Skip to main content

Posts

Showing posts from October, 2022

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

শুভ কালীপূজা 🎆Happy Diwali🪔🎇🧨 Happy Dhanteras My Sweet Most Beautiful Girl in my World , আমার অনামিকা 👰‍♀️

  অনেক দিন পর ২১ অক্টোবর ২০২২,আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার স্বপ্নের পরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার অনামিকার মুখে মিষ্টি হাসি দেখে পরের দিনটা খুব খুশিতে কাটলো। তারপর আবার যেন তার কিছু হলো। জানিনা কেন, সে কথা বলতে যেন চাইছিল না। সত্যি মেয়েদেরকে বোঝা দায়! আর ওর সাথে না বললে,মন জানিনা আর ভালো থাকেনা। কালী পূজো তাও যেন মন ভালো নেই। বাবা মা বলছে, এত ভাবিস না,বিয়ে তো হবেই।একটু wait কর। এর সাথে সাথে নতুন দুটো service শুরু করলাম। একটা তে মোটামুটি কিছু একটা টাকা, যেটা একদিক থেকে ভালই ভালো,কাউকে আমার ৩০-৫০% দিলেই কাজ হবে, আরেক দিক থেকে বড় একটা পরিমাণ টাকা,যেটাতে ওকে ৫০-৭০% টাকা দিলে আমার হাতে বাকি টাকাটা আসে।কাজ টা একধার থেকে ভালো, আরেক ধার থেকে অসুবিধার। Risk ও আছে একটু, আরেক ধার থেকে রোজ একটা বড় পরিমাণ টাকা এসে মন ভালো থাকছে। ইচ্ছে হচ্ছে যেন রোজ ওই রকম বড় টাকা নিয়ে আসতে হবে। কিন্তু তাও এই কালীপূজার দিন সকাল সকাল এই বড় পরিমাণ টাকা হাতে এসে, তার পর কিছু ছোট ছোট টাকা অন্য serivce গুলোর জন্য এসেও যেন মন ভালো নেই,কারন আমার ওর সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে...

মরে যাবো একদিন দেখবে, একটু মেসেজে কথা বলে খুশি হই, সেটাও কি দেবেনা ঠাকুর???

বাঁচার ইচ্ছে টা হারিয়ে ফেলছি।একটা মনের মানুষ জীবনে আসছে না। যাকে এত ভালবাসি, সে বুঝেও চুপ থেকে যাচ্ছে। আমার কি অপরাধ ভগবান, তিনটে বছর চোখ আমার ভিজে চলেছে, আর কষ্ট দাওনা প্রভু। একটা মনের মানুষ দাও, যার ভালোবাসায় জীবন টা খুশিতে ভরে যায়। আমার কষ্ট দূর করো, এত বড় বড় স্বপ্ন নিয়ে জন্মেছি, একটু ভালোবাসার জন্য ভিক্ষা চাইছি, দুটো মেসেজে কথা বলে খুশি থাকবো, তার জন্য কতবার বলছি। তাও যেন বুঝেও অবুঝ থাকে। দুই দিন ধরে ভালো করে কথা বলেনি। কিছুই বলছেও না সে। হে রাধা কৃষ্ণ ভগবান আমার চোখ ভিজে যাচ্ছে, আমাকে আর কষ্ট দাওনা। মরে যাবো এবারে আর বাঁচবো না। কিছু খেয়ে মরে যাই সবচেয়ে ভালো। একটা সম্বন্ধ ও আসছে না, যাকে মন শান্ত হয়, তাকেই শুধু দেখতে ইচ্ছে হয়। আমাকে শুধু সে ভালোবাসে। সব ঠিক করে দাও প্রভু। আমি আমার অনামিকাকে খুব ভালোবেসে ফেলেছি ঠাকুর, খুব মিস করছি ওকে, ওর দুটো মেসেজ পেলেই আমি সারা দিন ভালো থাকতাম। আমাকে আমার খুশিটা ফিরিয়ে দাও ঠাকুর। আমার মাথা ব্যথা করছে, আমি সব ভুলে যাচ্ছি। জীবন টা শেষ হয়ে যাচ্ছে আমার। আমাকে বাঁচতে দাও ভগবান, আর কষ্ট দাওনা প্রভু। আমাকে খুশি থাকতে দাও, একটু মন খুলে হাসতে ...

