Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
জানিনা ভগবান কেন বার বার তোমার নাম ছবি আমার চোখের সামনে এনে দেয়?
====================================
চেষ্টা করি তোমাকে ভুলে থাকার,
তাই কোন কোন দিন tiktok uninstall করে রেখে দিই।
কিন্তু ভগবান তোমাকে আমার স্বপ্ন তেও নিয়ে আসে,
তাহলে কি ভাবে আমি ঠিক থাকতে পারবো বন্ধু।
তাই আবার তোমাকে দেখতে tiktok ইনস্টল করি রোজ।
কিন্তু এমন স্বপ্ন দেখলাম,
যেটা কোন দিনও সত্যি হবে ভাবিনা,
তাই আর বলতেও চাই না।
কিন্তু ঠাকুর মনটা খুশিতে ভরিয়ে দিল,
যখন দেখলাম তোমার মিষ্টি মুখ আমার চোখের সামনে।
শুনেছি সকালের স্বপ্ন নাকি সত্যি হয়,
আর তুমি আমাকে আগে বলতে
" যদি কারু ভালো চাও,ওর স্বপ্ন পুরন করতে চাওতো,
মনে মনে বলতে হয়, ওকেও বলতে নেই"
তাই এই স্বপ্নটা তোমাকেও আর বলছিনা।
এই স্বপ্ন টা আমার মনের মণিকোঠায় লুকিয়ে থাকুক🥰
কাল আবার বোঝাতে গেলাম তোমায়,
তুমি আবার রেগে দিলে মেরে ব্লক😅
শুধু একটু জিজ্ঞেস করছিলাম,
নাচের , কালো জামাটা র ভিডিও গুলো কেন লুকিয়েছ গো?
কি সুন্দর বানিয়ে ছিলে তো।
জানিনা বুঝিনা আমি মনে হয়।
ঠিক আমি বুঝিনা, তাই তোমাকে রোজ বুঝাই,
আর শাস্তি হিসেবে আমার এক একটা একাউন্ট ব্লক করে যাও😅
ম্যাম যেমন তার স্টুডেন্ট দের শাস্তি হিসেবে নিলডাউন দেওয়াত,
তুমি ম্যাম, আমাকে শাস্তি হিসেবে না কথা বলে,
রোজ একের পর এক একাউন্ট ব্লক মেরেই চলো🤭😅
আর আমারও এই মিষ্টি ম্যাম টার কাছ থেকে
শাস্তি না পেলে খাবার যেন হজম হয় না😆
জানিনা আমি এরকম কেন হয়ে গেছি,
I hate love story মুভিতে দেখেছিলাম,
যাকে সে সব চাইতে বেশি ভালোবাসে,
তাকে সে চোখ বুঝলে তার মিষ্টি মুখটা,
সেই মিষ্টি মুহূর্ত গুলো চোখের সামনে এনে দেয়।
আমি কেন তোমাকে চোখ বন্ধ করলে,
তোমার মিষ্টি হাসি মুখ টা দেখতে পাই?
দেখ এখনও চোখ বন্ধ করছি তো,
তোমার হাসি খুশি মিষ্টি মুখটা চোখের সামনে এসে যাচ্ছে।
তুমি সেই প্রথমবার call করে একটা বন্ধুর চাইতে বেশি মত আমার সাথে কথা বলেছিলে,
সব যেন চোখের সামনে ভেসে এলো।
তুমি তো একটুও ভালোবাসোনা।
একটুও কথা বলতে চাওনা।
তুমিতো বলেছ "আমার মাথায় গোবর ভরা আছে"
হুম্ গোবর ভরা আছে,তাই তোমাকে রোজ বুঝিয়ে চলি।
কেন ভগবান এভাবে রোজ কষ্ট দিচ্ছে?
কেন আমি ভুলতে পারছিনা তোমাকে?
