Skip to main content

Posts

Showing posts from June, 2019

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Love you my sweet dear 😍

Love you my sweet dear Keep your head in my lap someday dear😊 Stretch your hair on my face someday dear😍 Take bath in the lap of rain like tree dear🌧️ Visit my home like clouds someday dear☁️ Visit someday my lane of heart like smelt someday dear🏩 Stretch on me like flowers oh my sweet dear🌹 I'll give every breathe to that night oh my sweetest dear💞💒

তুমি ভালো নেই তাই আমিও নেই ভালো

তুমি ভালো নেই তাই আমিও নেই ভালো ============================ ওই আমার মিষ্টি সিন্দ্রেলা <3 আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে খুব কষ্ট দিলাম অকারণে কাল তুমি কত মিষ্টি ভাবে কথা বললে, আর আমি তোমায় কাঁদিয়ে দিলাম। আমাকে ক্ষমা করো প্লীজ। আমার কথা হৃদয়ে নাওনা, যখন তুমি অন্য ছেলের সাথে আমায় তুলনা কারো খুব খারাপ লাগে আমার। তাও আমি কিছু বলিনা। কাল বাড়িতে কিছু একটা কথা শুনে, মন খারাপ হয়ে গেছলো,আর ভুল করে তোমাকে উল্টো পাল্টা বলে মন খারাপ করে দিলাম। সত্যি বলছি আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি, কিন্তু অকারণে আমি তোমাকে কান্দিয়েছি। আমারও মুড তাই ভালো নেই, কারণ আমি আমার মিষ্টি অ*মিকাকে কষ্ট দিয়েছি। প্লিজ আমার সাথে আমার আগের  মিষ্টি অ*মিকার মতো কথা বলো।  আমার মুড ভালো নেই তোমাকে কষ্ট দিয়ে। আর কোনো দিন কষ্ট দেবেনা তোমায়। আমার অ*মিকার মুখে আমি সবসম়ই খুশি বানিয়ে রাখবো।

দিবা স্বপ্ন - জানিনা কখনো পূর্ণ হবে কি না

দিবা স্বপ্ন - জানিনা কখনো পূর্ণ হবে কি না =========================== আজ দিনের বেলায় দেখি এক স্বপ্ন এক সুন্দরী ললনা বসে আছে বিছানায় যেনো কারু অপেক্ষায়। লাল সারি পরে সে কন্যা, রক্ত আলতা পায়ে তার চোখ যেনো কাউকে ডাকছে, মাথায় সিঁদুর, মিষ্টি ঠোঁটে লাল লিপস্টিক তাকে যেনো, স্বপ্নের  রাজকন্যার চেয়ে লাগছিলনা কম। চোখদুটো টানা টানা,যেনো বলে কাছে আসতে। ঠোঁট দুটো ভেজা ভেজা, যেনো শুধু বলে ভালোবাসতে। একটা লাজুক লাজুক হাসি দেখে যেনো হৃদয়কে করে দেয় ঘায়েল, তার পায়ের তড়ার হালকা আওয়াজে যেনো হৃদয়ের সেটার টা বেজে উঠে, তার কানে বড়ো একটা কানের দুল,নাখে হীরের নাকছাবি, গলায় বড়ো সোনার নেকলেস,কোমরে একটা চাবিকাঠি হাতে একটা রতনচুর ,মানতাসা,হাতে একজোড়া সোনার বালা,সুন্দর সোনার চুড় , একজোড়া শাখা পলা , কোমরে একটা কমরবন্ধ,পায়ে একজোড়া পায়েল আহ্ ,কি দারুণ দেখতে লাগে,যেনো চোখ বুঝবেনা কোনোদিন। কোমরের ঢেউয়ে যেনো নিজেকে ডুবে যেতে ইচ্ছে করে। সামনে গিয়ে যখন ঘুমটা উঠাই , মুখটা দেখেই যেনো ঘুম থেকে উঠে পড়ি, সেই কন্যা আর কেউ নয়,সে ছিল আমার সিন্দ্রেলা😊