Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

ওই আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা👱‍♀️ আমাকে কষ্ট দাও না গো আর🙏,মন খুব ভেঙ্গে দিয়েছ তুমি আমার😭



ওই আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা👱‍♀️ আমাকে কষ্ট দাও না গো আর🙏,মন খুব ভেঙ্গে দিয়েছ তুমি আমার😭।

সেদিন বিনা কারনে রাগ করে যত কিছু শুনিয়ে দিল আমায়, হৃদয় টা ভেঙ্গে টুকরো টুকরো করে দিল।তার পরের দিন মেসেজ করিনি।

একদিন পর বললাম এভাবে,

Good Morning 🌅 Happy Teachers Day👩‍🏫 My Sweet Dear Best Friend Anamika Mam🌹🍫💝💐🎸📚🖊️✏️☕🍪🎁. Be happy and keep smiling always🤝😊. I wish your all dreams come true oneday 👩‍✈️👮‍♀️👩‍💼👩‍🏫🤗.

এভাবে রোজ আমার বেস্ট ফ্রেন্ড👱‍♀️ কে ভালো করে গুড মর্নিং🌄 গুড নাইট🌌 না বললে মন ভালো থাকে না।

জানি তুমি বলেছ, "আমি চ্যাট করলে তবেই করবে।" তাই তো কাল মেসেজও করিনি।ভেবে ছিলাম রাতের বেলায় একটা মেসেজ ই করে বলবে, কেমন আছো।কতদিন শুনিনি এটাও তোমার কাছ থেকে।


আগের দিন এমন ভাবে বললে যখন আমি আমার Cindrella এর আলতা মাখা পা এর ছবিটা পাঠালাম। ভাবলাম আমার অনামিকা আমার Cindrella এর চাইতে বেশি ভালো,বেশি মিষ্টি, সবচেয়ে বেশি সুন্দর। DP ও বানালে, কিন্তু তার পর আমাকে এমন ভাবে বললে গো কতটা hurt হয়েছি জানো কি!


পরশু রাত থেকে কোন কিছু তে মন বসছিল না। কাল সারা দিন খাবারও খেতে ভালো লাগছিল না।


তুমি জানো তোমার এই বন্ধুর হৃদয়টা খুব soft। যাকে সে সবচেয়ে care করে, রোজ ঠাকুরের কাছে তার ভালো চেয়েছে, বাইরে বেরোলে সাবধানে যাও,খাবার খেয়েছ,তাকে খুশি করতে কত কিছুনা রোজ বলে, সে যদি হঠাৎ বলে, "তুমি কি এখন আর কাজ করো না, ব্লক কেন করলাম বুঝতে পারো! Chat করলে আমি করবো।তোমাকে এত chat করতে হবে না। আমি chat করলে তবেই করবে।" তাহলে কত মন টা খারাপ হবে কখনো ভেবেছ!


 যদিও সেদিন ফোন📞 এ বললে, আমি এখন ফ্রী🤗।পড়াশুনোর চাপ নেই এই কিছু দিন,তখন exam এর চাপ ছিল।


তারপর ভাবলাম মামা বাড়ি গেছ তাহলে এখন ফ্রী আছো।যখন জিজ্ঞেস করলাম, পড়াশুনো করছ তো বললে, এখন এখানে করিনি।তাই মেসেজ করতাম মাঝে মাঝে একটু বেশি বেশি😊।


বাড়ি এসেছ জানতাম না তো(তাই জিজ্ঞেস করতাম বাড়ি কবে আসছো,তাহলে বেশি মেসেজ করবো না, জানি সারা দিন তুমি পড়াশুনো করো।) তুমি বললে সেদিনই বুঝলাম। তাও ভুল করে মেসেজ করে ফেললাম সারা দিন ধরে একটু বেশি বেশি কারন আমিও সেই বাড়ি এসেছি তো।এটাই ভুল হলো বেশি মেসেজ করাটা।


তারপর তুমি আবার রেগে গেলে আর কতকিছু বলে ফেললে!


কি করবো আমার রাগ একটু থাকে, আর যাকে আমি সবচেয়ে বেশি বেশি care করি, তার উপর রাগ করে থাকতেই পারি না।সে আমাকে যতই বা hurt করুক।আমি সব সময় তাকে care করি, ভালো রাখার চেষ্টা করি। কারন তার মুখের মিষ্টি হাসি আমাকে সারা দিন ভালো রাখে। তাকে দুটো wish করলে আমি সারা দিন ভালো থাকি,খুশি থাকি😊।


আমাকে তুমি একবার বলে দিতে," Joydeep aami ekhan aabar parasunote busy hoye gechi, ekhan sara din message karo na, sudhu sakale Good Morning wish krbe aar raate 11 taar par message krbe" যদি এভাবে বলে দিতে তো আমি কখনো তোমাকে মেসেজ করতাম কি এর চাইতে বেশি গো!


