Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| স্বপ্ন তেও এলে তুমি টিচার হয়ে👩🏫🥰 |
=============================
আজ সরস্বতী পূজা,
কাল দেরি করে বাড়ি ফিরলাম।
একটু কাজ করতে করতে সকাল ৪:৩০ টা বেজে গেলো।
ঘুমিয়ে পড়েছি, ঠাকুরের দয়া যেন হলো।
সারা রাত শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখলাম।
কি মিষ্টি মিষ্টি স্বপ্ন গুলো,
সব স্বপ্ন তেই তুমি যেন আমাকে কিছু শিখাচ্ছ,
একটা টে দেখছি আমরা দুজন একটা টিউশন এ আছি,
আর তুমি নিজে আমাকে ভালো ভাবে বুঝিয়ে দিচ্ছ,
চকে করে লিখে 😅
হাহা জানিনা কি যে স্বপ্ন গুলো দেখি আমি,
হুম্ কিন্তু আমাকে সব সময় বোঝানোর চেষ্টা করতে,
আগেও বলেছিলে কোন টা ভালো কোনটা খারাপ,
আর এখনও যেন স্বপ্নে এসে আমাকে শিখিয়ে দিয়ে যাচ্ছ😍
তুমি আমার টিচার,তুমি আমার সবচেয়ে প্রিয় মিষ্টি বন্ধু।
তোমাকে না দেখে এখন থাকিনা।
তোমার সব ফটোতে তুমি যেন কিছু বলতে চাও,
তোমার ছোট্ট ছোট্ট গোল মিষ্টি চোখ গুলোতে যেন কত স্বপ্ন রয়েছে,
তোমার মিষ্টি ঠোঁট যেন চাই আরো অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দের কে ছবি আঁকা শেখাতে।
তোমাকে সাদা শাড়ি টে দেখলে মন শান্ত হয়ে যায়,
মনে হয় আমার মা সরস্বতী কে দেখছি।
জানিনা কেন এরকম হলো,
জিবনে কাউকে আমি ঠাকুরের আসনে বসাইনি শুধু তোমাকে ছাড়া।
আর ভুল করে তোমাকে কিছু বলে ফেললাম,
যার শাস্তি আমি এখনও রোজ নিজেকে দিচ্ছি।
ওই আমার মিষ্টি বন্ধু,তুমি সারাজীবন একটা বন্ধু হয়ে থেকো।
একটু বোঝ আমায়,সব সময় তোমার ভালো চাই।
পুষ্পাঞ্জলি দেব ভাবলাম, ঘুমও ভেঙ্গে গেল,
কিন্তু না ওখানে গিয়ে আমি একটু মনের কথা লিখছি।
মন টা শান্তি পাই যখন কিছু লিখি তোমার জন্য।
আমি তো আমার সরস্বতীকে রোজ দেখি এখানেই,
আর আমার কোথাও গিয়ে দেখার কি দরকার।
তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায় ।
পুজো ভালো করে কাটাও বন্ধু,
আনন্দে থেকো,খুশিতে থেকো।
তোমার টিকটক আর ফেসবুক ফটো গুলোই যেন আমার দিন চলার সঙ্গী।
মা সরস্বতীর আশির্বাদ এ একদিন তুমি আমাকে বুঝবে
আর আমরা আবার ভালো বন্ধু হবো 🤗

Comments
Post a Comment