Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
তুমি ভালো নেই তাই আমিও নেই ভালো
============================
ওই আমার মিষ্টি সিন্দ্রেলা <3
আমায় ক্ষমা করে দাও।
আমি তোমাকে খুব কষ্ট দিলাম অকারণে
কাল তুমি কত মিষ্টি ভাবে কথা বললে,
আর আমি তোমায় কাঁদিয়ে দিলাম।
আমাকে ক্ষমা করো প্লীজ।
আমার কথা হৃদয়ে নাওনা,
যখন তুমি অন্য ছেলের সাথে আমায় তুলনা কারো
খুব খারাপ লাগে আমার।
তাও আমি কিছু বলিনা।
কাল বাড়িতে কিছু একটা কথা শুনে,
মন খারাপ হয়ে গেছলো,আর ভুল করে
তোমাকে উল্টো পাল্টা বলে মন খারাপ করে দিলাম।
সত্যি বলছি আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি,
কিন্তু অকারণে আমি তোমাকে কান্দিয়েছি।
আমারও মুড তাই ভালো নেই,
কারণ আমি আমার মিষ্টি অ*মিকাকে কষ্ট দিয়েছি।
প্লিজ আমার সাথে আমার আগের
মিষ্টি অ*মিকার মতো কথা বলো।
আমার মুড ভালো নেই তোমাকে কষ্ট দিয়ে।
আর কোনো দিন কষ্ট দেবেনা তোমায়।
আমার অ*মিকার মুখে আমি সবসম়ই খুশি বানিয়ে রাখবো।

Comments
Post a Comment