Happy Karwachauth আমার স্বপ্নের বউ শুধু আমার অনামিকা 👰‍♀️🌹🍫💝💐

 Happy Karwachauth ❤️ আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার সরস্বতী লক্ষ্মী রাধা মীরা পার্বতী আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী শুধু আমার অনামিকা👰‍♀️ 🌹🍫💝💐🤗

চোখে জল না নিয়ে এলে কি ভগবান তোমার শান্তি হবেনা!

 চোখে জল না নিলে এলে কি ভগবান তোমার শান্তি হবেনা! হৃদয়টা আবার ভেঙ্গে গেল প্রভু। রোজ পূজো করে বলি, আমার জীবনে একটু ভালোবাসা দাও। কিন্তু তুমি ভগবান আমার জীবন থেকে ভালোবাসা কে প্রতিবার কেড়ে নিচ্ছ। কাউকে খুব ভালো লাগতো,সে বুঝে। একটা স্ট্যাটাস দেখে ভাবলাম, সেও আমাকে ভালোবেসে ফেলেছে। দুই দিন কত মন ভালো ছিল। আজ যখন বলল এভাবে, মন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল 😭😭😭। [11/10, 00:28] Joy 👨‍💻: এই DP টা যতবার দেখি মন ভরে যায় এই লাজুক মিষ্টি হাসির মুখটা দেখলে ❤️😘। ভগবান এই মিষ্টি হাসিটা যেন খুব জলদি চোখের সামনে থেকে দেখতে পাই 🤗🤗🤗। [11/10, 00:40] Joy 👨‍💻: কি করছ [11/10, 00:45] মিষ্টি বন্ধু: Sua tumi [11/10, 00:47] Joy 👨‍💻: এই যে আমার স্বপ্নের পরীর অপেক্ষা করছিলাম কখন থেকে 👧❤️💕 [11/10, 00:48] Joy 👨‍💻: আমার পরী কবে আমার মত একটু বলবে, সেটায় ভাবি রোজ 😇 [11/10, 00:48] মিষ্টি বন্ধু: Onno kao k try koro [11/10, 00:49] Joy 👨‍💻: ওরে বাব্বা [11/10, 00:49] Joy 👨‍💻: এটা আবার কি কথা [11/10, 00:49] Joy 👨‍💻: আমি যে ওরকম নই [11/10, 00:50] Joy 👨‍💻: সব সময় একজনকেই happy রাখার চেষ্টা করি।...

জীবনটাতে একটু খুশি দাও রাধা কৃষ্ণ ভগবান, এত কষ্ট দিলে মরে যাবো একদিন

  এত চুপচাপ কেন হয়ে যাও গো তুমি মাঝে মাঝে? জানো তোমার চুপচাপ নিরবতা আমাকে একটুও ভালো রাখে না।  সারা দিন বসে থাকি তোমার সাথে একটু মন খুলে কথা বলব রাত ১১ টার পর থেকে... তোমার সাথে যেদিন মন খুলে instant reply এর সাথে কথা হয় না,সেই রাত টা, পরের সারা দিন খুব ভালো থাকি 😊।জানিনা আমি কেন এরকম হয়ে গেছি! শুধু আমার মিষ্টি অনামিকা ম্যাম কে খুব মিস করি 🤗।  ওই আমার সুইট হার্ট তোমাকে খুব ভালোবাসি গো! কি ভাবে বোঝাবো আমার ভালোবাসা তোমাকে গো! ওগো তুমি আমার হয়ে যাও না সারা জীবন এর জন্য! স্ট্যাটাস এ লিখছ তুমি, "একজন সত্যিকারের ভালোবাসার মানুষ জীবনে এলে ভালোবাসা নি:স্বব্দে হয়ে যায়!" জানো গো আমি ভেবেছিলাম ওটা আমি।তাই মন খুশি ছিল। তাও তোমাকে বললাম, বাব্বা😱 আমার মিষ্টি অনামিকা ম্যাম in love ❤️🤗😍! কে সেই ভাগ্যবান ছেলে গো যে আমার মিষ্টি ম্যাম এর হৃদয় টা চুরি করতে পেরেছে, আমার থেকেও বেশি happy করতে পেরেছে 😊😊😊। এর পর কোনো রিপ্লাই নেই! ভাবলাম ১১ টা বাজুক কথা হবে আজ। কিন্তু কোন কথা নেই আজ।অনলাইন আছে কিন্তু কথা নেই। রাধা কৃষ্ণ ভগবান আর কতদিন আমাকে কষ্ট দেবে তুমি গো! কবে একটা মনের মানুষ জ...

