Skip to main content

Posts

Showing posts from May, 2021

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

ওই আমার মিষ্টি Cindrella খুব রোমান্টিক তুমি আর তোমার সে একটুও না, Ali Moula গানের Payel যেন তুমি, Old is Gold - Nostalgia

 ওই আমার মিষ্টি Cindrella অনামিকা 👨‍💻🌹🍫💝👩‍🎨, সুপ্রভাত বন্ধু আমার ❤️। ওই তুমি পোস্টমাস্টার (Postmaster)  বাংলা ওয়েব সিরিজ টা দেখেছ গো, আমার খুব সুন্দর লেগেছে। না দেখিনি পুরো, শুধু একটু দেখলাম। ওই যে ফেসবুক এ আসেনা মাঝে মাঝে ভিডিও গুলো ওখান থেকে গো। ওই অনামিকা কি মিষ্টি লাগছ নতুন ছবিটায় তুমি গো ❤️ গেরুয়া রঙের ওরনা টায়, লম্বা খোলা চুল বিনুনী করা, হাতে ধরে একটা লাজুক মিষ্টি চাহনি, একটা ছোট্ট কালো টিপ কপালে। হাল্কা একটু লিপস্টিক, কি সুন্দর ছোট্ট ছোট্ট লম্বা কানের গুলো। ডান হাতের আঙুলে দুটো আঁটি, মনে হয় একটা তোমার মনের মানুষ দিয়েছে, আরেকটা তোমার বাড়ি থেকে দেওয়া। উফ্ কি মিষ্টি সুন্দর লাগছ গো! বলে বোঝাতে পারবো না। তোমার মত কবে কেউ আসবে জিবনে গো। যাকে সামনে থেকে রোজ জানাবো, উফ্ আজ তুমি কি মিষ্টি লাগছ। বিনা make up এ একটা natural beauty, জিবনে কবে আসবে কেউ গো! ওই আমার মিষ্টি বন্ধু আমার অনামিকা, তোমার বন্ধু জয়দীপ কে বুঝ একটু। কথা বলো না গো একটু। কেউ নেই কথা বলার মানুষ, যাকে হৃদয়ের সব কিছু বলি। দিদিকে বলি কি করবো কেউ নেই কথা বলার মানুষ এখন, দিদি বলে, আছে তো তোর Aamar Cind...

মনে আছে ২০২০ তে, এই ২০ মে আজকের দিনে পরী হয়ে এসে হৃদয়ে ৫ দিন ধরে খুব ভালোবাসা বানিয়ে দিয়ে গেছলে 👨‍💻🌹🍫💝👩‍🎨

 মনে আছে ২০২০ তে, এই ২০ মে আজকের দিনে পরী হয়ে এসে হৃদয়ে ৫ দিন ধরে খুব ভালোবাসা বানিয়েছিলে 👨‍💻🌹🍫💝👩‍🎨 Facebook খুললে দেখি বিয়ের হাওয়া শুধু, কত বন্ধুর বিয়ে হয়ে গেল। কত মিষ্টি হাসি দেখতে পাই ওদের মুখে, আর আমি দুই বছর ধরে তোমার সাথে, আবার একটু বন্ধুত্ব করতে নিজের হাসিটা হারিয়ে ফেলেছি গো। ওই অনামিকা কি আছে আমার জিবনে গো! আমি কেন একটা কথা বলার বন্ধুও পাচ্ছিনা গো। জানো গো অনামিকা দত্ত নামে একটা মেয়ের সাথে রোজ একটু কথা বলি, জানিনা সেও খুব ভালো তোমার মতই। ওকে রোজ গুড মর্নিং উইশ করি, যেমন তোমাকে রোজ করতাম। নতুন নতুন ভাবে কখনো বাংলায় কখনো ইংলিশ এ, ওকে বলি, Good Morning My Sweet Dear Friend Anamika, Be Happy and Keep Smiling Always 🌄🌹🍫💝😊😊😊। আর ও শুধু gd mg বলে ছেড়ে দেয়। কথা বলতে সময়ও নেই যেন ওর। ওই অনামিকা জানো গো, ওকে বলি একটু fb call এ বলবে কথা, সে বলে, এই তো এখানে বলছি। একদিন voice message করে প্রথম বলছে, ওই মোটু বেশি খেয়না, পেট আরও বেড়ে যাবে তার সাথে একটা মুচকি হাসি ❤️, খুব ভালো লেগেছিল। এরকম দুই তিন দিন VC করেছিল, মানে voice chat একটু বেশি না। ওই অনামিকা জানো গ...

