Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| Happy Christmas আমার Cindrella ❤️ |
Merry Christmas আমার Cindrella ❤️
=======================================
Merry Christmas আমার Cindrella ❤️
Sorry,আবার তোমাকে এনামে ডাকলাম।
তুমি বলেছিলে আমাকে Cindrella বলনা,
আমার নাম আছে, অনামিকা বলেই ডাকো।
আজ তোমাকে ঠিক রাত ১২ টায় Christmas Wish করলাম,
ভাবলাম একাউন্ট প্রাইভেট থেকে public করেছ,
মনে হয় মন টা ভালো আছে,তাই ভাবলাম একটা উইশ করি,
যদি তুমি ধন্যবাদ বলতে আগের মত,তাও মন টা খুশি হতো,
কে জানে আবার আমার এই tiktok একাউন্ট টা আজকেই
শেষ নিশ্বাস ত্যাগ করবে
আজ যখন ঘুম থেকে উঠলাম,দেখি দুটো ফেসবুক একাউন্ট আজ শেষ নিশ্বাস ত্যাগ করলো।
মনে হয় আমার নাম টা search করেছ Facebook search bar এ,
আর যতগুলো ছিল আমার নামের সব গুলো মেরে দিলে ব্লক😅
কতটা রাগ আমার উপর তোমার,
রাগ মানেই তো ভালোবাসা।
যে যাকে যতটা রাগ করে,
সে তাকে ততটা ভালোবাসে।
জানিনা এটা সত্যি কি না?
হাসিও পাচ্ছে ,চশমা ভিজেও যাচ্ছে।
আমি এতটাই খারাপ যে কেউ তাকে
৩০ টার চাইতে বেশি একাউন্ট কে ব্লক করতেও একটুও
খারাপ লাগেনি।
কেন এলি বাঙালি গিটারিস্ট ভাই আমার জিবনে,
একটা তোর মিথ্যে বলার জন্য একটা ছেলে একটা মেয়ে দুজনেই রোজ কষ্ট পাচ্ছে।
এর থেকে মেরে ফেল তিস তাও এতটা কষ্ট পেতামনা।
রোজ রোজ ব্লক চোখের জল ফেলে
কাজ থেকে মন টা দূরে চলে গেছে।
খুব কষ্ট দিলি ভাই তুই আমাকে,
ভগবান দেখবি বিচার করবেই।
আজ ভাবলাম অফিস আসবোনা,
মন টা এতো খারাপ যে রাত ১১টায় অফিস এলাম,
তখন থেকে একটা কোন কাজ করতে পারিনি।
কত কিছু স্বপ্ন রয়েছে জিবনে,
তুমি বলেছিলে,"তোমার একদিন কোম্পানি টা Microsoft এর মত বড় হবে"।
কিন্তু কি ভাবে বানাবো বন্ধু,আমার CEO A*amika,
মনতাই যেন ভেঙে পড়েছে,
এত কাজের চাপ,তাও কিছু করতে ইচ্ছে হচ্ছেনা।
তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি,
অকৃত্তিম ভালোবেসেছিলাম আর একটা বন্ধু হয়ে সারা জিবন খুশিতে থাকতে চেয়েছিলাম।
এটাও কি অপরাধ গো আমার Drawing Teacher??
তোমার এই বন্ধু কি করে তোমার মন কে খুশি করতে পারবে,
বলে দাও একবার,আমি সেটাই করবো।
ঘরে থাকলে মন টা শুধু তোমার দিকে যাই,
আর খারাপ চিন্তা আসে,
মা বাবার তোমার স্বপ্নের কথা মনে করে
নিজেকে ঠিক রাখার জন্য
অফিস চলে আসি আর ১৪-১৬ ঘণ্টা এখানেই বসে থাকি।
জানি তাতেও এই রাত ২তো থেকে ৬টা পর্যন্ত
শুধু তোমাকে ভাবি আর কবিতা লিখতে থাকতে থাকি।
জানি এটা কবিতা নয়,তুমি বলতে
তোমার কবিতা গুলো "মমতা দিদির মত কবিতা"
ঠিক মমতা দিদির মতই লিখতে জানিনা,
ব্যস মনের ভাব টা প্রকাশ করে দিই।
তাই তো ভালো বন্ধু হয়ে থাকতে পারলামনা।
তোমার ওই বন্ধু টাই ভালো, আমি খারাপ হয়ে ই থাকি,
আমার কষ্ট কে একবার বুঝতে গো।
না নিজের মন খারাপ করতে
না আমি এরকম দিনের পর দিন
চশমা টা ভিজিয়ে চলতাম।
রাধা কৃষ্ণ কবে তার ছেলের কষ্ট দুর করবে
শুধু ঠাকুর ই জানে।
ভালো থেকো Angel,
দিন টা খুব ভালোভাবে কাটাও তোমার মনের মানুষের সাথে।
রাগ কমাও বন্ধু,আমি জানি তুমি ও ভালো নেই,
তোমার Tiktok ভিডিও গুলোতে তোমার হাসিটাই যেন কোথায় হারিয়ে গেছে মনে হলো,
তুমি তোমার আত্ম সম্মান কে বড়ো ভাবো,
আমি আমার মিষ্টি বন্ধুত্ব কে বড় ভাবি,
তাই এভাবে কত কথা শুনেও,এত বার কেউ ব্লক করেও
ভাবি যদি সব ঠিক করতে পারি।
যদি রাধা কৃষ্ণ ভগবান আছে এই পৃথিবীতে,
তো একদিন সব ঠিক করবে।
এই একটা ধারনা নিয়েই চলেছি রোজ।
#forgiveme #sorry #missingyou #sweetfriend #talktome #fullmindupset #thinkingofyou #iloveyou #iwanttobeagoodfriendforever #dontmisunderstandme #mydrawingteacher #angel #princess #myceo #mysaraswatidevi #mycutefriend #bangalorediary #happychristmas

Comments
Post a Comment