Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

সে👩‍🎨 বললো, আমি অার কারু বন্ধু হতে চাইনা,বন্ধু নাম টা শুনতে চাইনা🌹🍫💝💖

সে👩‍🎨 বললো, আমি অার কারু বন্ধু হতে চাইনা,বন্ধু নাম টা শুনতে চাইনা🌹🍫💝💖


আগে সকালে যখন ঘুম ভাঙত,
তখন প্রথমে আমার মোবাইলের
দুটো WhatsApp এ
রাধা কৃষ্ণ অার সাই বাবার ফটো প্রণাম করে,
তোমার Tiktok একাউন্ট খুলতাম,
অার স্ক্রল ডাউন করে প্রথমে
তোমার হাতে বানানো সুন্দর মন্দিরে,
শ্রী রাম কৃষ্ণ, মা সারদা মনি,স্বামী বিবেকানন্দ,তোমার  গণেশ ঠাকুর পেন্টিং, রাধা কৃষ্ণ,মা লক্ষী দেবী দের কে দেখে প্রণাম করে,
আমার বন্ধু Cindrella র সাথে একটু আবার কথা বলিয়ে দাও প্রভু,
এই প্রার্থনা টা করে দিন টা শুরু করতাম অার ঘুমোতে যাওয়ার সময় এটা দেখে ঘুমোতে যেতাম।
তার পর আরো দুটো গণেশ ঠাকুর, দুর্গা পূজার ঠাকুরের ভিডিও টে প্রণাম করে,
তোমার লাল শাড়ি পড়ে যে গান টা ছিল ওটা দেখতাম,
তার পর তোমার সকালে ঘুম ভাঙ্গার সময় মা কে বলছ,
আজ স্কুল যাবনা ওটা দেখতাম,
তার পর একের পর দেখতে থাকতাম,
জানিনা আমি এতেই খুশি ছিলাম।
তোমার বাচ্ছা সেজে ভিডিও গুলো বানানো,
সব দেখতাম,দারুণ বানাতে গো।
ওগো ইউটিউব এ এরকম বাচ্চা সেজে বানাওনা,
তোমাকে অনেকদিন দেখিনি বন্ধু,
এই বন্ধুর request টা রাখো।

আজ বাজছে এখন বিকেল ৪টা ৫৬ মিনিট,
আমাকে মেসেজ করে বলছে,
"তুমি কি চাওনা আমি কোন social network এ থাকি,
আমি কি সব বন্ধ করে দেবো।"

আমি বললাম,
Message e Good Morning likhi,setateo problem...
Yaar Good Morning wish krle kiser problem...
aar ki bollam tomake...kichui to bolini...
bhalo lage ektu Good Morning wish krte taai jaanai...
Kato raag krbego aamar upar...

Bolechilam to spam box e rekhe daao...Tumi aamar message gulo dekhteo pabenaa fb te takhn...

Taai tumi erakm bolcho...

Keno thakbenaa social network e active...thaako...

Ke maana krche...

Aami ekta wish kari sekhane ki bhul baloto..

Manush bhul kore, taai janya se saashti paay...aami to ekta bhuler janya kabe theke sashti paachhi...bhabchilam bhagawan sab thik kore debe...

Taai bujhatam...bhablam tumio bujhbe aamake...

Sabsamay erakm balo... Kigo aar kibhabe bujhabo jaanina...

Prithibi te kono manush ki bhul karaar par taar prashchattap kore sab thik korte parenaa...

Aami ki chailam tomar sathe ektu katha boltam...khub bhalo bondhu chile aamar...bhalo lagto...jetaai krte tumi...

Ektaa bhuler janya, Kato Katha sunlam..taao bhabi tomar raag aache taai mone hay erakm roj roj block mere daao.. bhablam ekdin to sab thik korboi...

Kintu aamar upar ekhono regei aacho...ekta like kori kono video te taao rege jacho...raateo emon bolcho...

Kibhabe sab thik korbogo...

Naa Katha bole bhul bhaal kaaj kre felchi... Haat kete felchi...Taai ekta wish kore nijeke bhalo rakhi...setaao debenaa korte go...

Aar kichu balaar thakle bole,jato kharap bolte chao bolte paaro...aamar kono asubidha nei...tumi jaa ichha bolte paro...bako aamake aaro jato taa paarbe...taao ekbaar cheshta karo sab bhule ekta sujog diye dekho...

2000 km dure,ekta Morning Wish...naa kono din Call kore bojhalam naa kichu...sudhu message e comment e bojhalam...O Cindrella ebaare ekta sujog daao...aamar kache tumi best friend chile,aacho,thakbe...tomar Tiktok dekhe mon bhalo rakhtam...ekhn kichui nei...taai ektaa Good Morning message kore mon bhalo rakhi...

