Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
দিন যায়,রাত যায়,কিন্তু তোমার মন ঠিক করা গেলনা
আর!!
দিন গুলো পেরিয়ে যাচ্ছে একের পর এক,কিন্তু তোমার মন ঠিক করতে পারলামনা,
বলো কি আমি রাগি না,
কিন্তু না রাগলে এখনও কি তুমি এমন ব্লক ব্লক করতে,
৫০টা আইডি বানিয়ে ফেললাম একটু তোমাকে দেখার জন্য,
কিন্তু পারলাম না আর,
না তোমাকে ভুলতে পারছি,
না জিবনে কেউ আর আসছে।
কি করবো খুঁজেই পাচ্ছিনা কাউকে
তোমার মতো একটা মিষ্টি বন্ধু,
সবাই চলে যাচ্ছে একের পর এক,
তুমি ভুল বুঝে চলে গেলে,
আর একটা ম্যানেজার দিদিকে রাখলাম,
ও কাজ ছেড়ে চলে গেলো ওর বরের একটা ভুল ভ্রান্তির জন্য,
একটা কথা আছে , একটু বুদ্ধি বেশি ভয়ঙ্করী,
ঠিক তেমনি হলো।
কি সুন্দর দিদি টা কাজ করছিল,
ভেবেছিলাম এবারে একটু কাজ থেকে ছুটি নেব,
পুজোটা বাড়িতে গিয়ে দেখি,
কিন্তু রাধা কৃষ্ণ যেন পরীক্ষা নেওয়া ছাড়বেনা,
সবাই কে খুশিতে রাখার চেষ্টা করি,
কিন্তু কি করবো বিধাতা যা লিখেছেন
সেটাই হবে,
তুমিও তো বলেছিলে "সব কিছু বিধাতার উপর ছেড়ে দাও",
ছেড়ে দিয়েছি, জানি এখন সময় ঠিক নেই,
তাই সব ঠিক করেও কেউ বুঝছেনা,
জানি বিধাতা কিছু ভালো রেখেছে,
তাই অপেক্ষায় রইলাম,কখন তিনি সব ঠিক করবে।
এই দু তিন ধরে তোমাকে খুব মিস করছি,
ওই দিদি টা চলে যাওয়ার পরে আবার একাই বসে থাকি,
তাই আবার তোমাকে না দেখে থাকতে পারিনা।
একটা ভালো বন্ধু পেয়েছিলাম জিবনে,
ভগবান ওটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিল।
৬টা মাস হতে আসছে,
২১ আগস্ট তোমার লাষ্ট মেসেজ।
কেন তুমি আমাকে এভাবে না কথা বলে চলে গেলে।
কি করবো আর,রাধা কৃষ্ণের ভালোবাসা যদি পৃথিবীতে থাকে,
একদিন তুমি আমাকে বুঝবে।
জানিনা সেটা ছয় মাস হবে না ছয় বছর হবে।
কিন্তু একদিন তোমার মনে একটু বন্ধুত্বের ভালোবাসা হবে,
তুমি ভাববে একটা ছেলে ছিল,
যাকে আমি ৫০ বারের উপর মারলাম ব্লক,
তাও সে আমার উপর না রেগে আমাকে দেখতে রোজ কত ভাবে বোঝানোর চেষ্টা করতো।
আমার ভিডিও গুলোর প্রশংসা করতে ছাড়তনা,
তাও আমি ওর উপর রেগেই থাকতাম অভিমান নিয়ে।
হাহা জানিনা তুমি কখনো এরকম কিছু ভাববে ও কি না,
মন বলছে তুমি একদিন আমাকে বুঝবে
আর একটা মেসেজ করবে।
সত্যি তোমাকে সামনে থেকে দেখতে খুব ইচ্ছে করছে।
তোমার ওই সরস্বতীর মতো মিষ্টি লাগছিল এ ওই টা যখনই দেখি
মন আমার শান্ত হয়ে যায়।
ভগবান কে বলনা "এই বন্ধুটার জিবনেও একটা আমার মত মিষ্টি বন্ধু এনে দাও,
সে যেন আমাকে ভুলে যায়।
মিছে মিছি সেও কষ্ট পাচ্ছে রোজ,
আর আমিও রেগে একে ব্লক মেরে ওর হৃদয় টা ভেঙ্গে দিই রোজ,
তাও সে নিজের আত্ম সম্মান ভুলে,
একটা কোম্পানীর মালিক হয়েও আমাকে আবার বোঝাতে চেষ্টা করে।
কিন্তু আমি আমার আত্ম সম্মান কে বড়ো রেখে ওর উপর আজও অভিমান করে আছি।
সে যেন আমাকে ভুলে যাক,
বলো বন্ধু ঠাকুরকে এরকম কিছু।
আমি তোমার মন কখনো খারাপ করতে চাইনি
সব সময় তোমার ভালো চেয়েছি
কিন্তু ভুলবশত আমি মন খারাপ করেছি।
কি করবো তোমাকে না দেখে থাকতে ই পারিনা,
তাই আবার আমার মিষ্টি বন্ধুর মিষ্টি অ্যাক্টিং গুলো দেখতে আবার নতুন একাউন্ট বানিয়ে ফেলি 😊
খুশিতে থেকো বন্ধু,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।

Comments
Post a Comment