যাতে তোমার ভালো হয়,তুমি খুব বড় officer হও,তোমার মুখে মিষ্টি হাসি কি করে বানাতে পারি, এর জন্য কত কিছু করেছি তুমিও জানো এটা।


কি করব আমি এরকমই।আবার রেগে যাও না প্লীজ, আমি তোমাকে hurt করতে মেসেজটা করিনি।ব্যস মনের কথাটা বললাম,শুধু এভাবে বলতে তো আমি তো সারা দিন মেসেজ করে ডিস্টার্ব করতাম না গো।


আজ Teachers Day 👩‍🏫, অনেক gift 🎁 দেবে সব students রা। সারা দিন আনন্দ করো😊,খুশিতে থেকো 🤗।


জয়দীপ👨‍💻 অনামিকা👩‍🏫কে অনেক বেশি ভালোবাসে, সম্মান করে, care করে, হ্যাঁ একটা best friend এর মতই এর চাইতে বেশি কিছু না গো,এর চাইতে বেশি Deserv ও করি না তো!


 আবার আগের মত ভয় দেখিয়ে দাও না প্লীজ🙏।আমি খুব Simple ছেলে যে তার বেস্ট ফ্রেন্ড কে সব সময় happy রাখতে চাই 😊। তার মুখের মিষ্টি হাসি দেখতে পেলে, গলার মিষ্টি আওয়াজ শুনতে পেলে সে সারা দিন খুব ভালো থাকে🤗। ব্যস একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই 😊।


অনেক কিছু বলে ফেললাম, ভুল বুঝনা আমায় গো🙏।


আগেও বলেছিলাম Misunderstanding যেন না হয় আমাদের মধ্যে কখনো।একটা Mutual Understanding যেন থাকে সব সময়। যদি কোন অসুবিধা থাকে direct বলবে, বকো না আমায়, চোখে জল চলে আসে🥹 যখন আমার বেস্ট ফ্রেন্ড বকে তো, আর বেশি কিছু না গো।


যদি বেশি কিছু বলেছি তো, sorry। জানি Dosti mein no sorry,no thanks 😊 তাও বললাম, যাতে আমাকে ভুল বুঝনা, ব্লক এসব করোনা😊।


 নাহলে আবার আগের মত ৪-৫ মাস ধরে তোমার সাথে ভালো করে না কথা বলতে পেরে, আমি কতটা মন খারাপ করে বসে থাকবো সেটা আমিই শুধু জানি গো। 


আমার হাতে সময়⌛ খুব কম, জীবনে কি হতে চলেছে আমিও জানি না।


যত দিন পারবো তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো।আর বেশি কিছু না গো।


ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন একটু করে রাতে দেখাও।সারা দিন মেসেজ করবনা।শুধু গুড মর্নিং,গুড নাইট উইশ করবো আর রাতে দুটো মেসেজ করব ব্যস।এটাতে খুশি থাকতে দাও আমায়।


কি করব ঠাকুর আমাকে এমনি বানিয়েছে। Best friend কে সব সময় happy রাখতে চাই,ওর মিষ্টি হাসি দেখলে মন ভালো থাকে, কাজে মন বসে।আর কিছু না গো।


রাগ করে থেকো না গো!


আজ আবার মেসেজ করে বললাম,

"কই গো কেমন আছো? কথা বলতে পারি এখন? ফ্রী আছো? DP টা খুব সুন্দর 👌"


অনু: Na


Ami chat korle tar pore


আমি: ঠিক আছে। Atleast Good Morning,Good Night Wish তো করতে পারি best friend কে 😊


অনু: Na


আমি: কেন গো? কোন ভুল করেছি কি? আমি দুদিন ধরে আর মেসেজও করিনি বেশি।


আমরা তো ভালো বন্ধু। সব সময় তোমাকে happy রাখতে চেষ্টা করেছি। 


তোমাকে Good Morning, Good Night wish টা একটু করতে দাও। ওটা করলে মন ভালো থাকে। 


কবে Chat করবে, atleast time টা বলে দাও। আমি wait করবো।


অনু: Ok wish chara r kichu korbena


আমি: না গো। যখন তুমি বলবে,তখন কথা বলব।  তুমিও আমাকে একটু wish করবে।আমার মন ভালো থাকে, যখন তুমি wish করো আমায়। আর একটু তোমার নামের ছবি যেমন ফুলের বানিয়েছিলাম, তেমনি বানাতে পারি তো?


আর একটু তোমার ছবি স্ট্যাটাসটার প্রশংসা করতে পারি তো গো?


