Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
মনে হয় তোমাকে👩🎨 রোজ রোজ না বুঝালে, এত দিনে আবার আমরা কথা বলতে শুরু করতাম👨💻🌹🍫💝👩🎨
মনে হয় তোমাকে এভাবে রোজ না বুঝালে,
মনে হয় আমরা আবার কথা বলতাম।
মনে হয় তোমাকে রোজ বুঝিয়ে বুঝিয়ে,
তোমার মনে ভালোবাসার জায়গাতে রাগ জমেছে।
আমি খুব বোকা না, তাই তোমাকে না বুঝিয়ে,
আমি থাকতে পারিনি।
শুধু ভগবান কে প্রার্থনা করতাম,
চোখের জল ফেলতাম,
মনে হয় এসব দেখে তুমি মনে হয়,
আমার উপর আরও বেশি রাগলে।
হিতের যেন বিপরীত হলো।
কি করবো তুমি আমার একমাত্র বন্ধু ছিলে,
যাকে জিবনের সুখ দুঃখ সব কিছু বলে ছিলাম।
জানিনা ভালো লাগতো তোমার সাথে কথা বলতে খুব,
কিন্তু সময় আমাদের দুজনকে অনেক দূরে করে দিল।
আমরা ভালো বন্ধু ছিলাম,
এটাকে তুমি না করতে পারনা,
কেউ যদি আমাদের কনভারসেশন পড়ে,
তো বলবেনা এরা শুধু একটা ফেসবুক ফ্রেন্ড ছিল,
এরা খুবই ভালো বন্ধু ছিল,
যেখানে একটা ছেলে তার বন্ধুর সব সময় care করতো।
তার ভাইরাল ফিভার হলে বলতো,
ওই Cindrella ওষুধ খেয়েছো।
বলতো না,
তখন বলতো, খাবার খেলে কিছু,
তখন সে বলতো: না।
বলতো বিনা খাবার খেয়ে ওষুধ খাবে তুমি,
তাহলে কি করে কাজ করবে।
তুমি কি করে ভালো হবে!
তার পর fb call এ এক দুই ঘণ্টা ধরে কথা বলতো,
গলায় আওয়াজ ওর বের হত না।
তাও কথা বলতো পুরনো দিনের কথা,
তার মনের মানুষ এর সাথে কি ভাবে দেখা হয়,
এখানে এসে আইটি জব ছেড়ে কি ভাবে সে আর্ট স্কুলে টিচার হয়।
চোখ বন্ধ করলে যেন মনে হয়,
এখন তোমার সাথে fb call এ কথা বলছি।
ভগবান আমার Cindrella র মনে একটু বন্ধুত্বের ভালোবাসা,
তার জয়দীপ এর জন্য বানিয়ে দাও,
ওরা আবার যেন ভালো বন্ধু হয়ে যায়।
ওর মিষ্টি হাসি দেখে তার বন্ধু সারা দিন খুশিতে থাকে,
তার কাছে তার Cindrella সবকিছু।
অনামিকার মন থেকে অভিমান দূর করে,
ভালোবাসার বীজ বপন করো তার বন্ধুর জন্য ঠাকুর।
ভালো থেকো, খুশিতে থেকো বন্ধু,
ভগবান তোমার সব স্বপ্ন যেন পূর্ণ করে একদিন।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু অনামিকা।
#happiness #mylife #goodnight #happyme #comebackfriend #holdmyhand #bestfriendsforever

Comments
Post a Comment