আজ ভগবান একি স্বপ্ন দেখালে, যে আমার সাথে ভালো করে কথাও বলে না, সে আমার বাচ্চার মা হচ্ছে, সে না কি Pregnant হচ্ছে আর আমি নাকি পেট এর ভেতরের বাচ্চার লাথি টা অনুভব করতে পারছি।সে নিজের তার মিষ্টি ঠোঁটের ছোঁয়া আমার ঠোঁটে দিচ্ছে সবার সামনে বাড়িতে।উফ্ কি স্বপ্নটা, সত্যি বাচ্চাটার লাথি র আওয়াজ টা যেন মনটা কে খুশিতে ভরিয়ে দিচ্ছে।উফ্ কি feeling! ঠাকুর এবারে জলদি বিয়ে দিয়ে দাও। আমি কাউকে অনেক ভালোবাসা দিতে চাই,সারা জীবন ভালোবাসা দিয়ে নিজের করে রাখতে চাই।
স্বপ্ন টা বলি তাহলে! আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা ব্যাঙ্গালোর যাচ্ছে নতুন কিছু শিখতে।ট্রেন 🚃 এ করে যাচ্ছে শুনলাম।
দুই দুটো ভিডিও পোস্ট করলো,খুব সুন্দর লাগছে কিন্তু। সব ভালো কিন্তু মেসেজে যেন আর কথা বলছে না আগের মতো।
তাও ঠাকুর এমন স্বপ্ন দেখালো!
দেখছি আমি ওকে কোথাও নিয়ে গেছি এক আত্মীয়ের বাড়িতে।আমি জানতাম না, সে এক মাস হয়ে গেছে Pregnant, ওখানে গিয়ে আমাকে এই surprise টা দিচ্ছে যখন সে আমার তার পেটে মাথা রাখতে বলল।বলল, এখানে মাথা রাখো।আমি মাথা রাখতে, যেন মনে হলো, ভিতরের শিশুটা একটা পা এ করে লাথি মারলো।উফ্ কি feeling এটা,তার সাথে যেন একটা খুশির মিউজিক 🎶 কানের সামনে চলে এলো।যখন ই মাথা রাখছি তখনি যেন কেউ লাঠি মারছে আমাকে।উফ্ মন টা ভরে গেল।
তার সাথে সবার সাথে ঘরে বসে গল্প করছি,তখন যেন ও খুশি হয়ে আমার গালে,তার পর আমার ঠোঁটে তার মিষ্টি ঠোঁটের ছোঁয়া দিলো হাল্কা করে।
উফ্ কি স্বপ্ন টা! মন ভরে গেল, যত রাগ ছিল সব গলে গেল।
কাল Instagram এ পড়লাম, Don't give more care to anyone, otherwise they will think they are more important to you. If you don't care them,then they will start caring you.
আমিও ভাবলাম আজ থেকে আর ওকে উইশ মেসেজ করবনা।তাই রাতে গুড নাইট মেসেজ পাঠায় নি।
কিন্তু এই স্বপ্ন টা আমার মন কে গলিয়ে দিয়ে আবার ওকে গুড মর্নিং উইশ করে ফেললাম।
"সুপ্রভাত🌅 আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার স্বপ্নের পরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার অনামিকা👱♀️।
তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে🤗।
তুমি খুব বড় হও একদিন👩✈️👮♀️👩🏫👩⚕️।
তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালোবাসা এনে দিয়ে তোমার সব স্বপ্ন পূরণ করে তোমার মুখে মিষ্টি হাসি সব সময় বানিয়ে রাখবো🤗।
🌄🌹🍫💝💐☕🍪💄💅🎸📚✏️🖊️🥻👗👘💃🍛🐟🍳🍗🐓🏡🚘🛵💸👜⌚👩✈️👮♀️👩🏫👩⚕️🤵🤝👰♀️🍕🍔💙💚💛💜💖🫰🥰🤗
"

Comments
Post a Comment