Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| দুটি ফুলের🌼❤️🌼 জিবন আলো🌞 বাতাসে🌬️ ভরিয়ে দাও ঠাকুর🙏 |
সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু Cindrella,
তুমি ভালো থেকো,খুশিতে থেকো।
যা চাও তাই যেন পাও।
তোমার সব স্বপ্ন যেন পূর্ণ হোক।
তুমি খুব ভালো, খুব কষ্ট করো,
ভগবান তোমার স্বপ্ন একদিন সত্যি পূর্ণ করবে।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
🌄☕🍪🥯🥣🥪🍳🥞🍞🌹💐💐💐🌼🌺🏵️💠💮🍚🍛🐣🍗🐟🍕⌚👓👗👗👚👘👛👜👝👠☔🎻🏍️🚘🏩🏦🏧💰💲💳💴💵💶💷💸💸💸🌹🍫🍭🍬🍨🍧🧁🍫🍫🍫💝💝💝🎁😊😊😊
একটা মন শান্তি তোমার ইনবক্স মানে
আমার মন্দিরে,
দেবীকে কিছু অর্পণ করা।
একটা মুখে স্মাইল যখন আমার হৃদ স্পন্দনের সাথে একটু কথা বলা।
একটু মনের সব টেনশন কে দূর করে আমার এঞ্জেল কে ভাবা,
সেই প্রথম দিন কল করে, আমার উপর নিজের অধিকার জমানো,
যেন আমি তার মনের কোন মানুষ,
এটা পরবে,এটাই তোমায় ভালো লাগে।
এরকম নীল পাঞ্জাবি পরে আসতে নেই এই রকম রবীন্দ্র বার্ষিক অনুষ্ঠান এ,
বুঝেছ তুমি!
আমি বললাম, যথা আজ্ঞা।
তুমি বললে,আমার নিজের হাসিও পাচ্ছিল তোমাকে ওই ড্রেসে দেখে,
আমি বললাম,ঠিক আছে অার পরবোনা।
বলেছিলাম,তুমি তো আমার চাইতে লম্বা মনে হয়,
এরকম তোমাকে ফটোতে ভিডিও টে দেখে বুঝতে পারিনি,
কিন্তু সামনে থেকে দেখে বুঝতে পারছি।
যেন তোমাকে healthy লাগছিল সেদিন,
তুমি বললে, তাই।
আমি বললাম, হুম্।
এরকমে বুঝতে পারিনি।
যেন মনে হচ্ছে আমি তোমার কাছে দাড়িয়ে কথা বলছি,
সেই দিন গুলোকে যেন জীবিত করে তুলছি।
আমি বললাম,ফার্স্ট টাইম তোমাকে এভাবে কথা বলতে দেখছি,
যেন মনে হচ্ছে আলাদা Cindrella।
তুমি বললে, হুম্।যখন আমি আমার ক্লোজ ফ্রেন্ড দের সাথে কথা বলি,
তখন আমি এভাবেই কথা বলি।
পুরো বিচ্ছু Cindrella হয়ে যাই তখন।
কি মিষ্টি দিন গুলো ছিল।
জানো তোমাকে গুড মর্নিং উইশ টা করি তো,
তখন আমি এক একটা অক্ষর টাইপ করি,
মনে হয় তোমার মোবাইল এ ও থাকবে,
যদি কোন কিছু আগে লিখেছ,তো ওটা স্টোর হয়ে যাই,
যখন তুমি একরকমের কথা আবার লিখবে তো,
যেন একটা শব্দ লেখার সাথে সাথে অন্য বাকি শব্দ গুলো চলে আসে অটোমেটিক,
কিন্তু আমি না এক একটা অক্ষর টাইপ করি,
যখন তোমাকে গুড মর্নিং উইশ করি,
জানিনা একটা শান্তি পাই,
মন খুশিতে ভরে উঠে।
প্লিজ Cindrella আমাকে একটা উইশ করতে বারন করো না,
অনেক ভাবে নিজেকে ঠিক রেখেছি।
কাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে,
ভাবলাম একটু দৌড়তে যাবো।
কিন্তু বৃষ্টি শুরু হলো,অার যাওয়া হলনা আজ অার।
যে সকালে ঘুমোতে যেত,
সে সকালে উঠে কি করে দৌড়তে যাবে।
ভাবছি Gym join করে নিই,
ওখানেও সন্ধ্যেতে যেতাম।
অার ২০-২২ দিন এ ৫-৬ কেজি weight কমিয়ে ছিলাম
তারপর আবার স্টপ হোয়ে গেছলো।
প্রত্যেক বারই এরকম হয়।
দেখি কি করা যায়!
