Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ভালো লাগে🥰 যখন তুমি...
=======================
ভালো লাগে যখন তুমি আমার tiktok ভিডিও তে লাইক করো,
ভালো লাগে যখন তুমি আমার tiktok ভিডিও গান টা কপি করে নিজের একটা ভিডিও বানাও,
জানি তোমার ওটা খুব প্রিয় গান,
তুমি আমাকে একদিন পাঠিয়ে ছিলে।
তাই ওই গান তারই tikok বানিয়েছিলাম।
আমি চেষ্টা করি ভালো গান সিলেক্ট করা,
কিন্তু পারিনা আমি তোমার মত এত মিষ্টি গান গুলো দিয়ে moment টাকে
মিলিয়ে গান বানানো।
যা জানি সেটাই বানাই,যদি একটু তুমি খুশি হও তো,
ভালো লাগে যখন তোমার একটা ভিডিও টে একটা লাইক করে থাকতো,
ভালো লাগে যখন তোমার ভিডিও টে আমার কমেন্টে তুমি একটা রিপ্লাই দাওতো বন্ধু।
তোমার কাছ থেকে আরেকটু বন্ধুত্ব চেয়েছিলাম,
কিন্তু আমার নিজের দোষে আমার সবচেয়ে বেশি মিষ্টি বন্ধুকে হারালাম।
এই জিবনে ভালোবাসা আর কারু কাছ থেকে বিন্দু মাত্র চাইবনা,
জানি ভালোবাসা আমার জীবনের ডিকশনারি টে ভগবান দেইনি,
তাই কোন মেয়ের থেকে এই প্রেম ভালোবাসা আর এক্সপেক্ট করিনা,
ব্যস আমি সবাইকে যতটা পারবো ভালোবাসা দেবো,
আমার সব employees দেরকে ভালোবাসা দিয়ে খুশিতে রাখবো।
ওরা খুশি থাকবে তো আমিও খুশি থাকবো।
ভগবান যা করে ভালোর জন্যই করে,
তাই একটা ভালো বন্ধু কম দিদিকে ম্যানেজার হিসেবে এনে দিল,
যে খুব ভালো,আমাদের বাঙালি গ্রুপ টাও ওই দিদিতাই বানিয়েছিল,
খুব ভালো দিদি টা,জানিনা আমার চাইতে ছোট না বড়,
কিন্তু যাদের কে ইচ্ছে হয়,দিদি বললেই ভালো লাগে।
আমি এরকমই যে না ছোট বড়ো দেখে সবাইকে সম্মান দিতে চেষ্টা করে।
কারন তুমি কাউকে সম্মান দেবে তো সেও তোমাকে সম্মান দেবে।
সামনে সরস্বতী পুজো,ভেবেছিলাম এখানে থাকবো,
কিন্তু এখানে থাকলে আবার ওই বন্ধুটার সাথে দেখা হবে,
আর চাইনা মন টাকে খারাপ করতে,
তাই থাকার চান্স কম আছে এবারে এখানে।
তোমার মিষ্টি বন্ধুত্ব হারিয়েছি,
আমার জন্য একটা পবিত্র অনুষ্ঠানে আর কোন অসুবিধা না হয়,
তাই ইচ্ছে থাকলেও পুজোতে থাকতে পারবনা।
তুমি তোমার বিএফ এর সাথে আনন্দে পুজো কাটাও,
তুমি খুশি থাকলেই আমি খুশি হবো,
তোমার প্রফাইল পিকএ কি মিষ্টি না লাগছে তোমায়,
লাল ছোট্ট একটা টিপ,লাল শাড়িতে খুব সুন্দর লাগছে বন্ধু তোমায়।
এরকমই মিষ্টি মিষ্টি পিক দিও।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
#happysaraswatipujainadvance #saraswatipuja #aamarcindrella #ilikeitwhenyousmile #iloveitwheniamthereason #imissyou #takecare #angel #cinderella #comeback #leysbefriends

Comments
Post a Comment