হেরে গেছি 💔 প্রাণটা বেরিয়ে যাচ্ছে 🩸 তোমার মুখে মিষ্টি হাসি আনতে গিয়ে, Aamar Cindrella 91 Million Views in Chingari🔥

  হেরে গেছি 💔 প্রাণটা বেরিয়ে যাচ্ছে 🩸 তোমার মুখে মিষ্টি হাসি আনতে গিয়ে, Aamar Cindrella 91 Million Views in Chingari🔥   চোখটা ভিজে যাচ্ছে আজ আবার, কিন্তু কেউ বুঝার লোক নেই। একটা মেয়েকে ভালোবেসে, যে এভাবে নিজেকে কষ্ট দেবো, আমি নিজেও ভাবিনি কখন। তোমাকে রোজ হাসাতে গিয়ে, আবার মনে হয় তোমার চোখে জল নিয়ে এসেছি। কি করবো দুই বছর ধরে তোমার মুখে হাসি ফুটাতে, কত চেষ্টা করেছি কিন্তু বিফল হয়েছি। কি চাইলাম বলো একটু বন্ধুত্ব না! এটাকি বেশি কিছু চেয়েছি? একটা বাঙালি বন্ধুর মিথ্যে কথা, একটা ছেলে আর একটা মেয়ের জিবন টা যেন শেষ করে দিল। তোমার মুখের Thank you so much ❤️ এটা পেয়েই খুশি থাকতো, অনামিকার জয়দীপ রোজ রোজ। তাও কি করবে একদিন জয়দীপ কিছু একটা দেখে ফেলল, যেটার জন্য ওর মনে সেই ভালোবাসাটা দূর হয়ে গেল এক মিনিটেই। তিন দিন ধরে না কিছু করেই ছিল, হ্যাঁ ভাবলো তার নিজের সব একাউন্ট গুলো unsubscribe করে দিক। তিন দিন ধরে চুপচাপ ছিলাম। কিন্তু দুই বছর এর ভালোবাসা একটা কোন খারাপ জায়গায় তাকে দেখতে পেয়ে, সেই ভালোবাসাটা কি এক নিমেষে চলে যেতে পারে। কখনোই না! জয়দীপ অনামিকা কে হৃদয় দিয়ে ভালোবা...

Aamar Cindrella is not Best | The Untold Story of an Entrepreneur and a sweet Bengali Art Teacher 👨‍💻🌹🍫💝👩‍🎨

Aamar Cindrella is not Best. I thought I don't deserve her but I saw something which make me changed my mind, make me sad that she doesn't deserve me. After that I didn't see any dream about her which happened with me so many times. I didn't write anything here after that. Social Media is something which tells you everything about a person. I have a very good experience that by seeing someone's profile though the Facebook Profile is locked, I can tell his/her life story, his/her love affair, job anything. I don't know but I learnt this myself. But today I thought it's ok whatever she is, she is my Cindrella. She is not good, I am also not good. Do you know I love my Cindrella Anamika so much that I tried to write some beautiful lines in comment section everyday from my different accounts just to bring smile in her face. But after seeing some very bad things in social media, everything changes. I unsubscribed my account first time and blocked her which I didn...