আজ নিজেকে ঠিক রাখার চেষ্টা করলাম,
সকালে একের পর এক দুটো Facebook account বানালাম,
আজ আবার একটা একাউন্ট disabled হয়ে গেল,
আরেক টা থেকে পারলাম না মেসেজ করতে,
জানিনা কি হলো,কাল জলদি ঘুমিয়েছিলাম।
ভাবলাম সকালে উঠে হাটতে যাবো,
কিন্তু একাউন্ট গুলো বানাতে বানাতে সময় পেরিয়ে গেলো,
অার ফেসবুক থেকে মেসেজ টাও করতে পারলাম না,
তাই মন টা খুব খারাপ ছিল,
একটু পিন্টারেস্ট এ Good Morning  মেসেজ করেই
নিজেকে ভাল রাখলাম।

না হাত কাটা কাটি অার করবনা,
এসব ভুল কাজ,সেদিন মন এত খারাপ ছিল,
যে ভুলভাল করে ফেলেছিলাম।

ভাবলাম একবার তো মেসেজ করে বলবে,
ওই তুমি কি ছেলে, মাথা খারাপ হয়েছে কি তোমার,
একটা কোম্পানি চালা চ্ছ , ৭০-৮০ জন কাজ করছে,
তুমি এসব করলে ওদের কি হবে,এক বার ভেবে দেখেছ,
তোমার বাড়ি তে কি হবে একবার ভেবে দেখেছ,
ভাবলাম তুমি আমাকে একদিন বলবে।
কিন্তু না তুমি কোন দিনও বললে না।

কি করবো তোমার রাগ বেশি,
তুমি বুঝেও যেন বুঝবেনা।
রেগেই রইলে,বললেও না।
এখন যদি বলি তো বলবে,
তোমাকে বলার কিসসু নেই।

ভাবিনি কোন দিনও কেউ এভাবে
আমাকে রোজ রোজ বুঝাবে।
যেখানে বেরোতে চাই, তাও যেন সে এসে আমাকে রোজ রোজ বুঝিয়ে চলেছে।
আমারও ইচ্ছে হয়,
কিন্তু মন বলে না কথা বলবনা।
দেখি কত দিন সে আমাকে এভাবে বুঝাবে?
কাউকে আমি অভিশাপ,একটা বাজে মানুষের সাথে তুলনা করলাম,
তাও সে আমাকে বুঝায় রোজ।

নিজেই রোজ কাঁদে এত বড় ছেলে হয়ে,
শুধু আমার জন্য,
তাও আমার ইচ্ছে নেই কথা বলতে।
জানিনা কেন কিন্তু ইচ্ছে নেই কথা বলতে।

ও ভালো জানি কিন্তু কথা বলতে ইচ্ছে নেই,
কিন্তু সে আমাকে রোজ রোজ বুঝাচ্ছে।
সুপ্রভাত উইশ করলেও আমি ওকে বকছি।
জানিনা আমি কেন ওর উপর এত রাগি,
সেকি আমাকে নিয়ে রোজ লিখে,
না সে কি আমাকে রোজ বুঝায়,
না সে কি আমায় নিয়ে গান বানায়।
আমার কি রাগ এই জন্য এর উপর।
সেতো আমার ভালো চাই রোজ,
আমার স্বপ্ন পূরণের জন্য ভগবান কে বলে,
তাও কেন আমি এর উপর এত রেগে থাকি।
সত্যি কি আমি বদলে গেছি।
আমার কি একবার সুযোগ দেওয়া উচিত কি নাহ্।

জানিনা তুমি এরকম ভাবো কি অন্য কিছু ভাবো,
তাও লিখলাম, যদি ভগবান তোমার কাছে আমার কথা গুলো পৌঁছে দেয়।

একটা মেসেজ করতে দাও আমাকে,
খুব মন খারাপ আমার।
অার কোন বড় ভুল কিছু করতে চাই না।

ভাবি যারা নিজেদের হাতের সিরা কেটে ফেলে,
কত কষ্ট হয়, আমি তো একটু করতে গেছলাম।
কিভাবে কেউ নিজেকে শেষ করে ফেলে।
এই একটু কাটাতে কত লাগছিল,
যারা পুরো ভিতর পর্যন্ত কেটে নেয়,
কত কষ্ট হয় তখন তাদের।

তুমি বলছো আমি কারু বন্ধু হতে চাইনা,
বাপরে কত রাগ করো তুমি।

আজ ফুল জোসে কাজ করছিলাম সকাল থেকে,
মন খারাপ এত কি কারু পেমেন্ট করতেও পারছিলাম না।
জানতাম ম্যানেজার ভুল করে রাখবে,
তাই নিজে না দেখে payment করিনা।
আজ একজন কে দুবার করা হয়ে যেত।
তাই কিছু জনের করলাম।
এই বিকেল ৪:৩০টায় তোমার এমন মেসেজ এলো,
যে চোখ যেন না বোঝে রইলনা।
মন টা আবার খারাপ হয়ে গেল।
তাই আজ অার কাজ করতে পারবোনা।
কাল দেখবো এবারে বা রাতে দেখবো।

আজ আবার মেসেজ করে দিলে ব্লক মেরে,
কাল কত সুন্দর ভাবে কত কিছু লিখলাম।
অার আজ আমি এরকম কথা শুনলাম।

শনি যেন আমার জিবন থেকে যেতে চাইনা,
বৃহস্পতি এসেও শনির প্রকোপে চলে যাচ্ছে।

ওই Cindrella একটু বোঝ আমাকে,
সব সময় তোমার ভালো চাই।

বন্ধু আমার সারা জিবন ভালো থেকো,
খুশিতে থেকো।
ভগবান তোমার সব স্বপ্ন যেন পূর্ণ করে একদিন।
ভালো থেকো।
#friendshipstory #love #missyou #takecare #JoyCindrella #MyCEO #ImmortalLove #goodmorning #blessmeGod #helpme #makesomewonder

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...