটা কিছু লিখেছিল,

"আমি যাকে ভালোবাসি সে আমাকে দুঃখ দিলেও আমি তাকে ভালোবাসি।
ভালোবাসার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো- ভালোবাসলে ভালো বেসে যেতে হয়, ভালোবাসতাম বা ভালোবেসেছিলাম এইসব কোনো কথা না,

শুধু যেটা হয় বা থেকে যায় সেটা হল ভালোবাসি।

💌"

তখন আমি লিখলাম,
"আমি যাকে ভালোবাসি, তাকে এখন দূর থেকেই ভালোবাসি,
কথা না বললেও ভালোবাসি,
এমন কি চোখ বন্ধ করলেও তাকে দেখতে পেয়ে ভালোবাসি,
রাগ হলেও তাকেই ভালোবাসি,  
বাজে কিছু বললেও তাকেই ভালোবাসি,
তার মিষ্টি হাসি দেখেও ভালোবাসি। ভালোবাসা মানে এমন না তো আমি যদি তাকে ভালোবাসি, তাকেও আমাকেই ভালোবাসতে হবে।
যে সত্যিকারের কাউকে ভালোবেসে থাকে সে হাজার টা সুন্দরী মেয়ে দেখলেও তার চোখে সেই সেরা। ভালোবাসায় চোখ খুলে তো সবাই দেখতে পায়, কিন্তু চোখ বন্ধ করলে যদি তাকে দেখা যায়, সেটাই তো আসল ভালোবাসা।

তখন দিদি বলছে, "asolei tai.


Bhalobasa thik je samay mone hobe chere jai....thik sei samay je mon kharap ta hobe...oi BHALOBASI ami.

Kichutei mukh ta mone rakhbo na bolleo...hoito bochor a ekbar o katha bolbo na bhableo.... takei bhalobasi ....etai toh bhalobasa.


Sobbar majh khan theke hath ta tante tante niye beriye jabe....

Sei dabi sei adhikar tai bhalobasa.😊
"

আমি: হুম্ ঠিক, দুবছর ধরে চলছে একটা নিরবতার ঝগড়া কিন্তু যেন কোথাও লুকিয়ে রয়েছে একটু খানি ভালোবাসা, যার জন্য অভিমান থাকলেও কেউ যেন আমাকে এখনও একটু মিস করে

দিদি: baah tai hok na...☺😊😊

আমি: হুম্, সব কিছু জিনিস ভুলে যাওয়া যায়, কিন্তু কিছু একটা মিষ্টি সময় মনের মানুষের সাথে কাটানো, সেটা কোন দিনও ভোলা যায় না। এমন কি তার গাওয়া কিছু গান কিছু জিনিস যেগুলো ভুলতে চেষ্টা করলেও কোন ধার থেকে আবার চোখের সামনে চলে আসে, বা সেই গান গুলো শুনতে পাওয়া যায়। 😊😊😊

জানো গো এটা লেখার পর এত বেশি তোমাকে মিস করছিলাম যে,
তোমাকে না দেখে থাকতে পারছিলাম না।
আবার তোমার সব প্রোফাইল গুলো একের পর এক খুঁজছিলাম,
এক ঘন্টা খুঁজলাম, কিন্তু কিছু নতুন পেলাম না।
মন টা খুব ভেঙ্গে গেছলো,
ঠাকুরকে ডাকলাম, ঠাকুর আমার angel এর কিছু ছবি দেখাও না,
ওকে যে খুব ভালোবাসি,খুব মিস করি।
জানিনা কি হলো,২-৩ মিনিটের মধ্যে,
যেন ১ টা ছবি না,৫১ টাও নয়,
পুরো ১০১টার বেশি ছবি ভিডিও দেখলাম


তুমি ভাবছো, এত ছবি কোথায় পেল এ,
আমি তো সব প্রাইভেট করে রেখেছি।
কিন্তু তুমি জানোনা ঠাকুরকে এক মনে ডাকলে,
কোন কিছুই অসম্ভব না

আমি তোমাকে অনেক গুলো pose এ দেখলাম,
কখনো শিখাচ্ছ তো কখনো parents দের সাথে গল্প করছ,
কখনো ছবি আঁকছ তো কখনো হাসছো