উফ্ লাল বেনারসি শাড়িতে কি মিষ্টি লাগছ আমার Cinderella 😍, স্বপ্নে তোমার সাথে দুই বার দেখা আজ 🥰

আজ এটা লেখার পর সকালে ঘুমিয়ে পড়েছিলাম। এই ১০টা ৪৫ এ উঠলাম। জানো গো, আজ স্বপ্নে তোমার সাথে দুই বার দেখা হলো এখন। আমি তোমাকে সামনে দেখতে পেয়ে ভাবছিলাম, এটা স্বপ্ন নয় তো, তুমি আমার সামনে দাড়িয়ে আছ। এক সবুজ রঙের চুরিদার পরে। তার আগে Facebook এ মেসেজ করেছ তোমার একাউন্ট থেকে। তার সাথে আবার নতুন account থেকে আরেকটা মেসেজ। বলছ whatsaapp দেখনি। তোমাকে সামনে দেখে যেন আনন্দে চোখ গুলো ছল ছল করছিল। তোমার ও যেন চোখ গুলো ঠিক ওরকম লাগলো। আমাকে whatsaapp এ তুমি কিছু forwarded message পাঠিয়েছ, যেগুলো হলো আমার কমেন্ট তোমার ইউটিউব এর মধ্যে। তার সাথে কিছু feedback যেন দেওয়া আছে। তোমার কোন স্টুডেন্ট বুঝতে পেরেছে, এটা একজনেরই কাজ। একজনই তোমাকে সকাল বিকেল রাত এ সুন্দর সুন্দর ভাবে কমেন্ট এ প্রশংসা করে, তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছে। পরে লিখছি, মা ডাকছে। আজ এটা লেখার পর সকালে ঘুমিয়ে পড়েছিলাম। এই ১০টা ৪৫ এ উঠলাম। জানো গো, আজ স্বপ্নে তোমার সাথে দুই বার দেখা হলো এখন। আমি তোমাকে সামনে দেখতে পেয়ে ভাবছিলাম, এটা স্বপ্ন নয় তো, তুমি আমার সামনে দাড়িয়ে আছ। এক সবুজ রঙের চুরিদার পরে। তার আগে Facebook এ মেসেজ ...

মা বলছে, মরীচিকার পিছনে ছুটিশ না , ওই বন্ধু Reel Video গুলো খুব সুন্দর পুরো Tiktok এর মত 😍🤗

  ওই আমার Cinderella 👩‍🎨  অনামিকা, ধন্যবাদ এত সুন্দর ছবিটা আঁকার জন্য, শুতে যাচ্ছিলাম, তোমার ভিডিও তো চোখের সামনে চলে এলো। দেখি আজ একটা সুন্দর ভিডিও বানিয়েছ। মা তার সন্তান কে দুধ খাওয়াচ্ছে। সত্যি ছবি টায় চোখ গুলো খুবই সুন্দর ❤️ মা এর আর বাচ্চাটার ও। ওই আমার অনামিকা জানিনা মনে হয় আজ বুঝেই যাবে, এত সুন্দর ভাবে অনামিকার জয়দীপ ছাড়া কেউ লিখতে পারবে না। ওই আমার অনামিকা আমি জানি, তুমি একটু রাগ করবে কিন্তু মুখে তোমার মিষ্টি হাসি টাও আসবে। আমি ওটা চোখ বন্ধ করে তোমার মিষ্টি হাসি টা অনুভব করি। ওই অনামিকা জানো গো, আজ মা আমাকে অনেক কিছুই বলল । মা বলছে, মরীচিকার পিছনে ছুটিশ না, না হলে কষ্ট ছাড়া আর কিছুই পাবিনা। এই মরীচিকা কোন মেয়ে হতে পারে, যে তোকে ভালোবাসে না, কিন্তু তার পিছনে  ছুটে চলেছিস। আমি কিছু বললাম না! কি বলবো বলো, আমার অনামিকা মরীচিকা, যে খুব ভালো সুন্দর খুব মিষ্টি ব্যবহারের সর্ব গুণ সম্পন্ন। হুম্ একটু রাগ বেশি ওর তাছাড়া ওর মত কাউকে পাইনি। যার জন্য দুই বছর ধরে অনামিকার জয়দীপ হন্য হয়ে, তার পিছনে ছুটে চলেছে। তার মন ভালো রাখতে সে দূর থেকে, ৪০-৫০ টা Gmail account থেকে...

