Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| কেমন আছো মিষ্টি বন্ধু আমার❤️ |
============================
আমার সবচেয়ে প্রিয় মিষ্টি বন্ধু আমার,
কেমন আছো,কোথায় আছো,
নতুন চাকরি পেলে কি,
শরীর ভালো আছে তো,
আর্ট এক্সিবিশন আর কোন টে কোন পেন্টিং বিক্রি করলে,
সময় মতো খাবার খাচ্ছ?
সারাদিন এত স্কুল টিউশন করিয়ে
বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু খাচ্ছ।
জানিনা আমি কিছুই গো।
তোমার কাছে বন্ধু মানেটা ভরশা,ভালোবাসা,ডান হাত,বিশ্বাস।
আমার কাছে বন্ধু মানেটা আরো বেশি,
যে আমার খুব ভালো বন্ধু হয়,
তাকে কোন দিনও ভুলিনা,
ভুল করে থাকলে,ঠিক করার চেষ্টা করি,
যদি ও সে আমার উপর রেগে থাকে,
তাও আমি নিজেই ওর মন যতক্ষণ না ঠিক করতে পারি,
নিজেও ঠিক থাকিনা,আর ওই বন্ধুটাকে ভুলতে দিই না,
হুম্ সেটা ঠিক করতে গিয়ে আরো ভুল করে থাকি,
কি করবো নিজে একটুও ভালো থাকিনা,
হাসিটাকে হারিয়ে ফেলি।
ওর মুখে হাসি ফুটাতে সবসময় চেষ্টা করি,
যদিও রেগে তাও আমি না রেগে,
ওকে বোঝানোর চেষ্টা।
বন্ধু আমার,একটা ভুল বোঝাবুঝি হয়েছিল,
তোমার কাছে কতবার ক্ষমা চাইলাম,
সব ঠিক করার চেষ্টা করলাম।
কিন্তু তুমি না রিপ্লাই করে চলে গেলে,
তার পর চেষ্টা করলাম,
রাগ হয়েছিল,উল্টো পাল্টা বলেছি,
মানছি,কি করবো,মন খারাপ থাকলে হয়।
তুমিও এমন একটা কথা বলেছিলে,
এখন ও মনে করলে নিজেকে নিজের ছোট লাগে,
বালিশটাকে ভিজিয়ে ফেলি।
কি করবে হয়ে যায়,তোমারও হয়ে ছিল,
আমিও বলে ফেলেছিলাম।
তারপর দেখ ২১ আগস্টের পর থেকে কতবার বুঝিয়েছি।
রোজ কিছু না কিছু ভাবে বুঝিয়ে ছি,
আমাকে বললে আমার বিএফ এর ভালো লাগেনা,
বলো আমি কি করেছি,
তোমাকে তো বোঝাতে চেষ্টা করলাম।
একটা ভালো বন্ধু হয়ে থাকতে চাই লাম সারাজীবন,
কি করবো এটাই আমার দোষ।
তুমি বলেছিলে, move on করো,
কিন্তু আমার যে খুব কাছের হয়ে তাকে
আমি কোনদিন ও ভুলিনা,
তোমাকে কারু কাছে ছোট করতে চাইনি,
ভুল বশত তোমাকে বোঝাতে গিয়ে,
কিছু ভিডিও বানিয়েছিলাম,
শুধু তোমাকে বোঝাতে গো,
সেটাতে যদি তুমি নিজেকে ছোট ভেবেছ,
তোমাকে মা সরস্বতীর জায়গাতে বসিয়েছি,
তোমার সেদিনের মুখটা মনে পড়লে,
যেন একটা সাক্ষাৎ মা সরস্বতী কে দেখি।
তোমাকে খুব ভালো বেসেছিলাম,
তাও একটা ভালো বন্ধু হয়েই থাকতে চেয়েছিলাম,
জানি আমি ডিজার্ভ করিনা তোমার মত একটা মিষ্টি মেয়ে আমার জিবন সঙ্গী হয়ে আসবে কোন দিনও।
