Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

ওই👩‍🎨 তোমার প্রিয় গান🎶 গুলো কেন গাই বার বার আর ভগবানও আজ তোমার Facebook Page টাকে চোখের সামনে এনে দিল🥰🤗

ওই👩‍🎨 তোমার প্রিয় গান🎶 গুলো কেন গাই বার বার অার ভগবানও আজ তোমার Facebook Page টাকে চোখের সামনে এনে দিল🥰🤗


ওই কেমন আছো গো👩‍🎨,
তোমার একটা কিউট পিক দেখলাম,
একটা ফ্রেন্ডের একাউন্ট থেকে,
ভালো লাগছ ওটাই,
ওরকমই খুশিতে থেকো।
তুমি সারাদিন খুশিতে থেকো এটাই চাই।

আমার ওখানে আমার রুমে টিভি লাগানো ছিল,
কিন্তু কোন দিনও দেখিনি।
কাজের মধ্যেই থাকতাম।
এখন খাবার খাওয়ার সময় টিভি টে গান শুনি।
আজ মুড়ি খাচ্ছিলাম,তখন কিছু গান শুনলাম,
মনে হলো আবার ওই সুর দিয়ে একটা কবিতা লিখে গান বানিয়ে ফেলি
কিন্তু যে গান গুলো শুনলাম সেগুলোতে
খুব বেশি জোর গলায় গাওয়া,
তুমি বলেছিলে, তোমার গলায় low tune ভালো মানায়,
যেমন আমার জন্য  শুধু তোর সাথে কথা বলা গান টা বানিয়েছিলে,
অার সবাই কে দেখিয়ে ছিলে।
তাই আজ ওই গানটার উপর বানালাম না।

জানো যখনই গান শুনি,এক দুটো লাইন বানিয়ে ফেলি,
তারপর আবার ভুলেও যাই।
কারন খাবার সময় মোবাইল টা কে আমার বেডরুমে রেখে আসি।

আজ আরেক টা বানাবো,
কিন্তু কি বানাবো জানিনা।

জানো এখন যে গানটাই গাই না কেন,
শুধু তোমার Tiktok এর গান গুলোই মুখে চলে আসে।
জানিনা কেন কিন্তু ভালো লাগে আবার মিস ও করি।

জানিনা কবে আবার tiktok করবে তুমি,
তোমার স্মৃতি গুলো মনে করে মুখে একটু হাসি নিয়ে আসি,
তুমি আমাকে রাগাতে আমি এর সাথে ঘুরতে গেছি,
এর সাথে রেস্টুরেন্ট এ খেতে গেছি।
এসব মিছি মিছি বলে।
আগে রাগ হতো এখন হাসি পায়,
এসব ভেবে কি স্টুপিড ছিলাম আমি আগে।

এক বছর এর মধ্যে জিবন টায়
অনেক কিছু বুঝতে শিখে গেছি।

 শুনেছিলাম যে রাগে তাকে সবাই বেশি রাগাতে ভালোবাসে।
তুমিও আমার সাথে মজা করতে বন্ধুর মত,
তাও তো কথা বলতে fb call এ‌ রোজ।
তখন বুঝতাম না কিন্তু
এই দশ টা মাসএতটা মিস করেছি
অার মিস করে চলেছি তোমাকে গো,
যে কেউ আমার হাত টা কেটে ফেলে,
তো দেখতে পাবে Cindrella নামটাই, লাল অক্ষরে লেখা আছে ওর মধ্যে।