শুভ মহা সপ্তমী, শুভ মহা অষ্টমী আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা👰‍♀️ 🌹🍫💝💐

  শুভ মহাষ্টমী, কাল তোমার বাড়ির পাশ দিয়ে পার হলাম। কি সুন্দর দুর্গা প্রতিমা বানিয়েছে। দুর্গাপুর মার্কনি তে খুব সুন্দর কাচের দুর্গা পূজা প্যান্ডেল বানিয়েছে। দারুণ কাজ। এত সুন্দর মা দুর্গার প্রতিমা যেন দেখলেই মন শান্ত হয়ে যাবে। কাল ভাবছিলাম, যদি তোমার সাথে দেখা হয়ে যায়,তখন কি হবে!যদি দেখা হয়, আমার সাথে ভালো করে কথা বলবে তুমি তখন? দেখনা যাকে মন দিয়ে ভালোবাসি,সে একটু কথা বলে তো তারপর চুপ হয়ে যায়। কতবার মেসেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি,কিন্তু বুঝেও অবুঝ থাকে। কেউ আমাকে বুঝেই না। সবাই আমাকে কষ্ট দেয় এখন।যার ফলে সব ভুলে যাই মাঝে মাঝে কোন্ ক্লায়েন্ট এর থাকে টাকা পাবো, invoice pathabo, domain renewal করতে হবে, সব ভুলে যাই। আর বাড়িতে থাকলে ছোট ছোট জিনিসে সমস্যা। হে ঠাকুর, একটা মিষ্টি হাসির সুন্দর পরী কে জীবনে এনে দাও,যে আমাকে বুঝে, ভালোবাসে, রেসপেক্ট করে,কখনো attitude দেখায় না।এই বছরে বিয়ে করে বাড়ির সকল কে, বাইরের সবাইকে দেখিয়ে দিই, কাকে তোরা এখন অপমান করে,ছোট করে মাঝে মাঝে? আমি এত খাটব জীবনে যে সবাই আমার সাথে কথা বলার জন্য appoinment চাইবে! কারু উপর হাত তুলিনি তো,শুধু ...

শুভ মহা পঞ্চমী,শুভ মহা ষষ্ঠী আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা

ব্যস তোমার মিষ্টি হাসি দেখতে পেলেই আমি খুব ভালো থাকি প্রিয়।রাধা কৃষ্ণ ভগবান তোমার হৃদয়েও অনেক ভালোবাসা জাগিয়ে দেয় একদিন।  [29/09, 23:33] Sweet Joy 👨‍💻: মন ভালো আছে তো না মন ভালো করতে হবে মিষ্টি ম্যামের বলে দাও বলে দাও 🤗 [29/09, 23:34] Sweet Joy 👨‍💻: তোমার জয় গাবলু পাগলু তোমার মুখে সব সময় মিষ্টি হাসি দেখতে চাই 👧🥰😍 [29/09, 23:36] Sweet Joy 👨‍💻: ওই আমার মিষ্টি সুইট প্রিন্সেস আমার অনামিকা ম্যাম কি করছেন 👧👧👧 [29/09, 23:37] Sweet Joy 👨‍💻: Busy aacho naaki go [29/09, 23:39] মিষ্টি বন্ধু: Hm [29/09, 23:39] Sweet Joy 👨‍💻: Ki krcho [29/09, 23:41] Sweet Joy 👨‍💻: চুল বাঁধছ না কি 💁‍♀️ [29/09, 23:41] মিষ্টি বন্ধু: Hm [29/09, 23:41] Sweet Joy 👨‍💻: Hehe 😀 দেখলে আমি সব জানি 😛 [29/09, 23:42] Sweet Joy 👨‍💻: তুমি কি করছ কি ভাবছ সব দেখতে পাচ্ছি hehe 😜😉😃 [29/09, 23:46] মিষ্টি বন্ধু: Hm [29/09, 23:47] Sweet Joy 👨‍💻: শুধু hm কিছু বলো [29/09, 23:47] Sweet Joy 👨‍💻: Bunu কে মিস করছ না গো [29/09, 23:47] Sweet Joy 👨‍💻: Video Call এ কথা বলে নিতে হয় [29/09, 23:47] Sweet ...