Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| How to win your heart 💓 |
জানিনা তোমার👩🎨 মন কি করে জয় করি বন্ধু🌹🍫💝
আমি ভাবি যদি একবার পারতাম দেখা করতে তোমার সাথে,
সব রাগ অভিমান মুছে আবার বানিয়ে ফেলতাম বন্ধু তোমাকে।
ও Cindrella কিভাবে তোমার মন জয় করি,
শুধু যে সারাদিন তোমাকে ভেবে চলি।
শুধু একবার কথা বলে যাও,
সারা জিবন রাখবো তোমায় খুশিতে,
ও বন্ধু অার কত দিন এভাবে চুপ করে থাকবে।
ফিরে এসো হাতটা ধরো পাশে থেকো সারা জিবন।
ভালোলাগা ভালোবাসা
কখন কি ভাবে হয়ে যায়,
তা কেও জানেনা।
আমি জানি শুধু তোমাকে ভালোবাসতে,
দেবীর আসনে বসিয়ে তোমায় সারাজীবন পুজো করতে।
ও Cindrella কথা বলো,
আমার পাশে সারা জিবন থেকো।
তুমি আমার জীবন সাথী,
তোমাকে আমি ভালোবাসি।
ভগবান কে বিশ্বাস করি,তুমি বুঝবে একদিন আমাকে,
সেদিন তোমার হাত থাকবে আমার হাতে।
আমি ভাবি যদি একবার পারতাম দেখা করতে তোমার সাথে,
সব রাগ অভিমান মুছে আবার বানিয়ে ফেলতাম বন্ধু তোমাকে।
গান টা বানিয়েছিলাম, সুর টা বানাবো রাত করে :)
ফিরে এসো বন্ধু,ভালো থেকো।
#howtowinyourheart #missyousomuch #comebackdear #takecare

Comments
Post a Comment