Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
রাধা কৃষ্ণ ভগবান ভালোবাসার প্রতীক ❤️ তাও রোজ প্রার্থনা করেও ভালোবাসাকে দূর করে দিলে💔 এ কি লীলা তোমার🙏🙏🙏
রাধা কৃষ্ণ ভগবান ভালোবাসার প্রতীক ❤️ তাও রোজ প্রার্থনা করেও ভালোবাসাকে দূর করে দিলে💔 এ কি লীলা তোমার🙏🙏🙏
Lock block Unblock কেউ আমার জন্য রোজ রোজ করছে,
আমি এত খারাপ যে ওকে না মেসেজ করে থাকতে পারিনা।
ভগবান পৃথিবীতে ভালোবাসা নাম টাকে দূর করে দাও,
মিছি মিছি দুটো মানুষের জীবন খারাপ হচ্ছে।
মিছি মিছি নিজের ছেলের চোখে তুমি রোজ জল ফেলাচ্ছো,
অার তোমার মেয়ে ছেলেটাকে না বুঝে,
রেগে নিজেকে কষ্ট দিচ্ছে ফেসবুক Tiktok লক করে।
তুমি কি একটুও বুঝবেনা ঠাকুর,
একটা ছেলে প্রায় দশ মাস আট দিন ধরে কাউকে বুঝাচ্ছে,
সে কি কোন দিনও বুঝবেনা।
আমার জীবনটাকে পাষাণ বানিয়ে দাওনা,
কারু ভালোবাসা যেন না লাগে,
সারা দিন রাত যেন কাজের মধ্যে থাকি।
ডিপ্রেশন থেকে মুক্তি আমাকে দেবেনা কি?
মেরে ফেলো আমাকে তুমি ভগবান।
মা বাবা সবার স্বপ্ন ভেঙ্গে চলে যাই,
কি করবো জিবনে কাউকে ভালোবেসে ছিলাম।
সে আমাকে এক বারের জন্য বুঝলোনা।
ওকে বোঝাতে সে তার হার্ট বিট কে কষ্ট দিয়েছে।
তার শখ ছিল tiktok করা,
আমার ৩০-৪০ টা লাইক এর জন্য সে
ওটাও বন্ধ করে দিল।
আমার খুশি থাকার ওষুধ ছিল ওর Tiktok ভিডিও গুলো,
ওর মিষ্টি মুখ টা দেখেই মন ভালো রাখতাম।
কিন্তু ও যেন আমার ওষুধটা ও খেতে দেবেনা।
কেন আমার জিবন টা এরকম করলে ভগবান,
ভালই তো ছিলাম, একা একা ছিলাম।
কারু জন্য এত ভালোবাসা কেন বানিয়ে দিলে,
যখন তুমি তার সাথে ২ মিনিট কথা বলতেও দেবেনা।
আজ জানিনা কেন ওর একাউন্ট টা
আবার লক দেখে,
চোখ টা ভিজে চলেছে,
বালিশ টা ভিজে যাচ্ছে।
সে কি আমাকে কোন দিনও বুঝবেনা।
হে রাধা কৃষ্ণ ভগবান তোমরা তো ভালোবাসার প্রতীক
ছেলেটা দেখ প্রায় ৩১০ দিন ধরে রোজ চোখের জল ফেলছে,
তোমাদের কে রোজ স্নান করে পুজো করার সময় বলে,
তার বন্ধু Cindrella কে ফিরিয়ে দাও,
সে যেন রোজ ২ মিনিট তার সাথে কথা বলে।
হে ভগবান একটা ভুলের জন্য
এভাবে রোজ তোমার ছেলের চোখ ভিজিয়ে
কিভাবে তোমরা থাকতে পারো খুশিতে?
অার কত দিন আমাকে কষ্ট দেবে।
আমার মন টা ভেঙ্গে গেছে,
লুকিয়ে লুকিয়ে চোখের জল বের করি,
দরজা জানালা বন্ধ করে।
কি করবো যদি কেউ দেখে নেয়।
আজ এক ঘণ্টা ধরে চোখের জল যেন থামতে চায়না,
পাষাণ বানিয়ে দাও ভগবান হৃদয়টাকে আমার,
ভালোবাসার বিজ তো তুমি বপন করতে পারলে না কারু জন্য,
পাষাণ বানিয়ে দাও এই টা তো করতে পারবে।
খাবার সময় নিচে যাই,
ভাইঝি ভাইপোর সাথে খেলি ভালো থাকি,
কিন্তু যখনি কাজ করতে উপর এ আসি,
কাজের আগে একবার tiktok ফেসবুক pinterest inbox
খুলে দেখি,
যদি সে কোন মেসেজ করেছে।
কিন্তু কোন মেসেজ নেই।
অার কিভাবে বন্ধু বুঝবে তুমি!
কত কিছু টার্গেট ছিল, জানিনা কি হবে,
করোনা না হয়েই বিনা করোনা তে,
একটা ছেলের জিবন শেষ হয়ে যাবে।
মন টা ভেঙ্গে গেছে যখন আবার প্রফাইল টা লক দেখলাম,
লক করে কি হবে, ওটাতে তো তোমার বন্ধুরা সব দেখতে পাবে।
তাহলে লাভ কি, মেসেজও করতে পারবো।
জানিনা কিভাবে বুঝবে তুমি।
ছেলেটা তোমার রোজ প্রশংসা করে,
কিন্তু সেটাতেও মন খারাপ লাগে।
Tiktok বন্ধ করে দাও,
নিজেই ভালো ছিলে,
মন ভালো ছিল।
কত খুশি ছিলে,হুম্ এখনও আছো,
কিন্তু এখনও মন একটু হলেও খারাপ আছেই।
কি ভাবে বোঝাবো বন্ধু,
তোমার যেমন মাথায় লাগে,
তেমনি আমার লাগছে বালিশ টা ভিজিয়ে।
ওই বন্ধু Tiktok করো না,
আমি ওটা দেখেই ভালো থাকবো।
অার মেসেজও করবনা গো।
আমাকে আমার ওষুধ টা খেতে দাও,
না ওষুধ খেয়ে যে কি হবে,
কে জানে, শুধু ভগবান জানে।
#howtowinyourheart #imissyouyaar #tiktok #facebooklock #tiktokprivate #ineedyou #love #friendsforever

Comments
Post a Comment