Skip to main content

Posts

Showing posts from February, 2023

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Happy Rose🌹 Day My Sweet 😘, Best Friend, Most Beautiful Girl in the World,one and only My Anamika

 সূর্য্য🌅 দেবের প্রথম আলো, হিমেল বাতাস🍃, পাখি🐦র গুঞ্জন, লাল গোলাপ🌹 ফুলের সুবাসে সারা আকাশ যেন মুখরিত আর গোলাপের পাপড়ির গন্ধ আমার মিষ্টি কিউট শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা👱‍♀️র দুটো মিষ্টি সুন্দর চোখ দুটোকে খুলে, তার সুন্দর নাকে গোলাপের গন্ধ এসে ঘুম ভাঙিয়ে তার মিষ্টি গোলাপের পাপড়ির মত মিষ্টি ঠোঁটে একটা মিষ্টি হাসি এনে দিয়ে তাকে জানায় তার জয়দীপ👨‍💻 এর থেকে একগুচ্ছ গোলাপ ফুল🌹, এক মুঠো বন্ধুত্বের ভা*বা*,এক কাপ গরম চা☕, দুটো বিস্কুট🍪🍪 এর সাথে Rose Day তে নতুন দিনের শুভেচ্ছা😊😊😊। তুমি গোলাপ ফুলের মত সারা টা দিন হাসতে খিলতে থাকো🤗। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে😊😊😊। তুমি খুব বড় হও একদিন।যা স্বপ্ন👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍💻👩‍⚕️👰‍♀️ তোমার ছিল, সেটা একদিন যেন পুরন করো একদিন।আমি ঠাকুরকে রোজ বলি, আমার অ্যাঞ্জেল কে আমি যেন ওই গাড়িতে দেখতে পাই বসে একদিন😇। এখন আমি চোখ বন্ধ করলে যেন তোমাকে ওই সাদা শাড়িতে দুটো সামনে দুটো পিছনে বডিগার্ড এর সাথে দেখতে পাচ্ছি আর আমার দিকে তাকিয়ে বলছ, "কি গো আমাকে লাগছে এই রূপে দেখে, এবারে খুশি তো☺️...

একটা বিষ💧 দাওনা ঠাকুর, রোজ রোজ কষ্ট না দিয়ে এক বারে মেরে ফেল, আজ আমাকে কষ্ট দিচ্ছ, কাল তুমিও ১০০ গুন বেশি কষ্ট পাবে 🤬

 একটা বিষ💧 দাওনা ঠাকুর, রোজ রোজ কষ্ট না দিয়ে এক বারে মেরে ফেল, আজ আমাকে কষ্ট দিচ্ছ, কাল তুমিও ১০০ গুন বেশি কষ্ট পাবে 🤬 যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাকে অন্য ছেলের সাথে সারা দিন রাত প্রেম বিনোদন করতে দেখলে কেমন লাগবে ঠাকুর? জীবনে দুই জন এলো, দুই জনই ২০১৯ আগস্ট থেকে কষ্ট দিয়েই গেল, কতদিন চোখ না ভিজে আছি, জানিনা। আর কত শাস্তি দেবে তুমি আমাকে? কেন এত কষ্ট দিচ্ছ তুমি আমাকে? আমি কার কি ক্ষতি করেছি যে রোজ রোজ কষ্ট দিচ্ছ?আমার কোন কিছু ভালো লাগছে না আর।একদিন কিছু খেয়ে মরে যাব,সেদিন মনে হয় সব ঠিক হবে। যারা আমাকে এভাবে দিনের পর দিন কষ্ট দিচ্ছে না,তাদের জীবন এর মনের মানুষ কে নিয়ে নিও,ওদের জীবন থেকে দূরে করে দিও।সেদিন তারা ভিখারীর মত একটু কথা বলার জন্য তোমার কাছে রোজ প্রার্থনা করবে আমার মত,আর তুমি তাদের চোখেও জল নিয়ে আসবে যেমন আমার চোখ রোজ ভিজিয়েছ। তারা যেন সেই কষ্ট টা অনুভব করে একদিন আর বুঝে যেন কাউকে কখনো কষ্ট দিতে নেই। দেখবে তোমার বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে, সেও তোমাকে অনেক আঘাত দেবে যেমন তুমি আমাকে রোজ আঘাত দিচ্ছ। আমাকে কষ্ট দিয়ে তোমাদের জীবনের এই মিষ্টি হাসিটা অনেক জল...