Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আজ সপ্তমী কিন্তু আজও তোমার পথের পানে চাহিয়া রয়েছি বন্ধু,ফিরে এসো
======================================
শুভ মহা সপ্তমী বন্ধু,
তোমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর চেষ্টা করলাম আজ,
কিন্তু পাঠানোই গেলনা।
ভাবলাম মেসেজ করি ফেসবুক এ,
কিন্তু তুমি মেসেজ ব্লক করেদিয়েছ,
আজ সকালে Tiktok uninstall করে দিয়েছিলাম,
কিন্তু আবার আজ ইনস্টল করলাম,
ভাবলাম মা দুর্গার কৃপায় যদি তুমি
আমার মেসেজ টা পড়ে যদি সব ঠিক করতে পারি।
সবকিছু মা দুর্গার ভর্শায় ছেড়ে দিলাম,
চারটা মাস তোমার সাথে না ভালো ভাবে কথা হয়ে
আমি কতটা তোমাকে মিস করছি,
সেটা কেউ বুঝতে পারবে না।
আজ মহা সপ্তমী তেও চোখ থেকে জল ঝরে যাচ্ছে,
ব্যাস একটু তোমার সাথে কথা বলতাম বন্ধু।
জানিনা কেন এরকম হলো আমার সাথে,
তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই,
আর কিছু আবদার নেইগো অনামিকা।
মা তো তার সব ছেলের কথা শুনে,
আশা করি মা তার এই ছেলের কথা শুনে
তার মিষ্টি বন্ধু কে ফিরিয়ে দেয়।
ভালো থেকো আমার মিষ্টি বন্ধু অনামিকা।
আবার ক্ষমা চাইলাম তোমার কাছে।
যদি পারতো আবার আমরা ভালো বন্ধু হয়ে যাই।

Comments
Post a Comment