না জিবনে কেউ আসছে,
না তোমাকে ভুলতে পারছি।
২১আগস্ট থেকে কালো মেঘ টা,
আমার চোখ টাকে রোজ না ভিজিয়ে থাকতে দিচ্ছেনা।
আমি দুটো প্রশংসা করি,
সে জন্য তুমি নিজের অ্যাক্টিং এর ভিডিও বানানো ছেড়ে দিলে।
খুব খারাপ আমি না অনামিকা?
তোমার জয় খুব খারাপ ছেলে।
তোমাকে রোজ খুব বিরক্ত করে।
তাই না গো বন্ধু অনামিকা?
কি করবো ঠাকুরকে বলনা,
এই ছেলেটাকে দূর করে দিতে জিবন থেকে,
ও নিজেও চোখের জল ফেলে কষ্ট পাচ্ছে রোজ রোজ,
অার আমার মন টাকেও খারাপ করে রেখে দিয়েছে।
আমার বিএফ এর সাথেও ঝগড়া করে ফেলি শুধু এর জন্য।
যদি না এটা না বলতে পারছ তো,
একটা সুযোগ দাও বন্ধু অনামিকা,
ভগবানের দিব্যি সারা জীবন তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো কথা দিচ্ছি।
কখনো তোমার চোখে জল আসতে দেবনা।
তোমাকে যেন কোন কষ্ট ছুঁতে না পারে কোন দিন,
ও অনামিকা, পারবেনা একটু এই বন্ধু টাকে ক্ষমা করে দিতে?
দেখ, না তুমি ভালো আছো,
না এই বন্ধু টা ভালো আছে,
তোমাকে বুঝা রোজ রোজ, অার এদিকে বন্ধুটার চোখ ভিজে যায়।
এই করোনা টে জিবন টা যেন শেষ হয়ে যাচ্ছে।
ক্ষমা করো বন্ধু,আবার একটু কথা বলি।
ভগবান যেন তোমাকে সারাজীবন খুশিতে রাখে,
তোমার সব স্বপ্ন যেন পূর্ণ হয় একদিন।
তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
#isawyouinmydream #godbringyouinmydream #dreamcountry #heaven #missyou #joydeepanamika #friendshipstory #sorry #takecare #bahappy #keepsmiling
====================================
চেষ্টা করি তোমাকে ভুলে থাকার,
তাই কোন কোন দিন tiktok uninstall করে রেখে দিই।
কিন্তু ভগবান তোমাকে আমার স্বপ্ন তেও নিয়ে আসে,
তাহলে কি ভাবে আমি ঠিক থাকতে পারবো বন্ধু।
তাই আবার তোমাকে দেখতে tiktok ইনস্টল করি রোজ।
কিন্তু এমন স্বপ্ন দেখলাম,
যেটা কোন দিনও সত্যি হবে ভাবিনা,
তাই আর বলতেও চাই না।
কিন্তু ঠাকুর মনটা খুশিতে ভরিয়ে দিল,
যখন দেখলাম তোমার মিষ্টি মুখ আমার চোখের সামনে।
শুনেছি সকালের স্বপ্ন নাকি সত্যি হয়,
আর তুমি আমাকে আগে বলতে
" যদি কারু ভালো চাও,ওর স্বপ্ন পুরন করতে চাওতো,
মনে মনে বলতে হয়, ওকেও বলতে নেই"
তাই এই স্বপ্নটা তোমাকেও আর বলছিনা।
এই স্বপ্ন টা আমার মনের মণিকোঠায় লুকিয়ে থাকুক🥰
কাল আবার বোঝাতে গেলাম তোমায়,
তুমি আবার রেগে দিলে মেরে ব্লক😅
শুধু একটু জিজ্ঞেস করছিলাম,
নাচের , কালো জামাটা র ভিডিও গুলো কেন লুকিয়েছ গো?
