Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আগে দিদিকে বলতাম হৃদয়ের কথা গুলো,
যাই বা চলছে জিবনে আমার।
ভালো খারাপ সব কিছু বলতাম।
কিন্তু ভুলে গেছলাম ওর জিবনে অনেক সমস্যা আছে,
যে গুলো আমাকে বলেনা।
মা দাদার সাথে বলে সে কথা গুলো,
সেদিন জানলাম ওর জিবনে সমস্যা আছে,
আমি আমার কষ্টটা ওকে বলে,
ওর কেন সমস্যা বাড়াই।
তাই অার বলিনা, যা আছে হৃদয়ে চেপে রাখি এখন,
অার আমার Cindrella এই ব্লগের মধ্যে একটার পর একটা কবিতা লিখে চলতে থাকি।
কিন্তু কাউকে বলতে ইচ্ছে হয়।
কিন্তু কেউ নেই যাকে মনের কথা বলি।
ওই Cindrella আমাকে একটু ভালোবাসা দাওনা তোমার,
খুব মিস করছি গো তোমাকে প্রতি মুহূর্তে।
ওই একটা ভালো বন্ধুর মত ভালোবাসো,
যেমন তুমি তোমার অঙ্কিতা কে ভালোবাসো,
একটা বেস্ট ফ্রেন্ডের মতো,
আমাকেও একটু ভালোবাসা দাও তোমার।
একটুও মন ভালো নেই,
উল্টো পাল্টা মাথায় ঘুরছে।
নিজেকে ঠিক রেখেছি।
সকাল থেকে ৫টা কবিতা লিখে ফেললাম,
কি করবো মন ভালো নেই।
তোমার আওয়াজ কত দিন শুনি নি,
কথা বলো একটু আমার সাথে গো।
সারাজীবন তোমার মন ভালো রাখার চেষ্টা করবো,
কোন বাধা তোমার জিবনে আসার আগে যেন আমাকে ছুঁয়ে যাক প্রথমে।
ওই Cindrella মনে প্রাণে শরণে চিন্তন এ
যেন তুমি আছো আমার জিবনে।
ভালো থেকো বন্ধু খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
যাই বা চলছে জিবনে আমার।
ভালো খারাপ সব কিছু বলতাম।
কিন্তু ভুলে গেছলাম ওর জিবনে অনেক সমস্যা আছে,
যে গুলো আমাকে বলেনা।
মা দাদার সাথে বলে সে কথা গুলো,
সেদিন জানলাম ওর জিবনে সমস্যা আছে,
আমি আমার কষ্টটা ওকে বলে,
ওর কেন সমস্যা বাড়াই।
তাই অার বলিনা, যা আছে হৃদয়ে চেপে রাখি এখন,
অার আমার Cindrella এই ব্লগের মধ্যে একটার পর একটা কবিতা লিখে চলতে থাকি।
কিন্তু কাউকে বলতে ইচ্ছে হয়।
কিন্তু কেউ নেই যাকে মনের কথা বলি।
ওই Cindrella আমাকে একটু ভালোবাসা দাওনা তোমার,
খুব মিস করছি গো তোমাকে প্রতি মুহূর্তে।
ওই একটা ভালো বন্ধুর মত ভালোবাসো,
যেমন তুমি তোমার অঙ্কিতা কে ভালোবাসো,
একটা বেস্ট ফ্রেন্ডের মতো,
আমাকেও একটু ভালোবাসা দাও তোমার।
একটুও মন ভালো নেই,
উল্টো পাল্টা মাথায় ঘুরছে।
নিজেকে ঠিক রেখেছি।
সকাল থেকে ৫টা কবিতা লিখে ফেললাম,
কি করবো মন ভালো নেই।
তোমার আওয়াজ কত দিন শুনি নি,
কথা বলো একটু আমার সাথে গো।
সারাজীবন তোমার মন ভালো রাখার চেষ্টা করবো,
কোন বাধা তোমার জিবনে আসার আগে যেন আমাকে ছুঁয়ে যাক প্রথমে।
ওই Cindrella মনে প্রাণে শরণে চিন্তন এ
যেন তুমি আছো আমার জিবনে।
ভালো থেকো বন্ধু খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
Comments
Post a Comment