কখনো লাল জামা পরে তো কখনো নীল রঙের জামাটা পরে,
কখনো আকাশী রঙের জামা পরে আবার,
কখনো স্কুল এর ইউনিফর্ম পরে।

কিছু গুলো তে মুখ টা পাঁচের মত বানিয়ে রেখেছ,
তো কোনটাই মিষ্টি হাসি দিয়ে কথা বলছো।
তোমার সেই স্টুডেন্ট টা তোমার একটা ছবি এঁকেছিল,
ওটাতে তোমাকে খুব মিষ্টি লাগছিল।

ওই তোমার Doodle Art দেখলাম,
খুব সুন্দর বানিয়েছ, ওগো আরেক টা পাখির ছবিটা দেখলাম।

জানো গো তোমার white board টা দেখে ভাবলাম,
 তুমি মনে হয় Bangalore চলে গেছ।
তার পর আবার কিছু ছবি তে,ভিডিও তে,
বুঝলাম তুমি white board টা বাড়িতেই কিনেছ।
খুব ভালো গো, বাড়িতেই থেকো,
খুশিতে থেকো, ভালো থেকো বন্ধু ❤️।

সুপ্রভাত মিষ্টি বন্ধু আমার, আমার জিবনে র Cinderella 👨‍💻🌹🍫💝👩‍🎨,
কাল রাতে তোমার ফটো ভিডিও দেখার পর,
ঠাকুরকে বললাম, আমার এঞ্জেল এর সাথে একটু কথা বলিয়ে দাও,
যেন ঠাকুর আমার কথা শুনেছিল কাল।
সারা রাত স্বপ্নে শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি।
দেখছি কি তুমি আমার সাথে একটু ঝগড়া করছ সবার সামনে,
কিন্তু তার মধ্যেও যেন একটা hints দিচ্ছ তোমার সাথে ফোন এ কথা বলার জন্য
,
দেখছি কি তুমি একটা কাগজ ছুড়ছ রেগে সবার সামনে,
আমিও একটু upset ছিলাম দেখে,
কিন্তু যে জানত ওখানে তুমি তোমার মোবাইল নম্বর টা লিখে পাঠিয়ে ছিলে।
কাগজে কাটা কাটির মধ্যে je ১০ টা ডিজিট লেখা আছে,
ওটা যে তোমার পার্সোনাল নম্বর, সেটা পরে বুঝতে পারছি।
তার পর তোমার সাথে ফোনে কথা বলার চেষ্টা,
কিন্তু যেন কেউ বুঝে যায়,
তোমার নম্বর টা বন্ধ করিয়ে দেয়।
তোমার ও মন খারাপ হয়ে যায়।
আবার যেন আমাদের দেখা হয় দুজনের,
তুমি যেন রাগ অভিমান দেখানোর ভান কর,
তার সাথে আবার একটা কাগজ আমার মুখের কাছে ছুড়ে ফেল।
তুমি চলে যাচ্ছিলে কিন্তু তোমার আরেকটা নম্বর দিয়ে যাও।
এই নম্বর টা যেন খুব সোজা , মনে রাখা যাবে তেমন।
৯১ না কি ছিল তার পারে ৮ টা ১,
মানে 9X11111111, এরকম অদ্ভুত একটা নম্বর,
কেউ আমার সাথে ছিল না,একটা মোবাইল কিনতে ও আবার পারছিলাম না,
কিন্তু তোমার সাথে না কথা বললে যে বাঁচতে পারবোনা এটা বুঝে গেছলাম।
তোমার ঐ নম্বরে বাইরে Pole Buth থেকে কল করলাম,
ঠিক তখনই তোমার মিষ্টি আওয়াজ শুনলাম।
মনে যেন বাঁচার আশা জাগলো।
শুনতে পেলাম খুব আসতে করে,
কেমন আছো তুমি?
আমি বলি, ভালো গো কিন্তু তোমার সাথে কথা বললে আরও ভালো থাকবো।
তুমি বললে, আমিও ভালো নেই, তোমাকে খুব মিস করি,
কিন্তু তুমি জানো আমার পরিস্থিতি,
আমি বললাম, বুঝি গো কিন্তু তোমার সাথে না কথা বলে দেখো আমি যেন পাগল হয়ে গেছি, তোমাকে খুব ভালোবাসি গো।
তুমি: বুঝি আমার তোমার সব কিছুই।
আমিও ভালোবাসি কিন্তু আমরা এক হতে পারবো না। কেউ আমাদের এক হতে দেবেনা।
আমি: তুমি তো বলেছিলে, সব কিছু বিধাতার উপর ছেড়ে দাও,তাই সব কিছু বিধাতার উপর ছেড়ে দিয়েছি।

