Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| Be happy my sweet friend 👸 |
https://m.facebook.com/story.php?story_fbid=614529429119359&id=445924022646568
==================================
প্রথমত জানাই তোমায় একগুচ্ছ ফুলের বন্ধুত্বের ভালোবাসার ধন্যবাদ,
তুমি ভাবছো আমি কি করলাম আমাকে কেন বলছে?
জানো বন্ধু, তিন চার দিন তোমার একটাও ভিডিও দেখতে পাইনি,
দুদিন ধরে মন টা খুবই খারাপ ছিল।
মনে হচ্ছিল যেন আমার জন্যই তুমি আবার tiktok বানানো বন্ধ করলে,
কাল অফিস আসিনি সারাদিন তোমাকে ভাবছিলাম আর মন টা এতো খারাপ ছিল যে কি বলি।
ভাবছিলাম পার্টি করি,মন ভালো থাকবে,
একটা বন্ধু কে ,একটা বান্ধবী কেও বললাম
যারা উল্টো পাল্টা খায়,
কিন্তু ভগবান যেন কিছু অন্য চাই,
তাই ওদেরও কাল অফিস থেকে আসা অনেক রাত হলো,
ভগবান যেন আমাকে খারাপ সঙ্গ থেকে দূরেই রাখে।
তাই কি আর করি,সারা রাত তোমার ভিডিও গুলো দেখছিলাম,
তোমার ফেসবুক প্রফাইল যেন দিনে ১০০ বারের চাইতে বেশি দেখি রোজ,
আজ সাই বাবার পুজো ছিল,পুজো করলাম
ভগবান কে বললাম,আমাকে কাজে মন দাও,
যদি পারতো আমার মিষ্টি বন্ধুর মন ভালো করে দিও আর একটু কথা বলিয়ে দাও,
আর ওর মন ভালো থাকে,শরীর সুস্থ্য থাকে,
আর রোজ যেন ভিডিও বানায়।
কারন ওটাই আমার বাঁচার প্রাণ,
তাই ভগবান যেন একটু দয়া করলো আমার উপর,
আর তোমার দুটো খুব মিষ্টি ভিডিও দেখতে পেলাম।
আমি ভাবছিলাম তুমি মনে হয় ছবি আঁকছিলে এই দু দিন ধরে,
নাহলে শরীর ভালো নেই।
ছবি টা এঁকে গান টা শুনে অনেক কিছুই বুঝলাম।
"তুমি যাকে ভালোবাসো/স্নানের ঘরে বাষ্পে ভাসো/তার জীবনে ঝড়।
তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি,আমার দারুন জ্বর।
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর"
বন্ধু তুমি তোমার মনের মানুষের সাথেই থাকো ভালো,
একবার বলেছিলাম ওই মিষ্টি তিনটে কথা,
আর তার পর থেকে তোমার কাছ থেকে,
একটা বন্ধুর চাইতে বেশি কিছু হতে চাইনি।
জানি তুমি দরজায় খিল দিয়েছ
আমি কিন্তু একটা বন্ধু হয়ে তোমার দরজার বাইরে গ্রীষ্ম হোক, বা বর্ষা হোক বা শীত হোক,
দাড়িয়ে আছি ,দাড়িয়ে থাকবো তোমার বন্ধুত্বের হাত টাকে ধরার জন্য একদিন।
জানিনা কবে রাধা কৃষ্ণের আশীর্বাদে ওই মিষ্টি দিনটি দেখার সুযোগ পাবো।
তুমি ভেবোনা আমি আমার ঘর বাঁধবো,
কিন্তু তোমার মত একটা মিষ্টি মেয়ে না পেলে ঘর বাঁধবো ই বা কি করে,
যাকে দেখলে যেন মন শান্ত হয়ে যায়,
যাকে দেখলে যেন ঠাকুরের স্থানে বসিয়ে পূজো করতে ইচ্ছে হবে।
কি করবো তোমার মত কাউকে পাচ্ছিনা তো।
কাজেতেও যেন কারু নজর লেগে গেছে,
ফেসবুক এ সবজায়গায় ঢাক পিটিয়ে বলেছিলাম,
১৪০ জনকে কাজে রেখেছি আমার কোম্পানিতে।
মনে হয় অনেক জনের খারাপ নজর পড়লো,
দু মাসের মধ্যেই একে একে সব ছেড়ে দিল।
জানি তাদের পরীক্ষা চলছে কিন্তু তাও
যেন মানুষের নজর লেগে গেলো।
মার্কেটিং করতে গেলাম তো সব যেন শেষ হয়ে গেল,
কিন্তু থামবনা এই বলে,আবার কিন্তু এগিয়ে যাবো।
মা বলছে দাদা বলছে "মানুষের হায় নিশ্বাস পড়ে যায়,তাই এরকম লিখতে নেই"
রাগ হলো শুনে,ভাবলাম ঘর থেকে demotivate করছে,
কিন্তু ঠিকই বলছে, যদি ঈশ্বর আছে তো শয়তানও আছে পৃথিবীতে,
আলো আছে তো আধারও আছে।
মা বলছে "তুই খুব সরল,সব কিছু সবাইকে বলেদিস,
এত বড় শহরে থেকেও তুই নিজের কাজ ছাড়া কিছু শিখলিনা।"
সত্যি ঠিকই বলছে,কাজ ছাড়া আর কিছু পারলাম না করতে।
মানুষ কে জবে একটু হেল্প করতে জানি আর নিজের কাজ জানি,
আর কিছুই জানিনা যেন।
কি করবো আমি তো এরকমই।
না কখনো খারাপ মানুষের সাথে মিশেছি,
এখন মিশতে চাইলেও আমাকে ভগবান ওখান থেকে দূরে করে দেয়।
শুধু নিজের মা বাবার আর তোমার কথা টা পুরন করতেই যেন বেঁচে আছি।
আর জিবনে না আনন্দ আছে না আর না কিছু আছে,
তাই আজ থেকে ঠিক করলাম, আবার আগের মত ১৪-১৬ ঘণ্টা অফিসেই থাকবো,
জানি কাজ করতে ইচ্ছে হবে না,
কিন্তু যাই বা কাজ হোক,
ঘর গেলে না ঘুম পাই না কিছু করতে ইচ্ছে হয়,
শুধু ভাবি তোমাকে একটা মেসেজ করি,
কিন্তু আর একাউন্ট বানাতেও ইচ্ছে হয়না,
পারলে তোমার জন্ম দিনে উইশ করতে একটা একাউন্ট বানাবো আর তোমাকে মেসেজ করবো।
যদি তুমি সব ঠিক করে দাও।
জিবনে সবচেয়ে খুশির দিন সেটাই হবে।
ওই বন্ধু জানিনা কেন তোমার সব কটা গানের ভিডিও গুলো আমার সবচেয়ে প্রিয় লেগেছে,
আজ তো তোমার এই গান টাকে caller tune বানালাম।
জানিনা কেন ভালো লাগলো গান টা ,
প্রথমবার শুনলাম, দারুণ লাগলো,
ভেবেছি তোমার সব গান গুলোকে একজায়গায় একত্রিত করে একটা অ্যালবাম বানিয়ে রাখি।
দেখি বানাবো আর যখন মন শান্ত করার থাকবে তখন সেগুলো শুনবো
আর নিজেকে খুশি রাখবো 🙃
তুমি ভালো থেকো বন্ধু,খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে 😊

Comments
Post a Comment