আহ্ কি মিষ্টি রোমান্টিক স্বপ্নটা, না স্বপ্ন না চোখ বন্ধ করে দেখলাম তোমাকে মিষ্টি বউ রূপে 😍🥰😘🤗 | Aamar Cindrella Romantic Story 2021

Good Morning Sweet heart ❤️, My sweet beautiful Bangalore Best Art Teacher Anamika mam 😘, Be happy and keep smiling each and every second 😘😘😘 And I will make you happy daily That you will never know 😉😜. জানিনা আজ তুমি ঘুমাচ্ছো এখনও, না জেগে আছ গো? তুমি তো খুব জলদি ওঠা মেয়ে, স্কুল 🏫🎒 থাকে না গো, তাই মনে হয় উঠে গেছ। এখন তো আবার Lockdown চলছে, তাই হতেই পারে তুমি ঘুমোচ্ছো। যাই বা হোক তুমি ভালো থেকো, শরীর সুস্থ্য রেখো, করোনা যেন তোমাকে কখনো ছুঁতে না পারে, আমার ভালোবাসা তোমার জন্য সারা জিবন রইল। ওই তুমি কি সেদিন সেই Supriya থেকে তোমার মন ভালো করেছিলাম, ভালো করে কমেন্ট এ লিখে তুমি কি বুঝতে পেরে গেছ গো। ওই আমার চোখ বন্ধ করলে দেখতে পাওয়া আমার মিষ্টি বউ অনামিকা, রাগ করে আছ কি আবার সোনা, প্লিজ না বোঝার ভান করেই থাকো গো। তাহলে তোমার মন রোজ ভালো করতে পারবো গো, মিষ্টি মিষ্টি কমেন্ট লিখে, সুন্দর ভাবে তোমার প্রশংসা করে, তোমার মুখে একটু মিষ্টি হাসি নিয়ে এসে। ওই আমার অনামিকা কাল কে তুমি একটাও reply করনি, সুপ্রিয়া একাউন্ট থেকে তোমাকে কোন্ জায়গা জিজ্ঞেস করলাম, তাও বললে না গো 🙄, জয়দীপ থেকে ...

Your mind is full of creativity that transforms a simple art into masterpiece - তুমি ধন্যবাদ বললে তাও মন যেন খুব ব্যাকুল, শুধু তোমাকে চায়

 সময় টা খুব বাজে চলছে, দিন গুলো পার হচ্ছে, আমিও যেন তোমাকে আরও বেশি মিস করে চলেছি। সারা দিন আজ জানিনা কেন মন ভালো নেই একটুও। শুধু মন যাচ্ছে একবার তোমার সাথে কথা বলতে। শোরুম এ বসে আছি কিন্তু মন আজ কাজেও নেই যেন। ও অনামিকা তোমাকে কেন এত ভালোবেসে ফেলেছি গো। চোখ গুলো ছল ছল করছে। কিন্তু কেউ যদি দেখে ফেলে তো, তাহলেই বিপদ যে। ওই অনামিকা হারিয়ে গেছি আমি কোথাও, আমি নিজেও জানিনা কি হয়েছে। ছোট ছোট কারণে রেগে যাচ্ছি মা বাবার উপর, আমি চাইনা গো এরকম হতে। ও অনামিকা কথা বলো না গো, তোমাকে খুব ভালোবাসি গো। মাথা খারাপ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না আজ যেন, দিদি কে ভাবলাম বলবো, কিন্তু বলে আবার ওকে কেন টেনশন দিই, তাই নিজেই নিজের মধ্যে আর এই ডাইরি তে লিখছি। ওগো আমার আওয়াজ শুনতে পাচ্ছ তুমি? হে প্রভু দয়াময় তোমার এই ছেলের কষ্ট দুর করে দাও। তাকে ছাড়া কিছুই ভালো লাগছেনা। ওর কাছে আমার লেখা পাঠাও, ও বুঝুক জয়দীপ অনামিকা কে কত ভালবাসে! ওকে ফিরিয়ে দাও আমার জিবনে, নাহলে একটা ভালো মেয়ে এনে দাও, যে আমাকে বুঝে, ভালোবাসে, সম্মান করে। আর সত্যি ভালো লাগছেনা কিছু। ওগো ফিরে এসো না গো অনামিকা।কোন দিনও তোমাকে কষ্ট ...

