Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমি যদি একটা Call☎️📞 করি তো আমার👨💻 সাথে কথা বলবে আমার মিষ্টি বন্ধু Cindrella👩🎨🌹🍫💝💖?
আজ ভাবলাম আরেকটা গান বানাই,
কিন্তু মনের এত কথা তোমাকে বলার আছে,
যে সারা দিন ওই সব করতেই গেল।
জানিনা ভগবান তোমার কাছে কবে পৌঁছাবে আমার এই কথা গুলো।
ওগো তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে,
তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে।
আমি যদি একটা কল করি তো আমার সাথে কথা বলবে?
বলনা গো আমার Cindrella।
তোমার আওয়াজ শুনতে চাই,
সারাদিন শুনতে চাই।
রাধা কৃষ্ণ ভগবান কিছু চমৎকার করো,
আমার Cindrellaর মনে তার জয়দীপের জন্য একটু ভালোবাসা বানিয়ে দাও,
জয়দীপ Cindrella কে খুব ভালোবাসে,
নিজের জীবনের চাইতে বেশী ভালো বাসে।
Joydeep Cindrella র একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই,
কিন্তু পরের সব জন্মে যেন Cindrella জয় দীপ কে খুব ভালোবাসে।
কোন দিনও ছেড়ে চলে যায় না।
রাধা কৃষ্ণের ভালোবাসার মত
Cindrella জয়দীপের ভালোবাসা হয়।
ওদেরকে পৃথিবীর কোন শক্তি যেন কখনো আলাদা না করতে পারে।
জানিনা কি লিখছি,
জানিনা এসব কখনো সত্যি হবে কি না!
না এই ব্লগের মধ্যেই থেকে যাবে।
Cindrella CEO যেন হয় Joydeep এর কোম্পানীর একদিন,
যেটা তার নামের প্রথম অক্ষর দিয়ে বানিয়ে ছিল কখনো।
আমার জিবনে ফিরে এসো বন্ধু,
সব সময় ভালো রাখবো,
খুশিতে রাখবো সারা জিবন।
শুভ রাত্রি বন্ধু, ভগবান তোমার সব স্বপ্ন পূরণ করে একদিন।
ভালো থেকো।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
#goodnight #GoodNightSweetDreams #myceo #love #eternallove #ImmortalLove #dream #CEO #bestfriendforever

Comments
Post a Comment