Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
তোমার জগন্নাথ মহাপ্রভুর পেন্টিংটা🎨🖌️ খুব সুন্দর বন্ধু 👩🎨💖🌹🍫💝
তোমার জগন্নাথ মহাপ্রভুর পেন্টিংটা খুব সুন্দর বন্ধু ,
কত সহজ ভাবে তুমি ৫ মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে,
ইউটিউব ভিডিও বানিয়ে প্রতিস্থাপন করেছ,
সত্যি খুব সুন্দর গো।
এরকম রোজ ছবি আঁকো,
অার রোজ পোস্ট করো ইউটিউবে।
Tiktok এ সঠিক hash tag দিয়ে পোস্ট করবে তো,
ভিডিও টা এমন ভাইরাল হবে যে তুমি ভাবতে পার না।
সেদিন সূর্য গ্রহণের ভিডিও একটা ছেলে পোস্ট করেছিল,
ছেলেটার কিছু ক্ষণের মধ্যে ১৫ লাখ মানুষ দেখেছিল,
১০ লাখের উপর লাইক হয়েছিল।
বন্ধু তুমিও যদি একটু Tiktok এ পোস্ট করতে তো ভালো লাগতো,
তোমার সবসময় ভালো চাই,
এখনও চাই,সারা জীবন চাই তুমি ভালো থেকো।
তোমার Tiktok এর মিষ্টি হাসি খুশির ভিডিও না দেখলে,
যেন দিন পেরোয় না ।
ওই বন্ধু একটু আবার Tiktok করো না গো,
প্রথমে তোমার সাথে না বলে ঠিক থাকিনা,
তার পর তুমি Tiktok ভিডিও বানানো বন্ধ করলে,
মন টা নেই ভালো একটুও।
আমি রোজ কিছু না কিছু লিখে যাই,
ভগবান কবে আমার এই মমতা দিদির কবিতা,গান গুলো,
তোমার কাছে পৌঁছে দেবে জানিনা।
রোজ তোমার নাম টা ফেসবুক search bar এ গিয়ে খুঁজি,
আমার মিষ্টি বন্ধুর মিষ্টি মুখের প্রফাইল টা কে,
কিন্তু রাধা কৃষ্ণ ভগবান পরীক্ষা নিচ্ছে মনে হয় এখনও।
অন্য একাউন্ট থেকে দেখি তোমার মিষ্টি মুখটা,
তখন যেন দেখতে পাই মিষ্টি মুখটা।
আগে প্রোফাইলটা লক করেছিলে,
কাল মনে হয় unlock করেছ।
সবাই তোমার কত প্রশংসা করছে,
তোমার মনও খুব খুশি ছিল মনে হয় কাল।
তুমিও সবাই কে ধন্যবাদ জানাচ্ছি লে।
বন্ধু গো আমারও ইচ্ছে হয়, তোমার রোজ প্রশংসা করি,
তুমি একটা ধন্যবাদ লিখো এটাই আমার একটু খুশি।
আমি ওই ধন্যবাদ টা তোমার মিষ্টি মুখ থেকে শুনে যেন খুশি হই।
আমার জিবনে যখন যেটা হওয়ার তখন সেটা হয়না,
দেখেছি যখন কোন কিছু আগে থেকে সবাইকে বলে রাখি তো জানিনা কেন,
কোথাও না কোথা থেকে কোন বাধা এসে সেটা সফল হয়না।
MBA এর জন্য দিলাম MAT,CAT
অার জিবনে করলাম MCA,
এই BCA করে MBA এর প্রস্তুতি নেওয়ার জন্য,
কত মানুষের কাছে কথা,গালি শুনেছি যে কি বলি,
কিন্তু সবাই কে চমকে দিয়ে করলাম কিন্তু MCA😅।
Software Engineer হতে গিয়ে হলাম CEO,
২০১৪ থেকে ২০২৯ মে মাস পর্যন্ত,
জিবনে কত কিছু করে ফেললাম।
কোন দিনও ভাবিনি Google থেকে টাকা কামা বো একদিন,
নিজেই একটা নিজের BJS গ্রুপ বানাবো ভাবিনি,
সবাই যে আমাকে একটা নাম এ চিনবে,
সেটা ভাবিনি,মানুষের সাহায্য করতে গিয়ে যে নিজে ৫ বছর সময় টা waste করেছি,
সেটা শুধু আমি জানি।
আগে থেকে সবাইকে বলে রাখি সেটায় বাধা আসেই,
যেগুলো হঠাৎ প্ল্যান করি সেগুলো কাজ করে যেন।
একটা অপারেশন করা হয়েছিল গত দুই থেকে আড়াই বছর আগে,
কিন্তু বলেছিল আরেকটা করতে হবে,
ভাবলাম বাঙালোরে গিয়ে করাবো,
কিন্তু অার হলনা করা ওটা।
