Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| তুমি তো আমার হাসি👩🎨 |
তোমাকে না দেখে কি করে আমি থাকি।
জানি আমি তোমার যোগ্য নই,
তাই তো একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই।
তোমার Tiktok আমার দিন চলার সাথি,
তোমার মিষ্টি ভিডিও আমার মন ঠিক রাখার একমাত্র সাথি,
তোমাকে না দেখে আমি ঘুম ভাঙ্গাইনা,
অফিস এ গিয়ে তোমাকে না দেখে আমি কাজ শুরু করিনা,
কাজের চাপ থাকলে তোমার হাসির ভিডিও গুলো দেখি,
যখন কোন কাজ আটকে যাই,তখন তোমার ঠাকুরের ভিডিও গুলো দেখে ঠাকুরকে প্রার্থনা করি,
মাথা যদি ব্যথা করে তো তোমার ছোট্ট কিউট বাচ্চা সেজে জে ভিডিও গুলো বানাও ওটা দেখে ওটা দেখলে ব্যথা দুর হয়ে যায়,
জানিনা কেন এরকম হলো।
সিঙ্গেল দের বিবাহ অভিযান গ্রুপে দের লাখ মেয়ে দেখলাম,
কিন্তু কাউকে ভালো লাগেনি,
সাদি, ম্যাট্রিমনি,জিবন সাথিতে এক লাখের উপর মেয়ে দেখলাম কিন্তু কোন ভালো লাগলোনা,
রোজ দেখি ভাবি একটা মিষ্টি বন্ধু তোমার মত যদি পাই,
যে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকবে,
আমাকে বুঝবে,আমাকে একটু ভালোবাসবে,
একটু আমার ফিলিংস গুলো বুঝবে,
একটু আমাকে সম্মান করবে।
কিন্তু একটাও পেলামনা এত খুঁজলাম তাও।
টাকা দিয়ে রেজিস্টার করলাম,
ভাবলাম যদি একটা ভালো বন্ধু খুঁজে পাই,
কিন্তু টাকাটাই যেন জলে চলে গেলো।
বাড়িতে বলিনি নাহলে মোটা ধুমসা মেয়ের সাথে বিয়ে না দিয়ে দেয় ।
তাই মন ভালো রাখতে মাঝেমাঝে ভালো খাবার খেতে থাকি,
জানি বাইরের খাওয়া ভালো নয় বেশি,
শরীর খারাপ হবে, আর রাতের কাজ
শরীর ও মাঝে মাঝে খারাপ করে দিচ্ছে।
কি করবো ভালো খেয়ে মন ভালো রাখি।
তোমার জন্মদিন সামনে চলে এলো,
ভেবেছিলাম আমার মিষ্টি বন্ধু কে ফোন করে উইশ করবো,
কিন্তু আমাকে এখান থেকেই উইশ করতে হবে,
আর এখনি আগাম জন্মদিনের শুভেচ্ছা জানালাম তোমায়।
তোমার জীবনের সব স্বপ্ন যেন পূর্ণ হয়,
সারাদিন তোমার মুখে মিষ্টি হাসি টা যেন থাকে।
তুমি যা চাও তাই যেন পাও।
খুব ইচ্ছে হয় একটু কথা বলি,
একটু তোমাকে দেখি।
কিন্তু আমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট এ তোমার মিষ্টি পিকটা দেখে মন ভালো রাখি।
খুশিতে থেকো বন্ধু।

Comments
Post a Comment