তারপর আরও কিছু কথা হলো,
স্বপ্নের সব কিছু মনে থাকেনা।
কিন্তু তোমার সাথে কাটানো একটা একটা সময়,
হতে পারে বাস্তবে শুধু মেসেজে কথা বলে বা tiktok এ রাগ অভিমান করে,
কিন্তু যেন সব মনে আছে,
সব কিছু ভুলে গেছি,
কিন্তু আমার ভালোবাসার এক একটা কথা, হাসিতে খুশিতে কাটানো সময়,
কোন দিনও ভুলতে পারিনা।

রাধা কৃষ্ণ ভগবান আমার মিষ্টি বন্ধু আমার অনামিকা র হৃদয়ে আমার জন্য একটু ভালোবাসা বানিয়ে দাও,
আমরা যেন আবার ভালো বন্ধু হয়ে যাই
ওর সাথে না কথা বলে, এক একটা সময় যেন পেরোয় না।
এত ভালোবেসেছি যে কি ভাবে বোঝাবো ওকে আমিও জানিনা।
কিভাবে অন্য মেয়েকে ভালোবাসতে পারবো আমি জানিনা।
আমার শুধু Cinderella কে চাই,
ওকে ফিরিয়ে দাও আমার জিবনে

জানি বিয়ে তো করবেনা,
কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড হয়ে ওর ডান হাত হয়েই,
সারা জিবন ওর সাথে কথা বলে আমি চালিয়ে দেবো

 ওই আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল,
ঠাকুর যেন শুনলো, আজ তোমার একটা ভিডিও দেখলাম।
কোন স্টুডেন্ট এর মা এর সাথে কথা বলছিলে।
একটা কথা বলছি রাগবে না কিন্তু,
তুমি কি ঘুম থেকে উঠেই Zoom Call এ কথা বলছিলে,
কি রকম লাগছিল তোমাকে,
চোখে কাজল পরে ছিলে মনে হয়।
পুরো আলাদা একটা মেয়ে লাগছিল,
যেন খুব মোটা ই গেছে,
গাল গুলো যেন আমার মত ফুলে গেছে😅😅😅,
আমি কিন্তু chweengum খেয়ে গাল গুলো কমাছি 😁😁😁।
ওই তোমার কত এক্সপেরিয়েন্স হয়ে গেছে,
কি সুন্দর ইংলিশ এ কথা বলো তুমি❤️।
আমি তোমার মত এত ভালো নই,
ওই কাজ সারা করে নিই।
আরেকটা কথা বলছি,
Zoom Call এ ভালো করে কেন দেখাও না নিজেকে,
একটা চোখ দেখাচ্ছে শুধু।
পুরো তোমার মিষ্টি মুখ টাও দেখাচ্ছিল না।
কিন্তু এটা না যারা Zoom Call এ থাকে,
তাদের উপর খারাপ impression পড়ে।
তুমি দেখে নিও ভিডিও টা।
আশা করি তুমি ওই ভিডিও টা দেখেছ।
কখনো কখনো তোমার পুরো মুখ টা দেখতে পেলাম।
তোমার সাথে আরেক টা ম্যাম ছিল,
ও কিন্তু পুরো মাঝে বসে কি সুন্দর ভাবে কথা বলছিল।
তুমিও মাঝে বসে কথা বলতে না।
শুধু দূরেই বসে আছো।
যদি পারতো পরের বার থেকে ঠিক করে Zoom Call এ আসবে।
আগেও দেখেছি, তোমার ছবি গুলোতে,
যে গুলোতে তুমি স্টুডেন্ট দের শেখা ছিলে,
ওটাতে ও same অবস্থা।