কাজের মধ্যে থেকে ভুলেই গেছলাম।
হুম্ একটু অসুবিধা হতো সবসময়
কিন্তু আমি ignore করতাম।
কিন্তু বাড়ি আসাটাও যেমন হঠাৎ হলো,
৫ মিনিটের মধ্যে টিকিট করেছিলাম,
তারপর সেই টিকিট টায় সময় পরিবর্তন হয়ে,
সকাল ৮:৩০ থেকে দুপুর ১:৫০ হলো,
তাও আবার মুম্বাই হয়ে,
মুম্বাইতে ও ৩ ঘণ্টার উপর বসতে হতো,
তাই করোনা ভয়ে, বাবাও বললো মুম্বাই টে নামিস না,
আমারও মন ছিলনা
তাই তখনই ডাইরেক্ট ফ্লাইট করলাম
আরও ৬ হাজার টাকা দিয়ে,
সবাইকে চমকে দিয়ে চলে এলাম ২ দিন আগেই।
আমি জানিনা আমার আগে থেকে প্ল্যান করা
ওগুলো কখনো success হয়নি,
যেমন এই অপারেশন সবাই কে বললাম,
ওখানেই করাবো চিন্তা করোনা,
কিন্তু ২ বছর থেকেও হলনা।
আবার সেই বাড়ি এসেই করাবো।
আবার ২ দিন যেতে ৫২ কিমি দূরে পুরুলিয়াতে,
ব্যথা করবে জানিনা কাল কিছু লিখতে পারব কি না,
কিন্তু না লিখলে মন ভালো থাকেনা।
প্রে করবে যদি কখনো পড় তো,
ব্যথা যেন না পাই কালকের দিন টায়,
তার পর তো আবার যেটা আসল দিন,
সেই দিনটায় জানিনা কি হবে।
অপারেশন নাম শুনলে ভয় লাগে,
ছোট টে যখন ১০-১১ বছর বয়স ছিল,
তখন আমার বাড়ির সামনে দুর্গা মেলা ছিল,
ওখানে পুজোতে বাজি ফটকা ফুটোতাম,
তখন একজন এসে ধুপ কাঠি টা নিয়ে একটা চকলেট bomb লাগিয়েছিল টিনের তামাক কেটায় ঢাকা দিয়ে,
যখন ফুটলো তো দেখলাম পা থেকে রক্ত ঝরঝর করে পড়ছে,
আমার ব্যথা করেনি কিন্তু দেখে অবাক কিনলো,
দৌড়ে গিয়ে বাবার কাছে দোকানে গেলাম,
বাবা দাদা মিলে আমাকে হাসপাতাল নিয়ে গেল,
জিবনে প্রথম অপারেশন হলো,
৭টা সেলাইন পড়লো।
গ্রাম না আমার জায়গাটা শহর তো নয়,
তাই ডাক্তার এমন ভাবে সেলাইন করলো,
যে সুতো গুলো বাইরে থেকে দেখাতো।
এরকমই পরে নিজে থেকেই কেটে গেল।
জিবনে প্রথম অভিজ্ঞতা অস্ত্রপ্রচার শরীরের উপর ।
জানিনা ভগবান তোমার কাছে আমার এই কবিতা গল্প গান গুলো পৌঁছে দেয় কি না,
একটা ডাইরির মতো নিজের জিবন টাকে এখানে লিখে ফেলছি।
অপারেশন এ খুব ব্যাথা করে,
তখন মনের মানুষ যদি কথা বলে,
তার ইচ্ছাটা পুরন করে তো সে ভালো থাকে।
যদি তুমিও একটা মেসেজ করো বা
আবার tiktok বানাতে শুরু করো,
তাহলে মন ভালো থাকবে।
যদি পারতো এই request টা রেখো বন্ধু।
তোমার Tiktok ভিডিও আমার খুশি থাকার ওষুধ।
প্লিজ ভিডিও বানিও,
অার কমেন্টও করবনা গো
যদি আমার কমেন্ট গুলো তোমার অসুবিধা করছে তো।
ওই আমার মিষ্টি বন্ধু একটা নতুন ফেসবুক প্রোফাইল পিক লাগাওনা,
তোমার মিষ্টি কিউট পিক অনেক দিন দেখিনি গো🤗
ভালো থাকো,খুশিতে থাকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে
ভগবান তোমার সব স্বপ্ন যেন পূর্ণ করে একদিন।
আজ এখানেই পেনের নিপ ভাঙলাম।
#jagannath #JagannathRathYatra #bestfriendsforever #operations #chocolatebomb #tiktok #GodBlessYou #letstalk #imissyou #profilepic #joy #Cindrella #love #MAT #catexam #success #softwareengineer #CEO #founder #aamarcindrella

Comments
Post a Comment