জানিনা আমার কি হয়েছে,
Mein hoon naah,I Hate Love Story movie এর মত,
চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই।
এখন চোখ বন্ধ করছি তো তোমার কিউট পিক টায় চোখের সামনে আসছে।
পুরো কিউট ছোট্ট বাচ্চার মতো লাগছ।
ছোট দের যেমন নরম chubby cheeks টা টিপতে লাগছে,
সেরকম তুমি সামনে থাকলে
তোমাকেও একটা ছোট্ট বাচ্চার মত,
তোমার নরম গাল টাকে টিপতাম।
আমার ছোট্ট বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে,
আমি আমার চার মাসের ভাইপোর সাথে যখনই ওর কাছে বসি,
ওর সাথে সময় কাটাই,
জানি ও কথা বলতে পারবেনা।
কিন্তু আমি যখন বলি তো মনে হয় ও বুঝে আমায়,
আমি কিছু বললে হাসে খুব,
ওর সাথে বসে বসে এক দু ঘন্টা কথা বলে
সময় কি করে পেরিয়ে যায় বুঝতেই পারিনা।
ও কখনো কখনো খুব কাঁদে,তখন ওর কান্না থামাতে
ওর সাথে কথা বলি বা কখনো কখনো ছোট খেলনা নিয়ে বাজাতে থাকি,
এত দুষ্টু যে যতক্ষণ ওর সাথে কথা বলবো,
চুপ থাকবে, যখন কথা বলা বন্ধ করবো আবার কাঁদতে থাকবে।
সেদিন খুব কাঁদছিল,আমি একটা খেলনা দিয়ে ওকে চুপ করাতে চেষ্টা করলাম,
খেলনা টায় ছবি ছিল কিন্তু চাবি টা হারিয়ে গেছে,
তো আমি যতক্ষন বাজালাম ততক্ষণ চুপ ছিল,
যখনই বন্ধ করলাম তখন আমার কাঁদতে শুরু করলো,
হাহা ৪০-৪৫ মিনিট খেলনা টা হাতে করে হিলিয়ে হিলিয়ে বাজাচ্ছিলাম,
হাত ধরিয়ে দিয়েছিল সেদিন আমার ছোট্ট শুভম ভাইপো টা আমার
হাহা এখন নিজের মন ঠিক রাখতে ওর সাথে কথা বলি।
হাহা😀😃😄 কি করবো তুমি এত কিউট যে কি করি,
তোমার tiktoker কিউট বাচ্চা সেজে ভিডিও গুলো
আমার মনের হার্ড ডিস্ক এ রাখা আছে।
যখনই চোখ বন্ধ করে ভাবি,
ওগুলো চোখের সামনে এসে যায়।

জানো আমি মুভি দেখলেও সেটা ভুলে যাই ১ বছরের মধ্যেই,
কিন্তু তোমার ভিডিও গুলো চোখের সামনে ভাসতে থাকে।
কেউ যদি বলে কি এই ভিডিওতে কোন গানটা ছিল,
সব বলে দেব পর পর 😀😃😄।
জানিনা এটা কি,কিন্তু ভালো লাগে।
তুমি ভাববে পাগল ছিল,পুরো পাগল হয়ে গেছে,
হুম্ শুধু তোমার সাথে কথা বলার জন্য পাগল☺️।

খুঁজছি তোমার মতই কাউকে,
যে পুরো যেন Duplicate Cindrella হয়,
জানি Cindrella তো একটাই তাও ঠাকুর কে বলি,
একটা ডুপ্লিকেট Cindrellaর জন্ম দিয়ে আমার জিবনে এনে দাও,
এই বন্ধুটাকে কেন এত ভালো লাগে জানিনা,
যেটাই বা করে,সেটাই ভালো লাগে।
কোন কিছুই খারাপ লাগেনা।
ও আমাকে যাই বা বলুক,
সব কিছুই ভালো লাগে।
জানিনা মনে হয়, রাগার মধ্যে যদি ভালোবাসা একটু লুকিয়ে আছে তো,
তাই তো আমাকে যা ইচ্ছে বলেছে,
তাও আমার ভালো লাগে সব কিছুই।

