Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| Love means only sex or not? |
ভালোবাসা❤️ মানে কি শুধু যৌনতা👩❤️💋👨 না শেষ ঠিকানা👩❤️👨
ভালোবাসা মানে কি শুধু যৌনতা?
আজ কিছু পড়লাম,
ভালো লাগলো পোস্ট টা পড়ে।
তাই নিজের লাইনে কিছু লিখছি,
যেটা আমি ভাবি অার করেছি।
কিছু লাইন আমার একটা বন্ধুর কাছ থেকেও ধার নেওয়া।
ভালোবাসা মানে কি শুধু যৌনতা,
আমি ভাবিনা শুধু যৌণ জিবন একটা ভালোবাসা।
ভালোবাসা মানে একটা প্রেম,
দুটো আত্মার মিলন,
দুটো মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধা,সম্মান।
ভালোবাসা মানে কি স্বামী ঘর এলে বউ এর সাথে শুধু যৌনতা করাই নয়,
ভালোবাসা মানে স্বামী ঘর এলে বা ঘর থেকে বাইরে যাওয়ার সময়,
বউ এর কপালে একটা মিষ্টি চুম্বন দিয়ে তাকে সারাদিনের সমস্ত অাদর দেওয়া।
তাকে বোঝানো যে সে তাকে কতটা ভালোবাসে।
ভালোবাসা মানে রোজ রোজ যৌনতা করাও নয়,
যদি একজনের ভালো লাগেনা তো আরেক জনকে বোঝা।
এই সব করে বিনা প্রটেক্সন ইউজ করে,
যে একটা স্ত্রী কতটা কষ্ট পায় সেটা বোঝা।
একটা মেয়ে যে কতটা কষ্ট পায়,
যখন বিনা প্রটেকশন এ শুধু স্ত্রীরা
রোজ রোজ ওষুধ খেয়ে থাকে,
যাতে তার স্বামীর মন ভালো থাকে,
অার সন্তান যেন না হয়ে যায়।
একটা কথা বলতে চাই,
জিবনে এখনও কোন মেয়েকে কিস ও করিনি,
কিস করার সময় কি নাখ লাগে কি না,
সেটাও জানিনা, যেরকম 3 Idiots movie তে বলেছিল,
তাই অভিজ্ঞতাও নেই এই ব্যাপারে।
পুরো নিল আছি,একটু immature ও তো,
তাই ভালোবাসা থেকে বঞ্চিত রয়েছি।
না কখনো ভালোবাসা পেয়েছি,
যাকে ভালোবেসেছি সে আমার থেকে দূরে চলে গেছে।
একতরফা ভালোবাসায় জিবন চলেছে।
তাই আমার কোন অভিজ্ঞতা নেই,
শুনেছি পড়েছি যে মেয়েদেরও কষ্ট হয়
তার ইচ্ছার বিরুদ্ধে রোজ করলে।
জানি আমার জিবনে এরকম কোন মানুষ আসেনি,
বা কোন ঘনিষ্ট শারীরিক সম্পর্কে কোন দিনও পড়িনি।
না এখনো আমার বিয়ে হয়েছে তাই আমি এরকম ভাবছি।
আপনাদের যদি কেউ পড়ছেন তো,
হতে পারে আপনাদের অভিজ্ঞতা আছে,
যদি বিবাহিত বা বি.এফ জী এফ আছে তো,
হতেই পারে কারন এটাতে দুজনের সহ মতিতে করে থাকেন,
তাই কেউ কেউ হাসতেও পারে এই ব্লগ টা পড়ে,
আমার তাতে কিছু যায় আসেনা।
কিন্তু যেটা ভাবি, ভালোবাসা মানে শুধু যৌনতা হয়,
তাকে মন দিয়ে ভালোবাসা।
তার ছোট্ট কোন আবদার,
কোন স্বপ্নকে আপন করে পূর্ণ করাটাই ভালোবাসা আমার কাছে।