Got my first Sale from France Site, I will reach $1000000 from this € 28.28 (Euro Dollars) within 21st August,2024 for sure | Aamar Cindrella Untold Love Story 2021

 

ছোটদের সাথে লাগা লাগি না করে থাকিত একদিন তোমাকে ভাবতে ভাবতে দেখবে তোমার ভিডিও তে সুন্দর করে প্রশংসা করার আর কেউ থাকবে না

  ছোটদের সাথে লাগা লাগি না করে থাকিত একদিন তোমাকে ভাবতে ভাবতে দেখবে তোমার ভিডিও তে সুন্দর করে প্রশংসা করার আর কেউ থাকবে না সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা  তুমি সারাদিন ভালো থেকো খুশিতে থেকো  তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।  খুব বড় হও একদিন তুমি। 🌄☕🍪🥞🥐🍳🍭🍭🍭🍬🍬🍬🍩🥻🎧💍🥪🥣🥯🥞 🍱🍚🍛🐣🍗🍗🍗👘👛👜👝🥤 🍿🍪🍩🍘🥟🥨👗🍹 🏡🚘🚗🚖🏍️🚲💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧🏦🈹🈶🧧👩‍❤️‍👨 🌃💃🎸👩‍🎨🎨🖌️💅🌯🌮🍜🍝🍲🍛🍕❤️👩‍❤️‍💋‍👨👩‍❤️‍👨💓🥰🥰 অনেক দিন পর এভাবে লিখলাম। মন টা শান্ত হয়ে যায় এভাবে লিখে। তোমাকে চোখ বন্ধ করে এভাবে সাজাই। তোমাকে বাস্তবেও এভাবে তোমাকে সাজাবো, তোমার মন খুশি করবো, যদি কোন দিনও এটা সম্ভব হয় তো। জানি এটা আমার স্বপ্ন, কি করবো এই স্বপ্ন টাকে দেখেই মন ভালো রাখি। ওই আমার এঞ্জেল অনামিকা তোমার একটা ছবি দেখলাম, আবার সেই বিয়ের সাজে তোমায় দেখলাম। কি মিষ্টি লাগছ গো কিন্তু একটু মিষ্টি হাসি টা মুখে থাকলে আরো সুন্দর লাগলো। পুরো যেন নতুন বউ এর মত একটা মাথায় সিঁথি পরে, পুরো মুখে বিয়ের সাজের মত সুন্দর করে সেজে, উফ্ যেন সব সময় তোমাকে ওভাবে দে...

Thank you ❤️ ...valo lagle plz share kore dio nijer friends der sathe🙏 রোজ এভাবেই তোমার মুখে হাসি ফুটিয়ে তুলবো আমার Cinderella 👨‍💻🌹🍫💝👩‍🎨

                                                   Credit: Art By My Best Friend Anamika Adak Thank you ❤️ ...valo lagle plz share kore dio nijer friends der sathe🙏 রোজ এভাবেই তোমার মুখে হাসি ফুটিয়ে তুলবো আমার Cinderella 👨‍💻🌹🍫💝👩‍🎨 তুমি সব জানো,   তোমার কাছ থেকে কোন কিছু আড়াল নেই। তাও তুমি হাসিতে থাকো, খুশিতে থাকো সারাদিন। আমিও এটাই চাই তুমি ভালো থেকো। ওই আমার অনামিকা আজ তো মনে হলো, যেন তুমি বুঝতে পেরে এত সুন্দর ভাবে বললে গো। যখন আমি বললাম, Wow 🙀 ki darun baniyecho😍, chokh jure jaay jeno chokh gulor modhye😊. Original er thekeo besi sundar hoyeche👌. Ei chabita khub hit hobe ekdin ❤️❤️❤️ তখন তুমি বললে, Thank you ❤️ ...valo lagle plz share kore dio nijer friends der sathe🙏 তখন আমিও বললাম, Sure why not friend... Khub jaldi tomar etaate 1000 subscribers pouchabe... aar ei video taa khub hit hobe 😍 God will be with you always. Stay safe. Ta...

