Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
তোমাকে Good Morning🌄☕🥪🍳🌹🍫 উইশ করা 🥰
|
তোমাকে Good Morning🌄☕🥪🍳🌹🍫 উইশ করা মানে নিজের মন কে ভালো রাখা🥰
সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু Cindrella,
সারাদিন ভালো থেকো, খুশিতে থেকো,
ভগবান তোমার সব স্বপ্ন গুলো পূর্ণ করে যেন।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
🌇🌄🌅☕🍪🥯🥪🥣🍳🥐🥞🍞🍰🍥🧁🌹💐💐💐👗👘💃👓☂️🏍️⌚🏘️🚙🚘💲💸💸💸❤️🥰🥰🥰
তুমি বললে "আমাকে গুড মর্নিং উইশ করোনা",
তাই আজ উইশ করলাম।
বললে তুমি, "খাটায় লিখো,
আমাকে জানাতে হয় না।"
দেখো আজ তোমাকে জানালাম না,
ভোরেই ঘুম ভেঙেছিল,
ভাবলাম আজ হাঁটতে যাবো,
তারপর ভাবলাম একটা উইশ করি,
কিন্তু ভাবলাম যদি আবার একটা উইশ এর জন্য
তুমি আবার একমাস ধরে ফেসবুক একাউন্ট টা বন্ধ করে দাও,
তাহলে আমি কি করবো গো।
হাত টা কেটে ছিলাম, এবারে অার যেন কিছুনা করে ফেলি।
না করতেও চাইনা, এই সব ভুল ভাল কাজ,
সুশান্ত সিং রাজপুত যদি frustration এ করেছে,
আমি এসব করবনা।
ওকে মানুষ সবাই ভালবাসে,
ও চলে যাওয়ার পর দেখছি
একটা Indian Army র সোলজার দের জন্য যেখানে একটা পোস্ট করতে পারেনা,
তারা এখন এর জন্য করছো,
গ্রুপ বানাচ্ছে,সবাই কে ইনভাইট করছে।
হুম্ সে ছিল স্টার, তাই ওকে সবাই ভালবাসে,চিনে।
মেয়েরা এমন কাঁদছে যেন তার ঘরের কারু কিছু হলো,
অার সব চেয়ে আশ্চর্য্যের বিষয়,
তারা কোন ওর একটা পোস্ট যখন জীবিত ছিল,
তখন পোস্ট করেনি।
এখন যেমন রোজ রোজ পোস্ট করে ডাকছে।
ভাবনা আমি ওকে লাইক করিনা,
ওকে আমি Ms Dhoni movie থেকে বেশি লাইক করি।
কিন্তু এরকম কিছু লেডিজ দের দেখছি
যেটা সত্যি হাসি কান্নার বিষয়।
ও মনে হয় স্বর্গ থেকে দেখে ভাববে,
আমাকে কেউ জীবিত কালে এতটা ভালোবাসে,
যখন মারলাম তখন যতটা ভালোবাসে।
বা রে দুনিয়া,অার কত লীলা দেখাবি।
যখন আমাকে কাজ দিচ্ছিল না,
তখন কেউ protest করেনি,এখন করছে।
হাহা আজব দুনিয়ার আজব মানুষ।
যেটা কথার ছিল, ওকে সবাই জানে,
আমি এসব করলে কে বা কি জানবে।
যে একটা গ্রুপে প্রায় ২লাখ মেম্বার বানালাম,
ওখানেও কেউ জানেনা আসলে জে আমাদের বিনা কোন স্বার্থে রোজ রোজ
সাহায্য করার চেষ্টা করছে,
যার জন্য আমি TCS,Wipro,JPMorgan,Igate,Capgemini তে placed হলাম,
তার আসল নাম কি, সে দেখতে কেমন।
একদিন একটা স্টুডেন্ট একটা স্টার্টআপ কোম্পানিতে জব পেয়ে মেসেজ করছে,
Thank you sir,for your help I got placed in xyz startup.