অনু: Na

        Only wish


আমি: শুধু প্রশংসাই তো করবো, ওটা তো একটু করতে দাও গো।  আমাকে তো কেউ প্রশংসা করে না।আমাকে কেউ করলে আমার খুব ভালো লাগে।কিন্তু কেউ নেই যে করবে।


দেখছ আমার জীবনে কেমন আরেক টা অনামিকা জুটলো, যাকে ভালো রাখতে কত কিছু করেছি।তার নাম দিয়ে ছবি বানিয়েছি।তার মুখে মিষ্টি হাসি দেখতে কত কিছু করেছি।কিন্তু আজ সে আমার সাথে কত খারাপ ব্যবহার করছে!


রাধা কৃষ্ণ ভগবান কত ভাবে বললাম, ওর মনে ভালোবাসা জাগাও।কিন্তু জানিনা কি হয় ওর আবার, আমাকে কেন এত কষ্ট দেয়। আমার চোখে জল নিয়ে আসতে তোমার খুব ভালো লাগে না গো? তুমি কেমন মেয়ে।একটু মায়া মমতা ভালোবাসা নেই। Care করতে জানোই না।


 শরীর খারাপ ছিল একদিন, ভাবলাম Get well soon বলবে,কিন্তু তার জায়গায় আবার মুখ গোমরা করেছিল।


মাথায় লাগছে পুরো।মনে হচ্ছে কিছু খেয়ে ব্যস জীবন টা ত্যাগ করে দিই।


আমাকে রাধা কৃষ্ণ ভগবান কত কষ্ট দিচ্ছ তুমি তিন বছর ধরে, আর কষ্ট দাওনা। মরে যাবো আমি।


জীবনটা তে কিছু ভালো লাগছে না।


একটু দুই মিনিট মেসেজে কথা বলতাম সেটাও আবার ছিনিয়ে নিলে।ওর মিষ্টি হাসিটা আমাকে খুশি রাখে।সেখানেও এর রাগ।


আমি কি ক্ষতি করেছি ওর ঠাকুর?


তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ?


আমার চোখের জল টা তোমার ভালো লাগে?


Herbalife এর খাবার খাচ্ছি গত নভেম্বর থেকে। ৭৮ থেকে ৬৫ তে পা দিতে দিতে আবার ৬৮-৬৯ এ এসে গেলাম।


এবারে Herbalife ১০-২০% বাড়াবে বলল, তাই একেবারে ৪ মাসের খাবার কিনলাম মোটামুটি ২২০০০ টাকার। মা বাবা দাদা দেখে পুরোই রেগে গেছে।অনেক কথা শুনলাম।


জানি Natural Way তে Weight Loss যেটা হয়, সেটা তে কোন Side Effect নেই কিন্তু Herballife Side Effect আছে আমি জানি, তাও খাচ্ছি।কারন এটাতে result টা অনেক জলদি পাওয়া যায়।


মোটামুটি ৪০-৫০ দিনে ১০ কেজি কম করেছিলাম weight আমার।আবার এখন বাড়ির খাবার খেয়ে বেড়ে গেল।


নিলাম কারন আমাকে সুন্দর পরিষ্কার হতে হবে।ভেবেছিলাম সুন্দর পরিষ্কার হলে একটু মিষ্টি দেখতে বউ পাবো জীবনে।কিন্তু ঠাকুর যেন চায় না, আমি একটা মিষ্টি সুন্দর দেখতে বউ পাই।


তাই তো আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু টাও বিনা কারণেই কথা বলা বন্ধ করতে চাইছে।


কিন্তু আমি যে পারি না।যাকে ভালোবাসি, তাকে কোন দিনও ভুলতে পারি না, না কোন দিনও ভুলতে দেব।


এই সুন্দর হতেই এই খাবার গুলো আবার অর্ডার করলাম।


ঠাকুর আমাকে আর কষ্ট দাওনা।মরে যাচ্ছি ঠাকুর।কাজে মন বসছে না আর যেন।ওর সাথে দুই মিনিট কথা বললে আমি ভালো থাকতাম।ওর মিষ্টি হাসির দুটো মেসেজ আমাকে খুশি রাখে।


ও কানে বুঝবে ঠাকুর, আমি কত ভালোবাসি ওকে ঠাকুর।


বয়স গুলো পেরিয়ে যাচ্ছে।সব ঠিক করে দাও প্রভু।


আমি কাজ পেয়েছি বড় একটা,কিন্তু মন যেন বসছে না।তিন চারটে কোর্স করছি, তাও যেন মন বসছে না।


হে রাধা মা আমার জীবনে একটা রাধা মীরা পার্বতী সরস্বতী লক্ষ্মী এনে দাও,যাকে দেখলে মন খুব ভালো থাকে, খুশিতে থাকি, যার মিষ্টি হাসি আমাকে সারা দিন ভালো রাখে।যে আমাকে খুব ভালোবাসে,কখনো রাগ করবে না,কষ্ট দেবে না আমায়,তেমনি কাউকে এনে দাও জীবনে প্রভু দয়াময় গোবিন্দ 🙏🙏🙏।

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...