Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
রাধা কৃষ্ণ ভগবান ফিরিয়ে দাও আমার মিষ্টি বন্ধু কে 🙏
===================================
তোমাকে শুধু খুশি দেখতে চেয়েছি,
মন ভালো নেই একটুও আজ,
বালিশটা আবার আজ ভিজে যাচ্ছে।
একটাই ভুল করে ছিলাম ,
তোমাকে খুব ভালোবেসে ফেলেছি।
জানি এটা কখনও সম্ভব নয়।
তাই সারা জিবন একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই।
জানিনা কেন এরকম হলো আমার সাথে,
কার ক্ষতি করেছিলাম যে ভগবান আমাকে এভাবে রোজ কষ্ট দিয়ে চললো।
শুধু তো ভালই বেসেছিলাম তাও বন্ধু হয়ে থাকতে চাইলাম।
কাল একটা duet বানালাম অন্য মেয়ের সাথে Tiktok এ,
তাই কাল প্রফাইল পিক চেঞ্জ করলাম
যাতে তুমি দেখো আর ভূল ভাববেনা আর।
কিন্তু কে জানত তুমি আবার রেগে ব্লক মেরে দেবে।
আবার একটা টিক্তক একাউন্ট শেষ নিশ্বাস ত্যাগ করলো আজ।
কি করবো তোমাকে না দেখে থাকতে ও পারিনা,
তাও আবার একটা একাউন্ট বানিয়ে ফেললাম।
আবার তোমার মিষ্টি মিষ্টি ভিডিও গুলোতে লাইক দিতে শুরু করলাম।
কি করবো তোমার Tiktok আর ফেসবুক একাউন্ট এ ছবি না দেখলে মন ভালো থাকেনা যে।
তোমার মিষ্টি হাসি, ছোট্ট দের মত অ্যাক্টিং না দেখে থাকতেই পারিনা।
জানিনা কেন এরকম হলো।
জানিনা কোন ছেলে কাউকে এতটা ভালোবাসতে পারবে।
কি করবো আমি উল্টো মানুষ।
ছেলেরা গালসদের ছেড়ে দেয়,
আর ব্লক করে দেয়,
আর তুমি আমাকে ছেড়ে দিলে।
৫০-৬০ টার উপর একাউন্ট ব্লক মেরেও তোমার রাগ কম করতে পারলামনা।
আবার এটা পড়ে মনে হয় আর আবার মারবে ।
তুমি যত ব্লক মারো না ,আমার ভালোবাসা ততো বেড়ে যায়।
তোমার মুখের মিষ্টি হাসি শুধু দেখতে চেয়েছিলাম।
কিন্তু এই হাসিটা দেখার জন্য এভাবে
তোমাকে কমেন্টে, কবিতা লিখে বোঝাতে হবে,
জানতাম না বন্ধু আমার।
তোমার জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালাম।
খুশিতে থেকো বন্ধু,
পারতো এই বন্ধু টাকে একটা সুযোগ দাও,
লিখছি কি আমার মাথা টা যেন ব্যথা করছে।
ভগবান ও ভুল করে থাকে,
ভগবান ও তার জন্য প্রায়শ্চিত্ত করে সব ঠিক করে,
আমার একটা ভুলের জন্য আমাকে আর এভাবে কষ্ট দাওনা।
আমি তোমার সাথে ২ মিনিট কথা বলতে চাই,
আর না চেয়েছি ভালোবাসা,
না বলছি একটু দেখা করার।
জানি তোমার জিবনে একজন আছে।
কি করবো যারা আমার জীবনের খুব কাছের
তাদের সাথে না কথা বলে থাকতে পারিনা।
খুব মিস করছি বন্ধু,
সরি আবার , ক্ষমা করে দাও।
হাত টা বাড়ালাম, এই বন্ধুর হাত টা ধরো একটু।
খুশিতে থাকো বন্ধু ।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।

Comments
Post a Comment