Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Happy Netaji Subhash Chandra Bose Birthday,Happy Republic Day 🇮🇳🇮🇳🇮🇳, ওগো তুমি দারুণ নেতাজির ছবি টা এঁকেছ, একদিন আমি তোমার জন্য একটা পাহাড় কিনে দেবো আমার মিষ্টি বন্ধু Aamar Cinderella 👨💻🌹🍫💝👩🎨, খুব মিষ্টি লাগছ
Happy Netaji Subhash Chandra Bose (Republic Day) Birthday , এখন বাজছে সকাল ৫টা ৪১, প্রচুর কাজ রয়েছে। ওগুলোই করে এখন ঘুমোতে যাচ্ছিলাম। ইউটিউব খুলতেই আমার মিষ্টি বন্ধু আমার এঞ্জেল এর ভিডিও, নেতাজি সুভাষচন্দ্র বসু কে বানিয়েছে, কি সুন্দর ভাবে, যায় সহজ ভাবে। ওই এই ভিডিও টা ভাইরাল হওয়া উচিৎ। দারুণ বানিয়েছ এই ছবি টা, আমি screenshot নিয়ে রাখলাম। আমার খুবই ভালো লেগেছে ছবিটা। এটা আজ ফেসবুক স্টরি তে দেবো। কেউ বললেই বলবো, আমার বেস্ট ফ্রেন্ড এঁকেছে। খুবই সুন্দর বানিয়েছ তুমি। Netaji Subhash Chandra Bose Drawing easy , এই লাইন টা ভালো কিন্তু যদি লিখতে আরও ভালো ভাবে যেমন, How to make Netaji Subhash Chandra Bose Drawing easily তার পর আমি যেরকম বলেছিলাম, একটা bar (|) দিয়ে Step by step for beginners, এটা লিখলে আরও ভালো লাগতো। আমি দেখিনি তুমি দুটো ভিডিও বানিয়েছ, আচ্ছা পরের টায় দেশ প্রেমিকের গান দিয়ে দারুণ ছবি টা এঁকেছ, সত্যি খুব সুন্দর বানিয়েছ গো। তুমি ভাববে আমি খুব প্রশংসা করছি তোমার, একটুও না গো, তুমি তো জানো, যদি ভালোগে তো তার এত প্রশংসা করি, আর না ভালো লাগলে যা ইচ্ছে বলি। ঘরেই বলি , ...