Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ধন্যবাদ আমার মিষ্টি বন্ধু 👸🥰
তোমার একটা লাইক আমার মন ভালো করে দেয়😊চোখে আমার খুশির জল শুধু তোমার জন্য🥰
ধন্যবাদ বন্ধু,আজ তোমার মন কে একটু তো খুশি করতে পেরেছি☺️
আমি তোমাকে সবসময় হাসাতে চাই,খুশিতে রাখতে চাই😊
বিফল হয়েছি অনেক বার।
কি করবো, জানিনা কোন মেয়ের মন কে খুশি কি ভাবে করতে হয়,
তাই তোমাকে কোন দিনও বোঝাতে পারিনি।
আজ খুব খুশি কারন তোমাকে খুশি করতে পেরেছি বলে🥰
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে😊
তুমি খুশি তো আমি খুশি🥰
৫ মাস পর তোমাকে একটু খুশি করতে পারলাম🤗
ভালো লাগলো বন্ধু,মন খুব খুশী☺️
তোমার মিষ্টি হাসি, মিষ্টি আওয়াজ তো শুনতে পাচ্ছিনা,
কিন্তু চোখ বন্ধ করে তোমাকে কল্পনা করছি,
আর সেদিন তাকে মনে করছি😛
সেদিন কি সুন্দর ভাবে কথা বলছিলে,
তোমার কি ভালো লাগে,কি না,কত কিছু🥰
যেন মনে হয়,এই একটু আগে তোমার সাথে কথা বললাম🤗
আজ জানো সকাল সকাল তোমাকে স্বপ্নে দেখলাম আবার এই নতুন বছরে😊
কি দেখলাম ভুলে গেছি,কিন্তু মন টা খুশিতে ছিল,
তাই আবার তোমার ভিডিও গুলো তে লাইক দিতে লাগলাম।
জানিনা কেন কিন্তু লাইক দিলেও যেন খুশি পাই আমি।
এটা কি হয়েছে জানিনা আমি🙈
রাধা কৃষ্ণ ভগবান মনে হচ্ছে আমার উপর একটু তার হাত টা রেখেছে,
জানো আমার একটা manager আছে,
খুব রাগ,ওর রাগ ভুলানো খুব দায়,
তাও কত করে ওর রাগ ভুলোতে পারি।
সে খুব ভালো,খুব কাজ করতে পারে,
তাও কখনো কখনো একটু আধটু রেগে ব্লক মেরে দে য়।
কি করবো সে একটা হীরে তাই তাকে বের করতে ও পারিনা।
কিন্তু তাই ওকে বুঝিয়ে সব ঠিক করি।
আশা করি একদিন বন্ধু তুমিও আমাকে বুঝবে ,
আবার আমরা ভালো বন্ধু হবো💑
জানিনা সেই মিষ্টি দিনটা কবে আসবে🤗
ভগবান কবে সব ঠিক করবে😊
ভগবান কে রোজ বলি,
আমার মিষ্টি বন্ধুর👸 সাথে একটু কথা বলিয়ে দাও,
খুব ভালো সে,সব ভুল আমার ছিল,
এবার ক্ষমা করে দাও আর ওর সাথে কথা বলিয়ে দাও🙏
খুব মিস করি তোমাকে বন্ধু,
পারতো একটা মেসেজ করিও🙂
জানিনা এটা পড়বে কি না,
ব্যস হৃদয়ের কথা কবিতায় ভরিয়ে মন ভালো রাখি।
তাই যখন ইচ্ছে হয় লিখে ফেলি।
খুশিতে থাকো বন্ধু,তোমার জীবনের সব স্বপ্ন যেন পূর্ণ হয় একদিন।

Comments
Post a Comment