অনেক দিন পর লিখছি আবার।
তিন চার দিন কাজে পুরো ব্যস্ত ছিলাম।
কাকিমার হাতের রান্না খেয়ে খেয়ে তুমিও মোটা হয়ে গেছ খুব আমার মত 😅😅😅।
রাগ লাগছে, মারতে ইচ্ছে হচ্ছে আমাকে,
বলো না গো, কোথায় মারবে,
একটু মার তোমার মোটা মোটা হাত দিয়ে 😁😁😁।
আবার রেগে যাওনা মজা করছিলাম।

সেদিন একটা Sale এসেছিল,
কালকেও একটা এসেছে 🥳🥳🥳।

Indian Product Sale Earning Screenshot



ওই জানো আজ রাতে আবার তোমাকে দেখলাম স্বপ্নে,
তুমি আমাকে তোমার বাড়ি দেখেছিলে,
আমি তোমার বাড়ি এসেছি।
তার পর অনেক গল্প করলাম।
Sorry 😐 সকালে লিখলে পুরোটা বলতে পারতাম।
এখন মনে নেই কি কথা বার্তা হলো আমাদের।
এখন কাজের চেপে চোখ বন্ধ করলে দেখিনা,
কিন্তু এখন রোজ স্বপ্নে তুমি এসো।
এটাতেই আমি খুশি বন্ধু, আমার Cindrella 👩‍🎨🌹❤️।

দিন গুলো দেখো পেরিয়ে যাচ্ছে একের পার এক,
আজ ২০ তারিখ, আর ১১ দিন বাকি,
এই মাস টা শেষ হতে।
কিন্তু এখনও তোমাকে শুধু ভাবি গো।

ওগো ভাবছিলাম তোমার ছবি আঁকার কথা,
অনেক দিন দেখিনি তো, তাই দেখলাম।
কাল আবার তোমার একটা ভিডিও দেখলাম ইউটিউব এ,
বাহ্ খুব সুন্দর বানিয়েছ তো।
পালং শাক দিয়ে কিভাবে ছবি আঁকা যায় প্রথম দেখলাম।
Malabar Spinach (Basellaceae), Dark Purple Berries দিয়ে কি সুন্দর ভাবে ছবিটা এঁকেছ, সত্যি খুবই ক্রিয়েটিভ তুমি গো ❤️❤️❤️।

এরকম প্রতি সপ্তাহে একটা করে আঁকো,
দেখবে অনেক subscribers হবে তোমার।
Video Description টা এক লাইনে লিখলে চলবেনা,
ওটাকে ৫-১০ লাইন লিখতে হবে।
আর Credit দাও যার music 🎶 টা তুমি use করছ,
আমার ভিডিও গুলোর description দেখবে,
১০০০-২০০০+ থাকে আর ক্রেডিট দিয়ে থাকি,
তাই দেখবে কিছু গুলো ভিডিও তে অনেক Views হয়েছে।

একটা দেখবে ৩৩ সেকেন্ডের ভিডিও,
তাতে ২০০০০+ views হয়েছে।
জানি ওগুলো ঠাকুরের ভিডিও।
কিন্তু তুমি যেটা বানাচ্ছ ওগুলোতে ও ১০০০-২০০০ ভিউজ হবে কিন্তু ওর জন্য একটু বুদ্ধি খেলাতে হবে।
কি করবো দূর থেকে বলে যাই,
জানিনা কবে আবার আমরা ভালো বন্ধু হবো।
কাল থেকে ৩টে লাইক করলাম।
আরো করবো যত গুলো একাউন্ট তোমার জন্য বানিয়েছিলাম।
Youtube এর likes কিন্তু দেখতে পাবেনা সব,
কে তোমার লাইক করেছে 😅😅😅।

