Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
মেয়েদের মুখের মিষ্টি হাসি🥰 তাদের জীবনের সব চাইতে বড় অলঙ্কার
আজ জানিনা কেন কিন্তু মনে হচ্ছিল যে,
তুমি আজ একটা ছবি এঁকে ইউটিউব এ ছাড়বে।
আজ আমার Cindrella account এ লগিন করতে দেখি,
আমার নিউজ ফীড এ তোমার ভিডিও টা দেখতে পাচ্ছি।
ওই পদ্ম ফুল টা খুব সুন্দর এঁকেছে,
পদ্ম ফুলের চাইতে পাতা গুলো অার মেঘ টা দারুণ বানিয়েছ।
আমি দেখছিলাম,কিন্তু এত ফাস্ট করে দিলে মাঝে,
তুলি রঙ করাটা বোঝাই গেলনা।
ভাবলাম দেখি নীল সাদা মেঘ টা কি করে বানিয়েছ দেখি,
কিন্তু ওই জায়গাটায় আবার জলদির মধ্যে পার করে দিলে।
একটু slow motion এ করতে হয়।
তাহলে ভিডিও টা বড় হবে অার বেশি বড়ো করে,
সময় দিয়ে বানাতে পারলে ওটা বেশি মানুষের কাছে পৌঁছায়।
ভালো হয়েছে, রোজ এরকম বানাও,
খুশিতে থাকো বন্ধু,তুমি খুশিতে থাকো,
এটাই রোজ ভগবানের কাছে প্রার্থনা করি,
হতে পারে তুমি অভিমান করে আমাকে তোমার প্রফাইল দেখতে দিতে চাওনা,
কিন্তু ভগবান তো আছে না,
উনি জানে আমি কোন ভুল করিনি,
তাই তোমার ফেসবুক পেজ টাও এনে দিল চোখের সামনে।
তোমার cover pic টায় তুমি আলাদা Cindrella লাগো,
চুলের স্টাইল আলাদা,একটু যেন বয়স্ক লাগো,
যেমন বুড়ো দিদা দের মত যেমন মুখে হাত নিয়ে গভীর চিন্তা তে মগ্ন।
মনে হয় দেখছ ক্যামেরার দিকে,
কিন্তু তোমার মন যেন অন্য কোন দিকে,
কোন দূরের স্বপ্নকে চোখে দেখছ,
কোন ভবিষ্যতের কিছু নিয়ে ভাবছো।
কিন্তু তাও যেন একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক শান্ত শিষ্ট আমার মিষ্টি Cindrella লাগে।
তোমাকে আগেও বলেছি, এখনও বলছি,
ফটো তোলার সময় হাল্কা একটা মিষ্টি স্মাইল দাও,
ভালো লাগে দেখতে।
আমি জানিনা তোমার যেটায় ঘরের বাইরের দেখেছি ফটো,
বেশির ভাগ ফটোতেই হাসি টা যেন নেই।
যেন আমি mature gambhir Cindrella 👩🎨 লাগে,
মেয়ে দের হাসিটাও একটা অলঙ্কার,
মুখের হাসি না থাকলে ভালো লাগেনা কাউকেই।
একটা দেখেছিলাম,গোলাপী চুড়িদার পরে দুর্গা পুজোয় ঘুরতে গিয়েছিলে,
ওখানে তুমি হাল্কা একটা মিষ্টি হাসি দিয়েছিলে,
দেখেই যেন প্রেমে পড়ে যাবে কেউ এত মিষ্টি লাগছিল।
আমি দেখেছি তোমার আসল রূপ tiktoker মধ্যেই,
যেখান থেকেই জানতে পারলাম,
তুমি প্রাণ খুলে হাসো,
নিজের মন মর্জি কাজ করো।
মনে হয় ঘরের মধ্যেই তুমি প্রাণ খুলে বেশি হাসো,
অার যখন কোন রেস্টুরেন্টে যাও মনের মানুষ এর সাথে,
তখন মনে হয় খুব খুশি থাকো।
জানি তুমি আমাকে একদিন বলেছিলে,
যে আমি যাদের সাথে প্রথম বার দেখা করি,
বা নতুন কোন জায়গা যাই তো আমি কথা বলিনা বেশি।
আমি বলেছিলাম, আমাকে তো চিন তুমি,
তুমি বললে, কোথায় চিনি, এই তো প্রথমবার দেখা হলো,
আগে প্রথমে তোমাকে চিনি, দেখা হবে বার বার,
তখনি তো আমি তোমাকে চিনব।
আমি বললাম,BBQ Nation এ এসো তোমাকে কোম্পানি খুলার ট্রিট টা দিচ্ছি,
তুমি বললে না না ,এখন না,
আগে তোমাকে চিনি, জানি,
তারপর কখনো তোমার সাথে বসে খাওয়া হবে।
কি মিষ্টি দিন গুলো ছিল বন্ধু!
পারবেনা আমাকে ওই মিষ্টি দিন গুলো ফিরিয়ে দিতে বন্ধু Cindrella?
তোমার ট্রিট টা পেন্ডিং রহিল,
রাধা কৃষ্ণ ভগবান যদি আছেন তো,
একদিন তোমাকে ট্রিট টা দিয়েই থাকবো।
শুনেছি ব্যাঙ্গালোর ২০২০ ডিসেম্বর এর মধ্যে,
জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে।
তোমাকে বলেছিলাম বাড়ি চলে যাও,
খুব বেড়ে চলেছে,
এখন তো খুব risky বাইরে বেরোনো ওখানে,
যদি ওই ওষুধ টা কাজ করে তো ২০২১শুরু হওয়ার আগে সব ঠিক হয়ে যাবে,
নাহলে সব শেষ হয়ে যাবে।
Bangalore সব ছেড়ে নিজের নিজের ঘর চলে যাবে।
ভগবান যেন সব ঠিক করে দেয়,
আমি নিজের টার্গেট থেকে দূরে চলে গেলাম।
আশা করি খুব শীঘ্রই নিজের ট্র্যাকে আমি চলে আসবো।
ভালো থেকো খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
#sweetsmile #love #coronavirus #lockdown2020
Comments
Post a Comment