Sorry startup এর নামটা মনে নেই,
আপনাকে আমি দেখতে চাই,
আপনি কোথায় থাকেন বলুন।
আপনি দেখতে কেমন।
প্লিজ বলুন স্যার।
এই Chotisi Khusiya ❤️ আমার চোখে খুশির জল এনে দিয়েছিল।
যাক আমি তো বড় কোম্পানিতে জব পেলাম না,
আমার দ্বারা কিছু মানুষের তো সাহায্য হলো,
এটাই আমি খুশি।
সরি যে bjs গ্রুপ টা আমি চালাই একাই,
সেখানে নিজের নাম চেঞ্জ করা আছে।
একটা আলাদা নাম,মনে হয় তুমি দেখেছ।
ওটাই আমার প্রথম একাউন্ট।
না অার ওরকম বোকামির কাজ করবনা গো,
হাত কেটে সবার স্বপ্ন ভাঙ্গবনা অার।
প্রচুর কাজ করতে হবে,অনেক স্বপ্ন দেখেছি।
তুমি যদি ২ মিনিট কথা বলতে,
তাহলে এই ডিপ্রেশন এর অন্ত হতো।
স্বপ্ন পূরণের দিকে এগোতে পারতাম।
কিন্তু তুমি আমার উপর অভিমান করে রইলে,
আমি তো কাঁদি রোজ, তোমাকেও যেন কষ্ট দিই না জেনে।
আমার ওই ফেসবুক একাউন্ট টায় ৭১০০+ followers,
রোজ রোজ কোন ছেলে বা মেয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়,
ভাবি যদি তুমিও একদিন আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবে।
তাই যখনই কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় না,
একবার ভালো করে দেখি ওটা তুমি তো না।
কি ভাবে বেরোব এই ডিপ্রেশন থেকে গো,
রোজ তাই Matrimony app খুলে বসে থাকি,
ভাবি আজ যদি তোমার মত দেখতে কাউকে পাই,
ডেইলি ৪০০-৫০০ জনের প্রফাইল দেখি,
এক দুজনকে request পাঠায়তো কেউ একসেপ্ট করে কেউ আবার না।
এখন যখন premium membership plan expired হল,
তখন যেন বেশি request accept হচ্ছে,
কিন্তু এখন কথা বলার জন্য টাকা লাগবে।
কে ফালতু টে টাকা ভরবে,
নেই অার টাকা আমার এসব এ।
আমাকে একটাও সুযোগ দিলে না গো,
১১টা মাস অার ১৫ দিন হলে পেরিয়ে যাবে।
তাও রেগেই থাকবে কি,
যখনই কথা বলবে তখনই এমন কিছু বলো,
যেন হৃদয়টা ভেঙ্গে দাও।
একবার ভালোবেসে বলতে পারনা,
তুমি কেমন আছো,
তোমার কাজ কেমন চলছে?
তোমার বাড়িতে সবাই কেমন আছে?
20 May 2020 তে কে এসেছিল জানিনা,
যে আমাকে প্রথমে বকলো,
তার পর আমার পুরনো Cindrellaর মত কথা বলতে শুরু করল,
আমাকে পরামর্শ দিতে লাগলো।
তুমি বলেছিলে তোমাকে যে এত খারাপ কথা বললো,
সে কি করে হঠাৎ তোমার সাথে কথা বলতে শুরু করবে!
এটাকি একটু odd লাগছেনা।
কি করবো যে বা এসেছিল Cindrella হয়ে আমার জিবনে ওই একাউন্ট এ,
আবার চলে আয়,আবার একটা মেসেজ কর।
যদি একটু ভালো লাগে,যদি এই ডিপ্রেশন মাউন্টেন থেকে নিজেকে
ভুল ভাল কাজ থেকে বিরত রেখে নিজের কাজে মন দিতে পারি।
রাধা কৃষ্ণ ভগবান অার পরীক্ষা নাওনা,
অার কষ্ট দাওনা তোমার এই ছেলের,
বালিশ রোজ ভিজিয়ে চলছে,
তুমি একবার বুঝাও ঠাকুর,
একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই অার কিছু চাইনা।
আজ তো গুড মর্নিং উইশ করলাম না,
তাই মনে হয় মন টা খারাপ সকাল থেকে,
লিখতে বসি ১-২ ঘণ্টা কি করে পেরিয়ে যায়,
যেন বুঝতেই পারিনা।
আজ করলাম না উইশ,
কাল যদি খুব মন খারাপ থাকে তো,
একটা উইশ করবো।
প্লিজ আবার ফেসবুক deactivate করে দাওনা।
আমি চাইনা এসব শুধু দুটো কথা বলতে চাই,
কিন্তু ওটাও না দেবে তো একটা উইশ করতেই দাও তোমাকে।
ওটাতে ভালো থাকবো।
#goodmorning #depressionisreal #missyou #love #facebook #cinderellastory #morningwish #SushantSinghRajput

Comments
Post a Comment