তার মিষ্টি মুখের হাসি দেখেই নিজেকে ভালো রাখা,
এটাই ভালোবাসা আমার কাছে।
যার একটা ভিডিওতে প্রশংসা করে
তার থেকে একটা ধন্যবাদ এর রিপ্লাই এটাই ভালোবাসা আমার কাছে।
যার মন ভালো রাখতে কি কি করা যায়,
কি ভাবে ওর মুখের মিষ্টি হাসি দেখতে পাই,
এটাই ভালোবাসা আমার কাছে।
যার ভিডিও ফটো দিনে ১০০ বার দেখলেও
যেন আরেক বার দেখি,
এটাই ভালোবাসা আমার কাছে।
যার দেবীর মত সাজা,
শাড়ি কপালে লিপস্টিক দিয়ে সিঁদুর,
মিষ্টি ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে
গান গাওয়া বা অ্যাক্টিং করা,
এটাই ভালোবাসা আমার কাছে।
সে যাই বা করুক না কেন,
সবকিছুই ভালোলাগা।
এটাই ভালোবাসা আমার কাছে।
যে আমার উপর রাগ করে থাকবে,
তাও তাকে রোজ রোজ বুঝিয়ে চলা,
তার নিয়ে মিষ্টি মিষ্টি কিছু লেখা
এটাই ভালোবাসা আমার কাছে।
গলার আওয়াজ ভালো নয়,
তাও শুধু তাকে ভেবে রোজ গান বানানোর চেষ্টা,
এটাই ভালোবাসা আমার কাছে।
অার একটা আমার মিষ্টি বন্ধুর কথায়,
ভালোবাসা মানে একটু মিষ্টি অনুভূতি, ঝগড়া,
মান অভিমান, কেয়ার, খুনসুটি,
রাগারাগি,আবার পরে ভাব করা,
যত যাই হোক এটা জানা যে
সে কখনো ছেড়ে যাবেনা,
বলতে পারো শেষ ঠিকানা❤️
কি করবো ভালোবাসা কে শুধু মন থেকে অনুভব করেছি,
তাই মনে আমি এই যৌনতা এসব থেকে ওয়াকিবহাল।
নারীরা দশ মাস ধরে বাচ্চাকে গর্ভে ধারণ করে রাখে,
ছেলেদেরকে একদিন যদি পেটে
১০ কেজির পাথর রাখতে বলে তো,জিবন যেন ওষ্ঠাগত হবে।
নারীরা প্রসবের সময় যে কষ্টটা অনুভব করে,
সেটা একটা পুরুষের ওখানে লঙ্কা গুরো দিলে,
কি কষ্ট পাবে সেটার চাইতেও ভয়ঙ্কর।
তাও নারী সমাজ কে পুরুষেরা পা এর তলায় রাখতে চাই,
আমি পুরুষ কিন্তু আমার মনে হয় যদি
নারী পুরুষ দুজনের সবকিছুতেই সমান অধিকার হয়,
তাহলেই একটা দেশ একদিন পৃথিবীতে সবচেয়ে আগে থাকবে।
আমি জানিনা আজ কি লিখলাম,
একটু বোল্ড লিখলাম,
যেটা সবার ভালো নাও লাগতে পারে।
এটা আমি আমার ডাইরি টে লিখছি এখানে,
নিজের মতামত বাইরে কোন public পোষ্টে লিখে
তাদের সাথে সারা দিন তর্কে জুড়িয়ে থেকে সময় নষ্ট করিনা,
তাই এটা আমার নিজের ডাইরিতে লিখলাম।
কেউ যদি কখনো পড়ে থাকতো,
ভালো খারাপ যাই ইচ্ছে কমেন্টে লিখতে পারো।
আমি সম্মান করবো যারা লিখে
তাদের মতামত জানাবেন এখানে।
#whatislove #husband #wifeylife #whatdoyoumeanbylove #dairy #love #Respect #MutualUnderstanding

Comments
Post a Comment