Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আজ expired ওষুধ💊💊💊 খেয়ে দিনটা চালালাম কোন করে👨💻
আজ expired ওষুধ খেয়ে দিনটা চালালাম,
কি করবো নতুন ওষুধ গুলো তো এই দু দিন ধরে পাওয়া যাচ্ছেনা।
বুঝলেনা তো,expired ওষুধ মানে তোমার পুরনো Tiktok ভিডিও গুলো,
যেগুলো আমার মাথার মেমোরিটে স্টোর করা আছে।
ওগুলো চোখের সামনে নিয়ে এসে,দেখছি।
কিন্তু তাও মাথা ধরে গেছলো,অার চোখ ভিজে গেছলো।
যেমন তোমার ২৬জানুয়ারিতে লাল শাড়ীটা পরেছিলে,
যেটায় তোমার এক বন্ধু ভালুক বলছিল তোমাকে,
ওটা টে তোমাকে খুব মিষ্টি লাগছিল।
তারপর সেই নীল শাড়ীটা যেটায়
একজন মেয়েদের শাড়ির খুব প্রশংসা করছে।
ওটাই তুমি পার্বতীর মত লাগছিলে ।
তোমার মীরা সেজে Achyutam Keshavam Krishna Damodaram
এই গানটা যেন চোখের সামনে ভেসে ওঠে
তুমি মীরার মত সেজে কি সুন্দর লাগছিলে গো।
তোমার ছবি আঁকার সাথে বানানো সুন্দর মন্দির টা,
ওটা না দেখলে আগে দিন শুরু হতনা।
তোমার ভাইয়ের সাথে দুটো ভিডিও,
কত কিউট লাগছিলে তুমি।
তোমার বাচ্চা সেজে ভিডিও গুলো
Aacha to nhi lagta to ..
Baat khatam..
এটায় কি সুন্দর অ্যাক্টিং করেছিলে।
Sab mujhko dekhe এই গানটায় যেন মনে হচ্ছে,
কোন অ্যাকট্রেস এর মত সুন্দর লাগছিলে।
পূর্ণিমা সন্ধ্যায় গানটায় কি মিষ্টি লাগছিলে,
সব গুলো চোখের সামনে চলে আসছে।
জানিনা এটা কি,মন খুশি হয়
একটু খারাপও লাগে যখন
তুমি Tiktok করা বন্ধ করলে।
তোমার মুখে হাসি দেখতে চাই সারা জিবন,
ওই বন্ধু কাল ভিডিও বানিও,
আমাকে কাল ওষুধ টা খেতে দিও।
ভালো থেকো, শুভ রাত্রি বন্ধু,
সারা জিবন খুশিতে থেকো
তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
#medicine #happiness #love #friendshipgoals #tiktokindia #ExpiredMedicine
Comments
Post a Comment