Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
লাল শাড়ি আর কপালে লাল টিপ🥰
=====================
লাল শাড়ি আর কপালে লাল টিপ,
ঠোঁটে লাল লিপস্টিক,
আর ছড়ানো চুল,
খোপায় বেঁধেছ একগুচ্ছ ফুল।
কানে পরেছ একটা সুন্দর দুল,
সৌন্দর্যের যেন নেই কোন কুল।
লাল টিপ আর সাদা আঁচল,
চোখে লাগিয়েছো ভোমর কাজল।
মিষ্টি হাসি আর সুন্দর চাহনি,
তুমি যেন সেই সৌন্দর্য্যের রানি।
নেই হাতে কোনো চুড়ি,
আছে একটা হাত ঘড়ি।
শিখিয়েছে সময়কে সম্মান করতে,
তাই তুমি সব কিছুতেই এগিয়ে।
কখনো সাজনা, কাজলও খুব পরণা,
তাও লাগে তোমাকে খুব মিষ্টি।
তোমার মিষ্টি হাসিতে যেন
মুক্ত ঝরে যায়।
এখনও কেন এত অভিমান বন্ধু,
দূরে কেনো আছো দাড়িয়ে,
সামনে এসোনা।
আমার হাতে হাতটি রাখ
ভয় পেওনা।
থাকবো সারাজীবন
তোমার বন্ধু হয়ে।
যদি দিতে একটা
চান্স পুরনো সেই স্মৃতি মনে করে!!
জয়দীপ...
Comments
Post a Comment