Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Your Tiktok video is the medicine of my happiness 😊 তোমার Tiktok ভিডিও ,আমার খুশি থাকার ওষুধ 😊 ================================= ওই আমার মিষ্টি বন্ধু অ*মিকা, কেমন আছো? আশা করি ভালই আছো। জানো আমার জিবনে একটাই বন্ধু ছিল, যার সাথে মনের সব কথা বলতাম। সেটা আর কেউ নয়, সেটা তো তুমি বন্ধু। জানি তুমি বলেছিল, আমারও কোথায় বেশি বন্ধু, কিন্তু তাও ২-৪ টে ছিলতো। আমার ২-৪ টে বন্ধুত্বও নেই যার সাথে প্রাণ খুলে কথা বলি। তোমার সাথে জানিনা কেন, খুব ভাল লাগতো কথা বলতে। কিন্তু কি করি,নিজের দোষেই নিজের পায়ে কুড়ুল মারলাম। তার আঘাত এখনও সারেনি। তোমাকে FB তে, দুর্গা পূজার কত মেসেজ করলাম,জানিনা তুমি দেখেছ কি না। ৭ দিন না ভেবে ছিলাম, আর পারলাম না, তোমার Tiktok ভিডিও দেখি, আর এখন জিবনে এটাই আমার একটু হাসির ওষুধ। ভাবি যে তোমার সাথেই কথা বলছি। একটু পুরনো দিনের মিষ্টি কথা গুলো রোমন্থন করে একলা একলা হাসতে থাকি। ওই আমার মিষ্টি বন্ধু, পারিনা আবার একটু ভালো বন্ধু হতে, আবার একটু ফেসবুক এ কথা বলতাম। আর নেই কোনো আবদার। ...