কিন্তু বন্ধু আমি এতটাও খারাপ নই
যে আমার উপর এত দিন ধরে রেগে থাকবে।
ভেবেছিলাম এই নতুন বছরে বালিশ,চশমা ভেজাবোনা,
কিন্তু তোমার রাগ এতো যে কিভাবে ভাঙ্গাতে পারবো জানিনা বন্ধু।
কবে তোমার একটা মেসেজ পাবো,
জানিনা বন্ধু,কিন্তু জানি,
যদি পৃথিবীতে ভগবান সত্যি রয়েছে,
একদিন তুমি আমাকে বুঝবে আর একটা মেসেজ করবে।
রোজ কত jobseekers দের চেষ্টা করি,
যতটা পারি সাহায্য করে একটা চাকরি লাগিয়ে দেওয়ার।
যদি তাদের আশীর্বাদ এ ভগবান যদি তার এই ছেলের এই কষ্ট টাকে একটু বুঝে,
জানিনা কবে বুঝবে,কবে আমরা একটু কথা বলবো।
তোমাকে খুব মিস করি বন্ধু।
এবারে রাগের ঝড় কে শান্ত করো,
বন্ধুত্বের এই হাত টাকে ধরো।
তোমার এই বন্ধু তোমার জিবনে
একটা ভালো বন্ধু হয়েই থাকবে।
আর কিছু চাইনা তোমার কাছ থেকে।
এই ছেলেটার নাম জয়,এ সবার মন জয় করতে চাই।
আমাকে ক্ষমা করে দাও,দুজনেই কষ্ট পাচ্ছি,
আমি জানি তুমি ও ভালো নেই।
রাধা কৃষ্ণ ভগবান আমার এই মিষ্টি বন্ধু টাকে বোঝাওনা,
আমাকে একটা সুযোগ দিতে,আমার সাথে একটু কথা বলুক।
আমি ওর মিষ্টি মুখের মিষ্টি হাসি টাকে দেখতে চাই।
আমাকে দাদা ভাই কত কিছু বলতো,
বলুকনা আবার,
ওর মনে রাগ দূর করো।
তুমি চাইলে সব ঠিক হবে।
ওই বন্ধু আজ আবার বালিশটা ভিজিয়ে ফেললাম সকাল সকাল,
আমাকে ক্ষমা করে দাও,
একটা সুযোগ দাও,
তোমার মন সবসময় খুশি রাখার চেষ্টা করবো।
মা বাবার আমার তোমার যে স্বপ্ন আমার জন্য ছিল,
শুধু এসবের জন্যে নিজেকে যতটা পারি কাজে ডুবিয়ে রেখেছি।
আর একদিন সবার আমার নিজের স্বপ্ন পুরন করে দেখাবো।
তুমি ভালো থেকো আমার মিষ্টি বন্ধু,
তোমার সব স্বপ্ন যেন একদিন পূর্ণ হয়,
এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা তোমার জন্য,
তুমি খুব বড় স্কুলে জব করো,
একদিন যেন তোমার নিজের একটা আর্ট স্কুল হয়,
খুব ছবি আঁকো বন্ধু আর একদিন
তোমার নিজের একটা আর্ট স্কুল হয়।
তুমি খুব বড় হও,তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
যদি মন ভালো হয় তো একটু আনব্লক করে দিও,
নিজের একাউন্ট থেকে তোমাকে খুঁজি পাইনা।
অন্য একাউন্ট তোমার প্রফাইল এর মিষ্টি ছবি গুলোকে রোজ দেখতে হয়।
ভালো থেকো খুশিতে থেকো সারাদিন বন্ধু আমার।
#godblessme #friends #bff #letsbefriends #cinderella #aamarcindrella #tiktok

Comments
Post a Comment