দিবা স্বপ্ন - জানিনা কখনো পূর্ণ হবে কি না =========================== আজ দিনের বেলায় দেখি এক স্বপ্ন এক সুন্দরী ললনা বসে আছে বিছানায় যেনো কারু অপেক্ষায়। লাল সারি পরে সে কন্যা, রক্ত আলতা পায়ে তার চোখ যেনো কাউকে ডাকছে, মাথায় সিঁদুর, মিষ্টি ঠোঁটে লাল লিপস্টিক তাকে যেনো, স্বপ্নের রাজকন্যার চেয়ে লাগছিলনা কম। চোখদুটো টানা টানা,যেনো বলে কাছে আসতে। ঠোঁট দুটো ভেজা ভেজা, যেনো শুধু বলে ভালোবাসতে। একটা লাজুক লাজুক হাসি দেখে যেনো হৃদয়কে করে দেয় ঘায়েল, তার পায়ের তড়ার হালকা আওয়াজে যেনো হৃদয়ের সেটার টা বেজে উঠে, তার কানে বড়ো একটা কানের দুল,নাখে হীরের নাকছাবি, গলায় বড়ো সোনার নেকলেস,কোমরে একটা চাবিকাঠি হাতে একটা রতনচুর ,মানতাসা,হাতে একজোড়া সোনার বালা,সুন্দর সোনার চুড় , একজোড়া শাখা পলা , কোমরে একটা কমরবন্ধ,পায়ে একজোড়া পায়েল আহ্ ,কি দারুণ দেখতে লাগে,যেনো চোখ বুঝবেনা কোনোদিন। কোমরের ঢেউয়ে যেনো নিজেকে ডুবে যেতে ইচ্ছে করে। সামনে গিয়ে যখন ঘুমটা উঠাই , মুখটা দেখেই যেনো ঘুম থেকে উঠে পড়ি, সেই কন্যা আর কেউ নয়,সে ছিল আমার সিন্দ্রেলা😊