রাধা কৃষ্ণ ভগবান কে রোজ বলি,
আমার রাধার সাথে একটু কথা বলিয়ে দাও।
তোমরা যেমন একটা ভালো বন্ধু ছিলে,
হুম্ প্রেমিক প্রেমিকা ছিলে।
কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম অার বেশি কিছু না।
হুম্ জানি আমি ভালোবেসেছিলাম,
ভালোবাসি অার সারাজীবন ভালোবাসবো।
রাধা কৃষ্ণের ভালোবাসা সারা পৃথিবী জানে,
আমার এই একতরফা ভালোবাসা শুধু এই ব্লগ ডাইরিতে রইলো,
কিন্তু কেউ যদি আমার অার তোমার নাম গুগলে খুঁজে তো
আমাদেরকে খুঁজে পাবে। 🤗
তোমার নামের সাথে Cindrella লিখলেও যেন খুঁজে পাবে।
তোমার নামের সাথে friendship story লিখলেও খুঁজে পাবে এই ব্লগ টাকে।
Google মামার‌‌ও যেন ভালো লেগেছে🥰।
আমার তোমার নাম ফ্রেন্ডশিপ স্টরি গুগল মামার ও পছন্দ যেন,
খুঁজলেই পাবে আমাদেরকে।
রাধা কৃষ্ণ ভগবান তোমরা যেমন সারা জিবন ভালো বন্ধু হয়ে রইলে,
আমরাও যেন একটা ভালো বন্ধু হয়েই থাকি।
ওর সাথে আমার কথা বলিয়ে রাধা মা কৃষ্ণ ভগবান প্রভু।

কি সুন্দর কোয়েল ডাকছে,
মিষ্টি আওয়াজ কয়েলটার,
যেন সে তার প্রেমিক/প্রেমিকা কে ডাকছে,
আয় একটু এই মিষ্টি রোমান্টিক ওয়েদার টাকে উপভোগ করি আনন্দে নেচে নেচে গান গিয়ে।
 মুষলধারে এখন বৃষ্টি হলোতো তাই মনে হয়
তার মনের মানুষকে ঘরে ফিরতে ডাকছে।

ওই Cindrella তুমি আমার জিবন,
তোমার নাম লিখলেও যেন মন টা খুশি হয়,
দিনে কতবার তোমার নাম টা নিই
যে শুধু আমি জানি বন্ধু।

ওই Cindrella একবার মেসেজে অার বকে নাও না,
কিন্তু তার পর যেন বলো,
যেমন ২০মে তে বলেছিলে,
আমি যখন চাইবো তখন কথা বলবো,
যখন চাইবনা তখন কথা বলবনা।

ওই Cindrella ওই বন্ধু তুমি কেন এত ভালো,
জানি একটু রাগ আছে,কিন্তু তুমি বোঝ আমায়,
কিন্তু একটু Tiktok অার কথা বলতে রোজ তো,
আমার যে পাহাড় টা গেছলো মাথা থেকে ২০ মের পর থেকে,
আবার যেটা ২৫মে থেকে এসে গেছলো।
সেটা যেন দূরীভূত হবে
অার আমরা দুজন ভালো বন্ধু থাকবো।

ওই আমার মিষ্টি বন্ধু Cindrella,
তোমার দুটো কথা আমার মন ভালো করে দেয়।

ওই Cindrella ওই আমার চোখে দেখা পরী দেবী,
এই বন্ধুটার সাথে একটু কথা বলে দেখো।
দুজনেই খুশিতে থাকবো গো।
ভালো থেকো বন্ধু সারা জিবন।

এই মাত্র তোমার পেজ টা কোন ধার থেকে চোখের সামনে এলো,
বাহ্ ২০১৬ এর ২৬ ফেব্রুয়ারি থেকে পেজটা চলছে,
খুব ভালো বন্ধু, রোজ ছবি আঁকো
অার পেজ টায় পাবলিশ করো।
অার hash tag দিতে ভুলবেনা গো।
কিছু relevant hash tag use করবে,
আরো অনেক মানুষের কাছে পৌঁছাবে।

আমিও একটা রেকমেন্ড করে দিলাম,
জানি তুমি সব নিজে করতে পারো,
আমার সাহায্য কখনো নিতে চাওনি,
কিন্তু তাও আমার ভালো লাগে,
তোমার সাহায্য করতে বন্ধু।

তুমি যদি এবারে কিছু বলতেও চাও তো,
বলো বন্ধু শুনবো মন দিয়ে গো :)

অনেক লিখলাম এবারে একটু কাজ করি যায়,
রাতে একটা গান বানাতেও হবে তো।

ভালো থেকো আমার চোখে দেখা মিষ্টি পরী Cindrella।
তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে🥰।

#FacebookPage #tiktok #bengali #crazyforyou #love #Cindrella

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...