Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
সম্বন্ধ আসে আর যায়, কিন্তু তোমার মত মিষ্টি বুদ্ধিমতী আর যেনো নাই
==================================
আবার অনেকদিন পর একটা সম্বন্ধ এলো,
আমাকে বললো খুব ভালো দেখতে,
আমি ফটো টা দেখেই না বলে দিলাম,
কি করবো আমি যেরকম চাই সেরকম পেতে হলে
কোন ভালো মেয়েকে ভালোবাসতে হয়,
এটাতো ভগবান আমার জিবন থেকে কেড়ে নিয়েছে,
সবসময় ভালোবাসা একতরফা রয়ে গেল।
আগে সাহস ছিলনা বলার ,
আর এখন বলার পর বন্ধু হয়ে থাকতে চাইলাম,
কিন্তু বিধির বিধানে সেটাও যেন ছিলনা,
হাসি খুশি হারিয়ে ফেললাম।
দিদি বলছে, তুই যতদিন না তাকে ভুলতে পারবি,
তোর কাউকে ভালোলাগবে না😅
আমি বললাম, একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই,
ভালবাসা পাবো এটা আমি ভাবিনি।
হুম একটু যেন ওর মতো মিষ্টি বুদ্ধিমতী হয়,
সেটার জন্য ১-৫ বছরও লাগে তো লাগুক,
তার মধ্যে আশা করি আমার বন্ধুর মন টাকে খুশি করতে পারবো,
আর রাধা কৃষ্ণ যেন তখন একটা ওর মতো মিষ্টি মেয়ে আমার জিবনে এনে দেয়।
যে আমাকে খুব ভালোবাসবে,আমাকে বুঝবে,
CEO তো আর তাকে বানাতে পারলামনা।
সেতো আমার স্বপ্নের CEO হয়েই থাকলো।
দিদি বলছে আর তোকে পারলামনা।
আমি বললাম যা মরজি ঘাড়ে দিয়ে দিলে,
এক বছরের মধ্যেই ঘর ভেঙ্গে যাবে।
তাই অপেক্ষায় রইলাম,ভগবান কিছুতো ভালো রেখেছে।
একটা ম্যানেজার ও পেলাম,
কিন্তু সে আবার তোমার জন্মদিনের দিনে কাজ শুরু করবে।
আশা করি তোমার জন্মদিনের সাথে
আমার কাজ ও যেন এগিয়ে যায়।
স্বপ্ন আছে এই বছরের মধ্যেই ১০০০ জনকে কাজে রাখবো।
শুধু ভগবানের কৃপা হলেই সব কিছু সম্ভব হবে।
তাই ম্যানেজারের সাথে সারাদিন বসে শুধু কাজ করবো,
তোমাকে ও আর ভাববো না,
তোমাকে জুলাই ২০১৯ থেকে বোঝালাম,
২১ আগস্ট লাস্ট মেসেজ,
তাও ভাবলাম ভগবান সব ঠিক করবে যদি সত্যি পৃথিবীতে রয়েছে তো।
জানিনা কবে তুমি আমাকে বুঝবে আর একটু কথা বলবে।
তোমার সবসময় ভালো চাই,
রোজ আমি তোমাকে দেখেই মন ভালো রাখি।
খারাপ মেয়েদের সাথে বন্ধুত্ব করছি,
দেখি কি খারাপ করতে পারে ওরা আমার,
খুশিতে থাকতে হবে তো,
তোমাকে ভুলতে হবেতো।
দেখি ওদের সাথে থেকে যদি তোমায় ভুলতে পারি,
আবার তোমায় বলছি,
তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি,
সবসময় খুশিতে রাখতে চাইলাম,
পারতো এই বন্ধু টাকে একটা সুযোগ দিও বন্ধু।
ভালো থেকো খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে 😊

Comments
Post a Comment