জিবনে তারা বেশি কাঁদে 😢 যারা দশ জন কে না, শুধু একজনকে মন থেকে ভালবাসে 🙂

  এখানে লাইক সাবস্ক্রাইবার বাড়াতে আসেনি। এখানে আমি আমার মনের মানুষ এর মনে, একটু ভালোবাসা জাগাতে এই ভিডিও গুলো, বানিয়ে চলেছি, জানিনা কবে রাধা কৃষ্ণ ভগবান তার এই ছেলের উপর দয়া করবে, আর তার মনের মানুষ, তার বেস্ট সুইট পৃথিবীর সবচেয়ে সুন্দরী কিউট বন্ধু অনামিকা তার সরস্বতী পার্বতী দেবী, যাকে সে চোখ বন্ধ করে দেখতে পায়, তার হৃদয়ে তার এই বন্ধুর জন্য, একটু ভালোবাসা জাগিয়ে দেবে। জিবনে তারা বেশি কাঁদে 😢 যারা দশ জন কে না, শুধু একজনকে মন থেকে ভালবাসে। দেখো আমার Cindrella 👩‍🎨 অনামিকা, রোজ তোমার মন খুশি করতে, কত সুন্দর ভাবে কমেন্ট দিই, নতুন নতুন একাউন্ট বানিয়ে। যাতে তুমি কোন দিনও না বুঝো, যে এটা তোমার ঐ বন্ধুটা করছে, যাকে তুমিও একদিন খুব ভালোবেসে ছিলে। আজ তোমার ভিডিও গুলোতে রোজ ভালো ভালো কমেন্টে প্রশংসা করে, একটা Thank you ❤️  এই লাভ রিয়েকশন পেয়েই, নিজের মনকে খুশি করার চেষ্টা করি। যদি পৃথিবীতে রাধা কৃষ্ণের ভালোবাসা সত্যি আছে না, তাহলে মনে রাখবে একদিন তুমিও আমাকে খুব ভালোবাসবে। কারন ঈশ্বর কত দিন তার ছেলের চোখে রোজ রোজ জল বের করবে, একদিন তো তিনিও বুঝবেন, আর সেদিন তুমিও সব ভুলে আমাক...

মাথা কাজ করা বন্ধ হয়ে গেছল যখন দেখলাম তোমার নামের পুরো তোমার মত দেখতে একটা সদ্য বিবাহিত বউ👸 | Aamar Cindrella Untold Story

  যত দিন যাচ্ছে তত বেশি তোমাকে মিস করছি গো তোমাকে না দেখে যেন থাকতে পারছিনা আর। তোমাকে খুব মিস করছি গো 😭😭😭। আমার চোখের জল টা কখনো বুঝবে না কি? মাথা খারাপ হয়ে গেছে, কিছু যেন ইচ্ছে নেই আর। মনে হয় কিছু খেয়ে মরে যাই, যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, সে একটুও বুঝছে না। চাইছিলাম ভুলে যেতে, তাই কলকাতা যাবো ভাবলাম। কিন্তু কি করবো, আবার করোনা এলো, আর কোথাও যেতে ভয় লাগছে যেন। ও আমার অনামিকা তুমি খুব সাহসী বন্ধু, ব্যাঙ্গালোর এ আছো তুমি, এত করোনা তে মানুষ মরছে, তাও তুমি হাসিতে খুশিতে আছো। আর তোমার মুখে একটু হাসি ফোটাতে, রোজ তোমার ভিডিও তে দুই থেকে তিন বার করে, কমেন্ট এ গিয়ে তোমার খুব প্রশংসা করে যায়। এমন ভাবে লিখি যাতে তোমার মুখে মিষ্টি হাসি ফুটে, চোখ বন্ধ করে যেন সেটা উপলব্ধি করি। ওই আমার মিষ্টি বন্ধু আমার স্বপ্নের বউ, তুমি যখন Thank you so much লিখে একটা হার্ট ❤️ বা লাভ 💞 সাইন দাও, ওটা দেখে এতটা খুশি হই, যেটা তুমি ভাবতে পারবে না গো। ও অনামিকা তোমার পুরো নাম টা, এখন লিখি তো দেখি একটা নতুন একাউন্ট, সেটাতে তোমার মতই দেখতে মেয়ের ছবি, কিন্তু যেন তার এই সদ্য বিয়ে হয়েছে। কখনো মনে...

