তোমার মুখে মিষ্টি হাসি নিয়ে আসতে রোজ প্রশংসা করতাম, আবার বউ 👰 হয়ে এসে ভালোবাসা দিয়ে গেলে 💑, স্বপ্নে তোমাকে না আমার ওই পুরনো বন্ধু কে দেখলাম ওই আমার মিষ্টি Cindrella অনামিকা, জানিনা কেন মন ভালো নেই। তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে গো, ওই বন্ধু সেদিন তুমি জেনে গেছলে না, আমি তোমার ইউটিউব একাউন্ট টা ব্লক করে ছিলাম, তাই তুমিও করে দিয়েছিলে আমাকেও ব্লক, আমার ২৫-২৭ টা একাউন্ট গো। ঠিক বলছি তো আমি না! রাগ অভিমান ভালোবাসা, এখনও রাগ করেই আছো তাই না, মানে এখনও আমাকে তুমি ভালোবাসো তো। ঠিক বলছি তো গো, ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা ❤️? জানো গো তোমার Thank you so much ❤️, এটা পেয়েই মন ভালো রাখতাম গো। এখন জেনে গিয়ে একবার Thank you so much তুমি বলেছিলে, আর বলো নি গো একবারও। রোজ কত ভেবে কিছু ভালো লাইন লিখতাম, ভাবতাম Aamar Cindrella আবার Thank you so much ❤️ comment এ reply করবে। কিন্তু সে আর করেনা। Read: 👨💻🌹🍫💝💐👩🎨Aamar Cindrella Story সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, কেমন আছো গো বন্ধু আমার। মনে হচ্ছে ভালই আছো না গো😉 খুব বিয়ে করার ইচ্ছে মনে জেগে গেছে, খুব রোমান্টিক কিছু দেখতে পেলাম...