Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| Mom's Suggestion |
মা👩👧বলছে যেটা পাচ্ছিস ওটাতে সন্তুষ্ট হতে শিখ😅😅😅
তুমি আমার সাথে কথা বলতে চাওনা,
অার আমি তোমার সাথে কথা বলতে যেন মরে যাই।
তুমি আমার পোস্ট লাইক দেখে রেগে যাও,
অার আমি তোমার প্রত্যেক পোস্ট লাইক করে যাই।
তুমি আমাকে যতটা খারাপ ভাবে বলতে পারবে তুমি বলে যাও,
অার আমি চাই তুমি বলো যা ইচ্ছে বলতে পারো।
তোমার আমার উপর পুরো অধিকার আছে।
তোমার কাছ থেকে বকানীটা আমার কাছে অমৃত তুল্য।
তুমি আমার সাথে কথা বলতেও চাওনা,
অার আমি মেসেজ করে চলি রোজ।
তুমি তোমার বন্ধুদের সাথে খুশিতে থাকো,
আমার কাছে একটাই ভালো বন্ধু ছিল,সেটা তুমি।
ভাবলাম কিছু তো বলবে আজ,
কিন্তু চুপ রয়ে গেলে।
কি পাপ করেছি যে আমাকে ভগবান এভাবে কষ্ট দিচ্ছে,
অসহ্য লাগছে এই যন্ত্রণা টা কখনো কখনো।
ঘর থেকে মেয়ে দেখছে এমন,
ফটোতে লাগে আলাদা অার সামনে লাগে আলাদা।
মুখে মেকাপ করে, এডিটিং করে সামনে থেকে যখন দেখি,
তখন যেন চিনতে পারা যায়না।
ঘর থেকে বলছে সব গুণ সম্পন্না কোথায় পাবি,
যেটা পাচ্ছি সেটাকে করে নে।
আমি বলি,বাজারের কি জামা এটা,
কিছুদিন পরার পর change করে আবার কিনতে পারবো।
এটা তো সারাজীবনের জন্য
আমি বললাম,অপেক্ষা করবো,
যার দিন না মনের মত পাই।
ভগবান মনের মানুষ বানিয়েছে কোথাও,
যে আমাকে দেখেছে কি না জানিনা,
কিন্তু এই পৃথিবীতে কোথাও না কোথাও আছে।
তোমার মতই কেউ একজন যতদিন না পাই,
একাই থেকে যাবো সারা জীবন।
তোমাকেও বলেছিলাম একদিন।
তুমি তখন হাসছিলে শুনে আমার কথা গুলো।
কিন্তু যেটা সত্যি সেটাই বলেছিলাম।
তোমাকে খুব ভালোবাসি,
প্রত্যেক মুহূর্ত মিস করি।
যেন ভালোবাসার সাগরে এমন ডুবে গেছি যে,
যে সাঁতরে বের হতে পারছিনা।
না সে আমার হাত টা ধরে টেনে বাইরে বের করছে।
ওই Cindrella সারাদিন শুধু তোমাকে ভাবি গো।
আজ মন ভালো নেই কারন তোমাকে ফেসবুক এ,
Good Morning wish করতেপারলাম না,
তোমার ইনবক্স টা আমার মন্দির,
শান্তি পাই ওখানে মেসেজ করে।
আমাকে একটু সাহায্য করো,
সব ঠিক করে দেবো।
স্বপ্ন ১০০০ জন কে hire করা এই বছর।
কিন্তু মন এরকম থাকলে কি করে কিছু পারবো করতে।
ওই বন্ধু দয়া করো আমার উপর,সব ঠিক করে দাও।
সব কিছু তুমি পারো করতে,
ভালো থেকো খুশিতে থেকো বন্ধু।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।

Comments
Post a Comment