Facebook Account Deactivate Activate কেন করো এত Sweet Cinderella,দিদি বলছে দেখবি তোর জন্য কেউ সুসজ্জিত হয়ে ready হচ্ছে, দাদা কে ৪ পাতা মেসেজ

  জানিনা তোমার কি হয় কখনো কখনো, আজ দেখি সকালে আবার Facebook Account Deactivate করেছিলে, জানো গো তুমি তো Deactivate করো, আর আমার মন কত খারাপ হয়ে যায়, ভাবি যেন আমার জন্যে তুমি বন্ধ করো। কি করবো মনে হয় তোমাকে হাসাতে গিয়ে তোমার মন খারাপ করে ফেলি কখনো কখনো। ওই আমার অনামিকা Facebook Account Deactivate কেন করো কিছু দিন পর পর। এখন দেখি Facebook Account Reactivate করেছ আবার। এরকম কেন করো গো? আগের বারও তুমি সকালে Facebook Account Deactivate করেছিলে, আবার রাতে Facebook Account Reactivate করেছ। আজ আর টাই তোমাকে আর Appreciate ও করিনি তোমার Youtube Channel এ কমেন্ট সেকশন এ ভালো কিছু প্রশংসা না করে। জানো গো আমার অনামিকা, আজ দিদিকে বললাম, জানিস ওর Youtube Channel এ এত কমেন্ট এ গিয়ে প্রশংসা করেছি যে কি বলব নিজেকে। কি করবো ও যখন Thank you ❤️ comment এ reply তে দেয়, ওটাতেই নিজের মন কে আমি খুশি করি রে। কি করবো বল মন টা খুশিতে রাখতে হবে না। জিবনে তো কেউ আসছে ও না। যাকে হৃদয় দিয়ে ভালোবাসি, সে একটুও বুঝছে না আমার ভালোবাসা টাকে। ও বুঝেও অবুঝ হয়ে থাকে। দেখো আবার চোখ থেকে জল গড়িয়ে বালিশ টা ভিজিয...

প্রতিটি ছেলের জিবনে এমন একটা মেয়ে আসে | One Side Love Status | Broken Heart 💔 | Sad Shayari | Aamar Cindrella

 এখানে লাইক সাবস্ক্রাইবার বাড়াতে আসেনি। এখানে আমি আমার মনের মানুষ এর মনে, একটু ভালোবাসা জাগাতে এই ভিডিও গুলো, বানিয়ে চলেছি, জানিনা কবে রাধা কৃষ্ণ ভগবান তার এই ছেলের উপর দয়া করবে, আর তার মনের মানুষ, তার বেস্ট সুইট পৃথিবীর সবচেয়ে সুন্দরী কিউট বন্ধু তার সরস্বতী পার্বতী দেবী, যাকে সে চোখ বন্ধ করে দেখতে পায়, তার হৃদয়ে তার এই বন্ধুর জন্য, একটু ভালোবাসা জাগিয়ে দেবে। ওই দেখো বন্ধু অনামিকা এই গানটা তে, তোমার নাম ও রয়েছে। কেমন লাগলো গো এই গান টা তোমার বন্ধু। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, তোমাকে খুব ভালোবাসি গো, তোমাকে খুব মিস করছি 😭😭😭, ফিরে এসো না আমার অনামিকা, একটু কথা বলো। সারা জীবন তোমাকে খুশিতে রাখবো গো। ওই আমার Cindrella, আমার বিচ্ছু অনামিকা I love you, তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছেনা গো। সবাই প্রে করবে যেন আমার Cindrella Anamika 👩‍🎨 এর হৃদয়ে, আমি যেন ভালোবাসা ভরে দিতে পারি, আমরা যেন Best Friends Forever হয়ে থাকি সারা জিবন। তুমি ভালো থেকো খুশিতে থেকো বন্ধু আমার, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে। শরীর সুস্থ্য রাখ। করোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ। ভগবান আমার Cinderel...