কি সুন্দর বানিয়ে ছিলে তো।
জানিনা বুঝিনা আমি মনে হয়।
ঠিক আমি বুঝিনা, তাই তোমাকে রোজ বুঝাই,
আর শাস্তি হিসেবে আমার এক একটা একাউন্ট ব্লক করে যাও😅
ম্যাম যেমন তার স্টুডেন্ট দের শাস্তি হিসেবে নিলডাউন দেওয়াত,
তুমি ম্যাম, আমাকে শাস্তি হিসেবে না কথা বলে,
রোজ একের পর এক একাউন্ট ব্লক মেরেই চলো🤭😅
আর আমারও এই মিষ্টি ম্যাম টার কাছ থেকে
শাস্তি না পেলে খাবার যেন হজম হয় না😆
জানিনা আমি এরকম কেন হয়ে গেছি,
I hate love story মুভিতে দেখেছিলাম,
যাকে সে সব চাইতে বেশি ভালোবাসে,
তাকে সে চোখ বুঝলে তার মিষ্টি মুখটা,
সেই মিষ্টি মুহূর্ত গুলো চোখের সামনে এনে দেয়।
আমি কেন তোমাকে চোখ বন্ধ করলে,
তোমার মিষ্টি হাসি মুখ টা দেখতে পাই?
দেখ এখনও চোখ বন্ধ করছি তো,
তোমার হাসি খুশি মিষ্টি মুখটা চোখের সামনে এসে যাচ্ছে।
তুমি সেই প্রথমবার call করে একটা বন্ধুর চাইতে বেশি মত আমার সাথে কথা বলেছিলে,
সব যেন চোখের সামনে ভেসে এলো।
তুমি তো একটুও ভালোবাসোনা।
একটুও কথা বলতে চাওনা।
তুমিতো বলেছ "আমার মাথায় গোবর ভরা আছে"
হুম্ গোবর ভরা আছে,তাই তোমাকে রোজ বুঝিয়ে চলি।
কেন ভগবান এভাবে রোজ কষ্ট দিচ্ছে?
কেন আমি ভুলতে পারছিনা তোমাকে?
না জিবনে কেউ আসছে,
না তোমাকে ভুলতে পারছি।
২১আগস্ট থেকে কালো মেঘ টা,
আমার চোখ টাকে রোজ না ভিজিয়ে থাকতে দিচ্ছেনা।
আমি দুটো প্রশংসা করি,
সে জন্য তুমি নিজের অ্যাক্টিং এর ভিডিও বানানো ছেড়ে দিলে।
খুব খারাপ আমি না অনামিকা?
তোমার জয় খুব খারাপ ছেলে।
তোমাকে রোজ খুব বিরক্ত করে।
তাই না গো বন্ধু অনামিকা?
কি করবো ঠাকুরকে বলনা,
এই ছেলেটাকে দূর করে দিতে জিবন থেকে,
ও নিজেও চোখের জল ফেলে কষ্ট পাচ্ছে রোজ রোজ,
অার আমার মন টাকেও খারাপ করে রেখে দিয়েছে।
আমার বিএফ এর সাথেও ঝগড়া করে ফেলি শুধু এর জন্য।
যদি না এটা না বলতে পারছ তো,
একটা সুযোগ দাও বন্ধু অনামিকা,
ভগবানের দিব্যি সারা জীবন তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো কথা দিচ্ছি।
কখনো তোমার চোখে জল আসতে দেবনা।
তোমাকে যেন কোন কষ্ট ছুঁতে না পারে কোন দিন,
ও অনামিকা, পারবেনা একটু এই বন্ধু টাকে ক্ষমা করে দিতে?
দেখ, না তুমি ভালো আছো,
না এই বন্ধু টা ভালো আছে,
তোমাকে বুঝা রোজ রোজ, অার এদিকে বন্ধুটার চোখ ভিজে যায়।
এই করোনা টে জিবন টা যেন শেষ হয়ে যাচ্ছে।
ক্ষমা করো বন্ধু,আবার একটু কথা বলি।
ভগবান যেন তোমাকে সারাজীবন খুশিতে রাখে,
তোমার সব স্বপ্ন যেন পূর্ণ হয় একদিন।
তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
#isawyouinmydream #godbringyouinmydream #dreamcountry #heaven #missyou #joydeepanamika #friendshipstory #sorry #takecare #bahappy #keepsmiling

Comments
Post a Comment