Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ধন্যবাদ ভগবান আজ একটা আজব স্বপ্ন দেখালে,যেটা কিন্তু খুব মিষ্টি স্বপ্ন 🥰🤗
ধন্যবাদ ভগবান আজ একটা দারুণ স্বপ্ন দেখালে,
কাল সারা দিন মন টা খুব খারাপ ছিল,
খুব শীঘ্রই ঘুমিয়ে পড়েছিলাম কাল,
সারা রাত ধরে শুধু তোমাকে দেখেছি বন্ধু,
জানো কি দেখেছি,
দেখছি কি তুমি আবার Tiktok করছো।
একসাথে ১১-১২টা tiktok বানিয়েছ,
কি সুন্দর সুন্দর tiktok গুলো ছিল,
জানো একটা দেখলাম কি,তুমি একটা গাছের নিচে মাটিতে দুটো গোলাপ ফুল পুতেছ,
দুটো গোলাপ ফুল এক সাথে আছে।
মনে হয় সেটা তুমি অার তোমার মনের মানুষ,
ভগবানকে প্রার্থনা করে বলেছ যে,
আমরা দুজন যেন এক সাথে থাকি।
আমিও চাই তুমি সারা জিবন ভালো থেকো।
কোন কষ্ট যেন তোমাকে না ছুতে পারে কখনো,
সব সময় আমার বন্ধুর মুখে মিষ্টি হাসি টা থাকে।
খুব সুন্দর ছিল ওই ভিডিও টা।
তার পর একটা ভিডিও বানিয়েছিলে,
একটা তোমার বান্ধবীর সাথে হাত ধরে
কোন একটা গান গাইছিলে,
ওটাতে তোমাকে একটু আলাদা Cindrella লাগছিল,
যেমন লন্ডন ইউনিভার্সিটি টে পড়লে,
মেয়ে রা যেমন গেঞ্জি, ছোট চুল বানিয়ে রাখে,
ঠিক পুরো ওদের মতো একটা কিউট Cindrella লাগছিল🤗।
জানিনা তুমি ভাবছো আমি মিথ্যে বলছি,
কিন্তু জানিনা এটা কি স্বপ্ন ছিল,
আরো অনেক গুলো স্বপ্ন দেখলাম,
যার মধ্যে ওই গান টা র একটা বানিয়েছিলাম,
জানেমন জানে মন তেরে হি নজর...
এরকম একটা মনে হয় tiktok আগেও বানিয়েছিলে মনে হয়।
আরও অনেক গুলো দেখলাম ভিডিও আজ,
সত্যি বলছি তোমাকে খুব ভালো লাগছিল।
ভগবান যেন তোমাকে সারাজীবন এরকম খুশিতে রাখে।
ওই বন্ধু তুমি বলো এটা কি, সত্যি অবাক না,
আমি ভাবলাম এটা কি সত্যি না মিথ্যে,
হঠাৎ এখন ঘুম ভেঙে গেল।
এই ভোরের স্বপ্ন এটা,
ওই বন্ধু দেখ ভগবান আমাকে তোমার Tiktok ভিডিও দেখাচ্ছে,
যেখানে তুমি সেগুলো বানাও নি এখনও।
ওই আমার মিষ্টি বন্ধু তোমাকে সুপ্রভাত জানাতে ভুলে যাচ্ছিলাম।
মন টা খুব খুশি কারন তোমাকে সারা রাত স্বপ্নে দেখলাম।
আরও অনেক গুলো স্বপ্ন দেখলাম।
কিন্তু স্বপ্ন জানোই মনে থাকেনা সব।
তাই এই একটু আগে দেখলাম,
তাই উঠে ভাবলাম লিখে ফেলি,
যদি ভগবান তোমাকে আমার এই মেসেজ টা কোন করে পাঠিয়ে দেয়।
অার তোমার মুখে একটু মিষ্টি হাসি নিয়ে আসতে পারি,
সেটাই আমার জন্য অনেক বড় উপহার।
ভগবান আমাকে যেন রোজ ওর ই স্বপ্ন দেখাও,
ওকেই যেন সারা রাত স্বপ্নে দেখি।
ওর হাসি মুখ টা স্বপ্নে দেখেও নিজে খুশি থাকবো একটু ।
কাল মনে আছে,লিখেছিলাম কবিতায়
ঠাকুর ওকে যেন আজ স্বপ্নে এনে দিও,
ওকে যেন স্বপ্নে দেখতে পাই।
দেখলে ঠাকুর আমার কথা শুনে যেগুলো ছোট খাটো,
হুম্ জানি আমাদের বন্ধুত্ব র জন্য ঠাকুর পরীক্ষা নিচ্ছে আমার এখনও পর্যন্ত,
পরীক্ষা নিক কিন্তু আমার ছোট খাটো আবদার গুলো তো
ঠাকুর আমার পুরন করে দিচ্ছে।
আমি ওটাই খুশি।
তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি,
যেন মনে প্রেমের সাগরে ভাসি।
তোমার চোখের কাজলের অপলোক দৃষ্টি,
যেন মনে হয় ভগবানের এ কি সৃষ্টি!
তোমার কালো চোখের মায়ায়,
হারিয়ে ফেলি জীবনের পথ।
তোমার পলক না ফেলা চোখ,
যেন থমকে যায় হৃদ স্পন্দন।
চলো আবার ভালো বন্ধু হই,
সুখে দুখে একসাথে রই।
তোমার মিষ্টি হাসি শুনে আমি ভালো থাকি,
তোমার মিষ্টি মুখ দেখেই জীবনের পথে আমি আগাতে পারি।
ওই বন্ধু সব ভুলে, বাড়িয়ে দাও তোমার হাত,
থাকবো আমরা দুজন বন্ধু হয়ে এক সাথ :)
#ThankGod #thankyou #God #GodIsGreat #kindtoall #missyou #takecare #letsbefriends #letstalk #heartbeat #blackeyes #dream #joycindrella #friendsforever

Comments
Post a Comment