কাল জানো গো, এই Youtube update এর জন্য,
দেখলাম কমেন্ট করতেই পারছিনা।
মন টা খুব খারাপ হয়ে গেছলো।
তার পর ভাবলাম দেখিতো ল্যাপটপ চালিয়ে,
দেখছি তোমার ভিডিও তে সব কমেন্ট তো দেখাচ্ছে।
তখন বুঝলাম ওটা Youtube Update এর জন্য এরকম প্রব্লেম হয়ে ছিল।
রাতে এসে একটা কমেন্ট এ প্রশংসা করলাম,
কিন্তু তোমার অভিমান, একটা লাইক ও করতে পারলনা 😤😬😠।
কিন্তু তুমি তো জানো তুমি যখন কাউকে thanks এর সাথে একটা খুশির স্টিকার পাঠাও,
ওটা দেখেই নিজেকে খুশি করি।
জানিনা কেন এরকম হয় গেছি আমি।

ওই জানো আর কিছু দিন পর তোমার বাড়ির ওই দিকে যাবো,
স্টেশন এর সামনে দিয়েই যাবো।
তোমার বাড়ি টাও ওই দিকেই না 😉😅😅😅,
ঠাকুর আমাকে সব দেখিয়ে দিয়েছে।
ঠাকুর জানে আমার ভালোবাসা টা সত্যি,
তাই কাউকে আর ভালোবাসতে পারিনি।

ওই জানো কালকে আরেক টা মেয়ের খবর এসেছিল।
আজ মা বললো, কিন্তু ওই গোত্র ওসবের জন্য হলনা।
মা বললো, কবে হবে তোর বিয়ে।
আমি বললাম,
"Sochna hay kya jo bhi hogaa dekha jaayega😅😅😅"

অনেক কথা আছে বলার ভুলে গেছি কিন্তু,
ভাবছি কি কি করলাম এই কিছু দিনে।
এখন সারা রাত কাজ করছি,
এই বছরে স্বপ্নের সিড়িতে এক ধাপ উপরে উঠতে হবেই।
তাই রোজ সকাল ৫-৬-৭ টা পর্যন্ত কাজ করি।
তাই সকালে উঠতে দেরি হয়।
১১ টা কি ১২ টা বেজে যায় উঠতে উঠতে।
তখন দাদা বৌদি বাবা মা ভাইঝি সবাই রেগে ভূত হয়ে যায় 😅😅😅,
যত ইচ্ছা বকতে থাকে,
আমি বলি বকে নাও, কি করবো,
রাতে না কাজ করলে আমার ভালো লাগে না।
বৌদি বলে, বিয়ের পর কি হবে তোমার😉🤭,
আমি বিয়ের ব্যাপারে বেশি কিছু বলিনা।
মনে মনে বলি, আগে আমার Cindrella এর মত একটা মিষ্টি হাসির মিষ্টি স্বভাবের বউ তো পাই,
তার পর সব ঠিক করে নেবো 😅😅😅,
কখন কাজ করবো না, কখন ঘুমবো,
সেটা সব আমার Cindrellar মত মিষ্টি দেখতে মেয়ে পেলে তাহলেই তার কথা শুনবো।
জানিনা কোথায় আছে গো।
তুমি কেন সিঙ্গেল হলে না গো,
সিঙ্গেল হলে আমি জানতাম,
তোমার মন জয় করে কি,
তোমার বাড়ি গিয়ে কথা বলে আসতাম।
কি করবো Love is the name of sacrifice,
আমি ওটাই করছি।
তোমাকে অন্য কারু সাথে হাতে হাত রেখে দেখেই খুশিতে থাকার চেষ্টা করছি।
কিন্তু হাসিটা আর ফিরে পেলাম না।

হে রাধা কৃষ্ণ ভগবান আমাকে ক্ষমা করো যদি কোন ভুল করেছি তো,
আমার Cindrella 👩‍🎨 কে খুব ভালোবাসি,
ওর মনে একটু ভালোবাসার বন্ধুত্ব বানিয়ে দাও,
যাতে আবার আমরা ভালো বন্ধু হয়ে থাকি।
ওর সাথে ২ মিনিট কথা বললেই আমি সব কিছু ঠিক করতে পারবো।
আমার এই কথা টা রাখো ঠাকুর 🙏🙏🙏।

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...