চলো মন থেকে একবার তোমার ছবি এঁকে বানানো,
মন্দির টাকে প্রণাম করে নিই চোখটা বন্ধ করে,
রাধা কৃষ্ণ ভগবান,মা সারদা মনি,
শ্রী রাম কৃষ্ণ ভগবান,গণেশ ঠাকুর,
দুর্গা মা তোমাদের কে জানাই আমার প্রণাম,
যে এই মন্দির টা বানিয়েছে তাকে ভালো রেখো,
অার ওর মনে আমার জন্য যে রাগ ওটা দূর করো ভগবান,
দেখো আমরা প্রায় ১০মাস ১৭ দিন ধরে যখনই কথা বলি,
ও আমাকে কিছু বলে তো,আমিও ওকে কোন কিছু বলে দিই।
দুজনের মন খারাপ আছে।
শুধু তুমি পারো এই বন্ধুত্ব আবার বাঁচিয়ে তুলতে,
তোমার কাছে কেউ ভুল করলে,তাকে তুমি শাস্তি দাও,
তার পর সে তার ভুলের প্রায়শ্চিত্ত করে,
তুমি তাকে ভালোবাস, আশীর্বাদ দাও,
আমিও তোমার এক মেয়ে কষ্ট দিয়েছি,
তার পর কত বার তাকে বুঝিয়েছি,
তাও সে আমার উপর রেগে থাকে,
ওকে রোজ গুড মর্নিং উইশ করি,
ওর ভালো চাই শুধু,
তাও কেন সে আমার উপর রাগ করে থাকে,
হে ঈশ্বর তোমার একটা ছেলে গত ১০মাস ধরে চোখের জল ফেলে,
পারবেনা কি তার চোখের জল মুছে তাকে তার মিষ্টি বন্ধুকে ফিরিয়ে দিতে,
সেও জানে ছেলেটা আমাকে খুব ভালোবাসে,
তাও ছেলেটা তার একটা বন্ধু হয়েই থাকতে চায়,
কারন সে তাকে ভালোবাসে না।
কিন্তু একটু বন্ধুর ভালোবাসাটা দিতে পারে তো!
সে কি তার মিষ্টি বন্ধুর মুখের মিষ্টি হাসি টা অার দেখতে পাবেনা?
তুমি তো জানো ওর মুখের হাসি দেখে,
ওকে চোখ বন্ধ করে মনে করে,
পুরনো খুশির দিনের কথা গুলো মনে করে,
সে নিজেকে খুশি করতে চেষ্টা করে।
সে রোজ ৩-৪ টা করে কবিতা লিখে চলেছে,
নিজের মনের কথা তার ব্লগ ডাইরির মধ্যে লিখে,
নিজেকে খুশি রাখার চেষ্টা করে।
সে নিজের কাজ, নিজের স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছে,
তুমি ওকে ওর মিষ্টি বন্ধুটা ফিরিয়ে দাও,
যে তোমার মন্দিরটা বানিয়েছে,
তার মনে একটু ভালোবাসা জাগাও তার ওই বন্ধুটার জন্য,
সে তাকে নিজের চোখের জল এর রেকর্ডও শুনিয়েছে,
সেও মেয়ে টার চোখের জল শুনেছে,এক দুটো ভিডিও তে দেখেছে,
তাই তার মন আরও খারাপ।
কারন সে সবার মন জয় করতে চায়,
সবার মুখে হাসি দেখতে চায়।
সে পৃথিবীর সব মানুষের মঙ্গল কামনা করে,
সবাই ভালো থাকুক অার তাকেও ভগবান ভালো রাখুক,
তার মুখের হাসিটাকে ভগবান ফিরিয়ে দিক।
যে প্রভু দুটো ফুল রোজ রোজ ভিজিয়ে রেখোনা,
ওদের জিবনে আলো দাও,
অন্ধকারে ফেলে রেখোনা।
দুটো ফুলের জিবন তোমার হাতেই রয়েছে,
একটা ফুল যেন নিজেকে কোন করে বাঁচিয়ে রেখেছে,
ওদের জিবনে খুশির আলো দাও,
ভালোবাসার বাতাস দাও।
ওরা বাঁচতে চাই,
ওদের জিবনে অনেক স্বপ্ন আছে প্রভু,
জিবনটাকে ওদের খুশির আলো,
ভালোবাসার বাতাসে ভরিয়ে দাও।
ওরা যেন বড় হয়ে উঠতে পারে।
সব কিছু প্রভু তোমার উপর নির্ভর করছে,
সব ঠিক করে দাও প্রভু।
#love #friendship #smile #happyme #behappy #keepsmiling #flowerslovestory #friendshipstory #givemelife #missyou #takecareofyourself #staysafe #stayhome

Comments
Post a Comment